আবহাওয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর PDF | wbcs geography

Geography Gk Question For WBCS, WBP,  KP, PSC All Others Comparative Exams 


১. বায়ুমন্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?


 উত্তরঃ আয়নোস্ফিয়ার                             


২. জলীয়বাষ্পের জলকণায় পরিণত হওয়াকে কী বলে ?  


 উত্তরঃ ঘনীভবন  


৩. ঊর্ধবাকাশে প্রবল গতিতে প্রবাহিত বায়ুপ্রবাহকে কী বলে ?


 উত্তরঃ জেট বায়ু   

     

৪. স্থলবায়ু দিনের কোন সময় প্রবাহিত হয় ?


 উত্তরঃ মধ্যরাত্রি থেকে ভোরবেলা    


৫. নীচের কোন মেঘে সর্বাধিক বৃষ্টিপাত হয় ?


 উত্তরঃ নিম্বাস    


৬. সর্বাধিক শুষ্ক বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হবে- 


 উত্তরঃ ০%    


৭. অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় ?


 উত্তরঃ বরফ থেকে       


৮. নীচের কোনটির "Frontal Rainfall ?


 উত্তরঃ নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিপাত             


৯. Isobar হল- 


 উত্তরঃ সমচাপ রেখা  


১০. সর্বনিম্ন আপেক্ষিক আদ্রতা দেখা যায় কোন ঋতুতে ?


 উত্তরঃ শীতকালে 


১১. দক্ষিণ চিন সাগরের ক্রান্তীয় ঘুর্ণবাত কী নামে পরিচিত ?


 উত্তরঃ টাইফুন      


১২. উল্কাপিন্ড পুড়ে ছাই হয়- 


 উত্তরঃ মেসোস্ফিয়ারে                        


১৩. বিউফোর্ট স্কেলের সাহায্যে পরিমাণ করা হয়- 


 উত্তরঃ বায়ুর শক্তির মাত্রা  


১৪. দক্ষিণ গোলার্ধে বায়ুর বামদিকে বেঁকে যাওয়ার কারণ- 


 উত্তরঃ পৃথিবীর আবর্তন  


১৫. অশ্ব অক্ষাংশ কোথায় দেখা যায় ?


 উত্তরঃ কর্কটীয় শান্তবলয়ে        


১৬. সমচাপ রেখাগুলি দূরে দূরে অবস্থান করলে নীচের কোনটি নির্দেশ করে ? 


 উত্তরঃ শান্ত আবহাওয়া    


১৭. ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় ?


 উত্তরঃ পশ্চিমা বায়ু


১৮. পৃথিবীর আর্বতনের ফলে প্রবাহিত বায়ুর ওপর যে শক্তি কাজ করে তাকে বলে-    


 উত্তরঃ কোরিওলিস বল   


১৯. ঋতুপরিবর্তনহীন জলবায়ু কোনটি ?


 উত্তরঃ নিরক্ষীয় জলবায়ু   


২০. আমাদের দেশের অধিকাংশ বৃষ্টিপাত- 


 উত্তরঃ শৈলোৎক্ষেপ প্রকৃতির          



👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3 



3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post