মৌর্য বংশের ইতিহাস | wbcs history gk pdf

বন্ধুরা আজ তোমাদের সঙ্গে মৌর্য বংশের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ ৩৫ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম যেগুলি চাকরি পরীক্ষায় বারবার আসে। 


১. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?  


উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য   


২. চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে আরোহণ করেন কবে ?


 উত্তরঃ ৩২৪ খ্রীস্টপূর্ব 



৩. চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন ? 


 উত্তরঃ মেগাস্থিনিস   


৪. ইন্ডিকা গ্রন্থ কে রচনা করেন ?


 উত্তরঃ মেগাস্থিনিস 


৫. অর্থশাস্ত্র কে রচনা করেন ?


 উত্তরঃ কৌটিল্য      


৬. অশোকের লিপির পাঠোদ্ধার করেন প্রথম-  


 উত্তরঃ প্রিন্সেপ 


৭. অশোক কার বংশধর ছিলেন ?    


 উত্তরঃ বিন্দুসার   


৮. খরষ্ঠি লিপি কোন লিপির অনুসরণে লেখা ? 


 উত্তরঃ অ্যারামীয়


৯. কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয় ?


 উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য       


১০.  সুদর্শন হ্রদ খনন তথ্য কোন লিপিতে পাওয়া যায় ?


 উত্তরঃ জুনাগড় লিপি


১১. কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে মৌর্য যুগের কোন বিষয়টি সম্পর্কে জানা যায় ?  


 উত্তরঃ রাষ্ট্রনীতি   


১২. চন্দ্রগুপ্ত মৌর্য কার নিকট জৈন ধর্ম গ্রহণ করেন ?


 উত্তরঃ ভদ্রবাহু 


১৩. চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন ? 


 উত্তরঃ বিন্দুসার  


১৪ . কে "অমিত্রাঘাত" নামে পরিচিত ?


 উত্তরঃ বিন্দুসার   


১৫. গ্রীকদূত ডেইমাকাস ও ডিওনিসিয়াস কার রাজসভায় আসেন ?                 


 উত্তরঃ  বিন্দুসার 


১৬. সম্রাট অশোক কবে সিংহাসনে বসেন ?


 উত্তরঃ ২৭৩ খ্রীস্টপূর্ব                   


১৭. চন্দ্রগুপ্ত মৌর্য যে ধর্মের অনুরাগী ছিলেন- 


 উত্তরঃ জৈন   


১৮.অশোক কার নিকট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন ?


 উত্তরঃ উপগুপ্ত    


১৯. ২৫০ খ্রীস্টপূর্বে অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন করে ?


 উত্তরঃ পাটলিপুত্র                           


২০. চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন ? 


 উত্তরঃ সেলুকাস  


২১. ভারতের জাতীয় পতাকার অশোক চক্রে থাকে___ টি স্পোক।


 উত্তরঃ 24


22.চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রে জন্মগ্রহণ করেছিলেন, সেটি এখন অবস্থিত-


 উত্তরঃ বিহার


২৩. অশোকের শিলালেখ গুলি কোন ভাষায় লেখা ? 


 উত্তরঃ প্রাকৃত


২৪. মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ? 


 উত্তরঃ অশোক


২৫. অশোকের কোন শিলালেখ থেকে কলিঙ্গ সম্পর্কে জানা যায় ? 


উত্তরঃ এয়োদশ লেখ


২৬. বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন জায়গায় প্রশাসক ছিলেন ? 


 উত্তরঃ উজ্জয়িনী 


২৭. কোন বছর অশোক কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেন ? 


 উত্তরঃ ২৬১ খ্রীস্টপূর্ব 


২৮. রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতা হল-


 উত্তরঃ শিব


২৯.সম্রাট অশোকের শিলালিপি গুলিতে সাধারণত তাকে কোন নামে পরিচিত করা হয়েছে ?


 উত্তরঃ প্রিয়দর্শী


৩০. বিহারের বোধগয়ার কে প্রথম মহাবোধি মন্দির স্থাপন করেন ? 


 উত্তরঃ অশোক 


৩১. বিশাখদত্তের "মুদ্রারাক্ষস" গ্রন্থে বর্ণিত রাক্ষস কোন রাজার সেনাপতি ছিলেন ?  


 উত্তরঃ ধননন্দ


৩২. মৌর্য সম্রাজ্যের পাটলিপুত্র নগরের পৌরশাসনের সর্বাপেক্ষা মূল্যবান উৎস ছিল-


 উত্তরঃ ইন্ডিকা গ্রন্থ


৩৩. ভারতীয় টাকায় যে সিংহমূর্তিটি দেখা যায়, সেটি কোথায় আবিষ্কৃত হয় ? 


 উত্তরঃ সাঁচি


৩৪. কোন আমলে প্রথম যন্ত্রপাতির উল্লেখ পাওয়া যায় ? 


 উত্তরঃ মৌর্যযুগে 


৩৫. শেষ মৌর্য সম্রাট কে ছিলেন ? 


 উত্তরঃ বৃহদ্রথ



3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post