বন্ধুরা আজ পশ্চিমবঙ্গের নদনদীর থেকে গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন শেয়ার করা হলো, যে গুলি চাকরি পরীক্ষায় বারবার আসে।
১. উত্তরবঙ্গের ত্রাসের নদী কাকে বলা হয় ?
উত্তরঃ তিস্তা
২. হলং কোন নদীর উপনদী ?
উত্তরঃ তোর্সা
৩. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ ভাগীরথী-হুগলী
৪. বরাকর কোন নদীর প্রধান উপনদী ?
উত্তরঃ দামোদর
৫. সুন্দরবনের আতঙ্কের নদী কাকে বলা হয় ?
উত্তরঃ মাতলা
৬. তিস্তা কোন নদীর উপনদী ?
উত্তরঃ যমুনা
৭. ইছামতী কোন নদীর শাখানদী ?
উত্তরঃ চূর্ণি
৮. "ধলকিশোর" কোন নদীর অপর নাম ?
উত্তরঃ দ্বারকেশ্বর
৯. তারাপীঠ কোন নদীর তীরে অবস্থিত ?
উত্তরঃ দ্বারকা
১০. বোলপুর কোন নদীর তিরে অবস্থিত ?
উত্তরঃ কোপাই
১১. কোন নদীকে "পশ্চিমবঙ্গের জীবনরেখা" বলা হয় ?
উত্তরঃ ভাগীরথী-হুগলি
১২. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ দামোদর
১৩. নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রবাহপথে গঙ্গা নদী কী নামে পরিচিত ?
উত্তরঃ হুগলি
১৪. পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ দামোদর
১৫. দামোদর নদীর উৎপত্তি কোথায় ?
উত্তরঃ ছোটোনাগপুর মালভূমি
১৬. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?
উত্তরঃ রায়ডাক
১৭. জলঢাকা নদীর উৎস হল-
উত্তরঃ বিদ্যাং লেক
১৮. কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে ?
উত্তরঃ সুবর্ণরেখা
১৯. দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত ?
উত্তরঃ রুপনারায়ণ
২০. হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উত্তরঃ সুবর্ণরেখা
২১. কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কী ?
উত্তরঃ হলদি নদী
২২. ম্যাসাঞ্জোস ও তিলপাড়া বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর ?
উত্তরঃ ময়ূরাক্ষী
২৩. সুন্দরবন অঞ্চলের প্রধান নদী কোনটি ?
উত্তরঃ মাতলা
২৪. পূর্ব কলকাতার জলাভূমি কে রামসর সাইট রুপে ঘোষণা করা হয় ?
উত্তরঃ ২০০২ সালে
২৫. কোন নদীটি বরফগলা জলে পুষ্ট নয় ?
উত্তরঃ মাতলা
২৬. দামোদর নদের দৈর্ঘ কত ?
উত্তরঃ ৫৪১ কিমি
২৭. কোন নদীটি মহানন্দার উপনদী ?
উত্তরঃ মোচি, বালাসন এবং টাঙ্গন
২৮. ফারাক্কা ব্যারেজ নির্মণের কারণ কী ছিল ?
উত্তরঃ হুগলি নদীতে জলের জোগান বৃদ্ধি
২৯. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত-
উত্তরঃ তারাই
৩০. তিস্তা নদীর পূর্ব ভাগ যে নামে পরিচিত-
উত্তরঃ ডুয়ার্স
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।