পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF | west bengal gk

বন্ধুরা আজ তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের শক্তি সম্পদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম। 



১. পশ্চিমবঙ্গের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি ? 

 উত্তরঃ সিদ্রাপং

২. সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কত সালে স্থাপিত হয় ? 

 উত্তরঃ ১৮৯৭

৩. ব্যান্ডেল কী উৎপাদনের জন্য বিখ্যাত ?

 উত্তরঃ তাপবিদুৎ

৪. পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি ?

 উত্তরঃ মেজিয়া 

৫. মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত-  

 উত্তরঃ বাঁকুড়া 

৬. পশ্চিমবঙ্গের বিদুৎশক্তির প্রধান উৎস কোনটি ?

উত্তরঃ তাপবিদ্যুৎ

৭. পশ্চিমবঙ্গের তাপবিদ্যুৎ এর প্রধান উৎস কোনটি ? 

 উত্তরঃ কয়লা 

৮. সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত ?

 উত্তরঃ দার্জিলিং   

৯. দার্জিলিং জেলায় অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ ?

 উত্তরঃ সিদ্রাপং, রাম্মাম এবং জলঢাকা  

১০. পশ্চিমবঙ্গের কোথায় জোয়ার-ভাটা শক্তিকেন্দ্র স্থাপন করা হয়েছে ? 

 উত্তরঃ দুর্গাদুয়ানি 

১১. রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত ? 

 উত্তরঃ পুরুলিয়া   

১২. ম্যাসাঞ্জোর জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে ? 

 উত্তরঃ ময়ূরাক্ষী  

১৩. কোথায় NTPC ও SAIL এর যৌথ উদ্যোগে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে ? 

 উত্তরঃ দুর্গাপুর 

১৪. সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত ?

 উত্তরঃ পুরুলিয়া 

১৫. পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে কোন ধরনের বিদুৎ শক্তি উৎপাদন করা হচ্ছে ?   

 উত্তরঃ জলবিদ্যুৎ    

১৬. বক্রেশ্বর কোন ধরনের বিদুৎ উৎপাদনের জন্য প্রসিদ্ধ ?

 উত্তরঃ তাপবিদ্যুৎ  

১৭. পশ্চিমবঙ্গের বায়ুবিদুৎ উৎপাদন কেন্দ্র কোনটি ?  

 উত্তরঃ সাগরদ্বীপ

১৮. সাগরদ্বীপ কোথায় অবস্থিত ? 

 উত্তরঃ দক্ষিণ ২৪ পরগণা 

১৯. পশ্চিমবঙ্গের মোট উৎপাদিত বিদ্যুতের কত শতাংশ তাপবিদ্যুৎ থেকে আসে ? 

 উত্তরঃ ৮২%

২০. মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত ?

 উত্তরঃ বরাকর 

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3


[ আরও দেখুনঃ  ভারেতর রাষ্ট্রপতি সম্পর্কিত ৪৫ টি প্রশ্ন ও উত্তর PDF



3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here






একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন