ভূগোল থেকে সমুদ্রস্রোত সম্পর্কিত প্রশ্ন | wbcs geography

বন্ধুরা আজ ভূগোলের সমুদ্রস্রোতের উপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম। প্রশ্ন গুলি খুব গুরুত্বপূর্ণ।



১. মৌসুমি স্রোত কোন মহাসাগরে দেখা যায় ?


  উত্তরঃ ভারত মহাসাগর 


২. কোন স্রোতের অপর নাম কুরোশিয়ো স্রোত ? 


 উত্তরঃ জাপান স্রোত 


৩. কোন স্রোতের অপর নাম হামবোল্ড স্রোত ? 


 উত্তরঃ পেরু স্রোত 


৪. সমুদ্রস্রোত সৃষ্টির প্রধান কারণ হল- 


 উত্তরঃ নিয়ত বায়ুপ্রবাহ


৫. কোনটি প্রশান্ত মহাসাগরের সমুদ্রস্রোত ?


 উত্তরঃ জাপান স্রোত,  বেরিং স্রোত এবং কামচাটকা স্রোত   


৬. মেক্সিকো উপসাগরের মধ্য দিয়ে প্রবাহিত সমুদ্রস্রোতের নাম-


 উত্তরঃ উপসাগরীয় স্রোত 


৭. পেরু সমুদ্রস্রোত দেখা যায়- 


 উত্তরঃ প্রশান্ত মহাসাগরে


৮. ল্যাব্রাডর স্রোতের বর্ণ হয়-   


 উত্তরঃ সবুজ


৯. কুরোশিয়ো স্রোতের প্রকৃতি হল- 


 উত্তরঃ উষ্ণ 


১০. কোন মহাসাগরে সর্বাধিক রাক্ষুসে তরঙ্গের অস্তিত্ব দেখা যায় ? 


 উত্তরঃ প্রশান্ত মহাসাগরে    


১১. কেনটি ভারত মহাসাগরের সমুদ্রস্রোত ?  


 উত্তরঃ সোমালি স্রোত, আগুলহাস স্রোত ও পশ্চিম অস্টেলীয় স্রোত 


১২. সমুদ্রের যেখানে উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের স্পষ্ট সীমারেখা সৃষ্টি হয়, তাকে বলে-  


 উত্তরঃ হিমপ্রাচীর 


১৩. কোন মহাসাগরে সুস্পষ্ট হিমপ্রাচীর দেখা যায় ?


 উত্তরঃ আটলান্টিক মহাসাগরে 


১৪. নিচের কোনটি আটলান্টিক মহাসাগরের স্রোত ? 


উত্তরঃ ব্রাজিল স্রোত ,  ক্যানারি স্রোত এবং বেঙ্গুয়েলা স্রোত   




১৫. শৈবাল সাগর দেখা যায়- 


 উত্তরঃ উত্তর আটলান্টিক মহাসাগরে


১৬. উপসাগরীয় স্রোতের বর্ণ হয়- 


 উত্তরঃ নীল 


১৭. একটি শীতল স্রোতের উদাহরণ- 


 উত্তরঃ বেঙ্গুয়েলা স্রোত  


১৮. সর্বাপেক্ষা দ্রুতগতিসম্পন্ন সমুদ্রস্রোত কোনটি ?


 উত্তরঃ উপসাগরীয় স্রোত 


১৯. পৃথিবীর বৃহত্তম স্রোতের নাম কী ?


 উত্তরঃ আটলান্টিকা উপমেরু স্রোত 


২০. ভাদ্রুপ কী ? 


 উত্তরঃ জলপ্রবাহের পরিমাণের একক


২১. সমুদ্রস্রোতের বৃত্তাকার বা চক্রাকার আর্বতনকে কী বলে ? 


 উত্তরঃ জায়ার 


২২. গভীর সমুদ্রস্রোত সমুদ্রের কোন স্তরের মধ্যে দিয়ে প্রবাহিত হয় ? 


 উত্তরঃ পিকনোক্লাইন স্তর 


২৩. সমুদ্রস্রোতের দিক পরিবর্তনে কোনটি প্রভাব ফেলে ?


 উত্তরঃ বায়ুপ্রবাহ, উপকূলের আকৃতি ও পৃথিবীর আবর্তন গতি 


২৪. আটলান্টিক মহাসাগরে শৈবাল সগর সৃষ্টিতে কোন স্রোত ভূমিকা আছে ? 


 উত্তরঃ ক্যানারি স্রোত,  ল্যাব্রাডর স্রোত, উপসাগরীয় স্রোত 


২৫. কোন মহাসাগরে সর্বাধিক হেরিং মাছ দেখা যায় ? 


 উত্তরঃ আটলান্টিক মহাসাগরে


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2










3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here







Post a Comment

Previous Post Next Post