বন্ধুরা রেলের পরীক্ষায় বারবার আসে এমন গুরুত্বপূর্ণ ৩৫ টি সাইন্সের প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম।
১. ক্যান্ডেল কিসের একক ?
উত্তরঃ দ্বীপ্তি প্রাবল্য
২. তড়িৎ পরিবাহিতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উত্তরঃ ডায়াগোমিটার
৩. স্টপ ওয়াচ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জঁময়সে
৪. এক ফ্যাদাম = কত ফুট ?
উত্তরঃ ৬ ফুট
৫. কোন এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয় ?
উত্তরঃ ফুট
৬. তড়িৎচালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
উত্তরঃ পোটেনসিওমিটার
৭. কোন লেন্স দ্বারা প্রতিসৃত আলোকরশ্মি অভিসারী হয় ?
উত্তরঃ উত্তল
৮. সেতার থেকে নির্গত শব্দ কী প্রকারের ?
উত্তরঃ অনুদৈর্ঘ্যি স্থির তরঙ্গ
৯. বরফের সাথে লবণ মিশ্রিত করলে হিমাঙ্ক-
উত্তরঃ কমে যায়
১০. ওজোন স্তর অবস্থিত-
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ারে
১১. অভ্যন্তরিন পূর্ণ প্রতিফলন ঘটবে যখন আলো-
উত্তরঃ কাচ থেকে বায়ুতে গতিশীল হবে
১২. একটি দন্ডচুম্বকের চৌম্বকত্ব মধ্যবিন্দুতে-
উত্তরঃ শূন্য হয়
১৩. আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি ?
উত্তরঃ সিরিয়াস
১৪ . ভারের নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ল্যাভয়সিয়র
১৫. ক্যারেট কিসের একক ?
উত্তরঃ ভর
১৬. একটি লেড পেন্সিলে কত শতাংশ লেড থাকে ?
উত্তরঃ ০%
১৭. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে আলো কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যায় ?
উত্তরঃ ঘন থেকে লঘু
১৮.একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সব গ্যাসে সমসংখ্যক অণু থাকে- কে বলেছিলেন ? ?
উত্তরঃ অ্যভোগাড্রো
১৯. অ্যালকালি ধাতুগুলি কোন ব্লকে রয়েছে ?
উত্তরঃ s ব্লক
২০. কোন ধাতুতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়-
উত্তরঃ কাঁচা লৌহ
২১. কোনটি ধনাত্মক তড়িৎযুক্ত কণিকা যা তেজস্ক্রিয় বিঘটনে নির্গত হয় ?
উত্তরঃ আলফা রশ্মি
22.কোন পদার্থের জাড্য কিসের ওপর নির্ভরশীল ?
উত্তরঃ ভর
২৩. রান্নার সময় কী ধরণের পোশাক নিরাপদ ?
উত্তরঃ টেরিলিন
২৪. ক্যাথোড রশ্মির যে তড়িৎদাহিত কণিকা থাকে তা হল-
উত্তরঃ নিউট্রন
২৫. কোন বস্তুর মুক্তিবেগর মান কত ?
উত্তরঃ ১১.২ কিমি/সেকেন্ড
২৬. মরীচিকার সৃষ্টি কারণ হল ?
উত্তরঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
২৭. আলোর তরঙ্গতত্ত্বের প্রবক্তা কে ?
উত্তরঃ হাইগেনস
২৮. কর্বনের সবচেয়ে কঠিন রুপভেদ কোনটি ?
উত্তরঃ হীরা
২৯.তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম কি ?
উত্তরঃ টেননিওমিটার
৩০. সকল তেজস্ক্রিয় বিভাজনের শেষে পাওয়া যায়-
উত্তরঃ লেড
৩১. উড়োজাহাজের উত্থান কোন নীতির উপর নির্ভর করে ?
উত্তরঃ বারনৌলির নীতি
৩২. কোন বিজ্ঞানী নোবেল গ্যাস আবিষ্কার করেন ?
উত্তরঃ কেভেনডিস
৩৩. ট্রনজিস্টার তৈরিতে ব্যাবহার করা হয়-
উত্তরঃ সিলিকন
৩৪. কাঁচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কারণ কাঁচ তাপের-
উত্তরঃ কুপরিবাহী
৩৫. রবার প্রস্তুতির প্রক্রিয়াকে বলে-
উত্তরঃ ভালকানাইজেশন
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।