WBCS Previous Year Question | WBCS Gk Question in Bengali | WBCS MCQ Question
১. রেহালা লেখেছিলেন ?
উত্তরঃ ইবন বতুতা
২. সুলতানী যুগের আকবর বলা হয় ?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক
৩. কোন মুসলিম ধর্মাত্মাকে মধ্যযুগে হিন্দু মুসলমান সকলেই পূজা করিত ?
উত্তরঃ নিজামুদ্দিন আউলিয়া
৪. দিল্লীর লোদী সুলতানগণ ছিলেন-
উত্তরঃ আফগান বংশের
৬. কোন শাসক প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন-
উত্তরঃ গিয়াসউদ্দিন বলবন
৭. কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে আসেন ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক
৮. কোন সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারতবর্ষ আক্রমণ করেন ?
উত্তরঃ ইলতুৎমিস
৯. কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজি
১০. দিল্লী সুলতানির প্রতিষ্ঠাতা ছিলেন -
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক
১১. ফুতুহ উস সালাতিন এর লেখক হলেন-
উত্তরঃ ইসামী
১২. দোকানী মুদ্রা চালু করেছিলেন কে ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক
১৩. সুলতানি যুগে প্রথম প্রকৃত রাজা কে ছিলেন ?
উত্তরঃ ইলতুৎমিস
১৪. আমীর খসরু কার সভাকবি ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজি
১৫. হিন্দুস্তানের তোতাপাখি কে ছিলেন ?
উত্তরঃ আমির খসরু
১৬. ইকতা প্রথার প্রবর্তন কে করেন ?
উত্তরঃ ইলতুৎমিস
১৭. ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি কবে বাংলা আক্রমণ করেন ?
উত্তরঃ ১২০২ খ্রীঃ
১৮. তরাইনের যুদ্ধ হয়েছিল মহম্মদ ঘোরী ও ___ এর মধ্যে-
উত্তরঃ পৃথ্বীরাজ চৌহান
১৯. দিল্লী সুলতানের কার দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ছিল ?
উত্তরঃ আলাউদ্দিন খলজি
২০. দিল্লীর কোন সুলতান ক্রীতদাসদের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক
২১. দিলীতে কুতুবমিনার কে নির্মাণ করেণ ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক
২২. দিল্লীর কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন ?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক
২৩. তারিখ ই ফিরোজ শাহী গ্রন্থটি রচয়িতা কে ?
উত্তরঃ জিয়াউদ্দিন বরনী
২৪. দিল্লী সুলতানির শেষ শাসক কে ছিলেন ?
উত্তরঃ ইব্রাহিম লোদি
২৫. নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন ?
উত্তরঃ একজন সুফী সন্ন্যাসী
২৬. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ ১৭ বার
২৭. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ কুতুবউদ্দিন আইবক
২৮. জালালউদ্দিন মঙ্গরবানি কে ছিলেন ?
উত্তরঃ খোয়ারিজম ও খিবার শাসক
২৯. দাস বংশীয় কোন সুলতান দাস ছিলেন না ?
উত্তরঃ রাজিয়া
৩০. কোন গ্রন্থখানি বলবনের সময়কাল সম্পর্কে বিবরণ প্রদান করে ?
উত্তরঃ তারিখ ই ফিরোজশাহী
৩১. দাক্ষিণাত্য প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?
উত্তরঃ জালালউদ্দিন খলজি
৩২. দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক
৩৩. কিতাব উল হিন্দ কার রচনা ?
উত্তরঃ আলবিরুনী
৩৪. কে চাহলগানী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন ?
উত্তরঃ গিয়াসউদ্দিন বলবন
৩৫. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজি
৩৬. কোন হিন্দু প্রথম দিন ই ইলাহি যোগ দেন ?
উত্তরঃ বীরবল
৩৭. হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের রাজত্বকালে নিষিদ্ধ হয় ?
উত্তরঃ আকবর
৩৭. মালিক কাফুর কার সেনাপতি ছিলেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজি
৩৮. কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ?
উত্তরঃ ১১৯১ খ্রিস্টাব্দে
৩৯. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন ?
উত্তরঃ আলাউদ্দিন খলজি
৪০. আলাউদ্দিন খলজি র দক্ষিণাত্য অভিযানে তাঁর সেনাধ্যক্ষ ছিলেন-
উত্তরঃ মালিক কাফুর
৪১. ভারতে বানিজ্য করার জন্য ১৭১৭ খ্রী. কোম্পানিকে কোন মুঘল সম্রাট ফরমান জারি করেন ?
উত্তরঃ ফারুকশিয়ার
৪২. ঔরঙ্গজেবের আমলে কোন ঐতিহাসিক নিজের কীর্তি স্থাপন করেন ?
উত্তরঃ কাফি খান
৪৩. ইবাদত খানা কি ?
উত্তরঃ ধর্মীয় উপাসনা গৃহ
৪৪. কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন ?
উত্তরঃ তেগ বাহাদুর
৪৫. কোন রাজ্যের রাজা আকবরের সহিত বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন ?
উত্তরঃ জয়পুর
৪৬. শেরশাহ কোন দূর্গ আক্রমণ কালে মারা যান ?
উত্তরঃ কলিঞ্জর
৪৭. আকবরের আমলে জাবত ভূমি রাজস্ব প্রথা প্রবর্তন করেন ?
উত্তরঃ রাজা টোডরমল
৪৮. মনসব কথার অর্থ কি ?
উত্তরঃ পদমর্যাদা
৪৯. ভারতের কোন সম্রাটকে জ্যান্ত পীর বলা হয় ?
উত্তরঃ ঔরঙ্গজেব
৫০. কোন মুঘল সম্রাটের আমলে কোম্পানি দেওয়ানী লাভ করে ?
উত্তরঃ দ্বিতীয় শাহ আলম
৫১. জাবতি প্রথার প্রবর্তন করেন ?
উত্তরঃ আকবর
৫২. পানিপথের যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
উত্তরঃ ইব্রাহিম লোদি
৫৩. প্রথম পানিপথের যুদ্ধ কবে হয় ?
উত্তরঃ ১৫২৬
৫৪. দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন ?
উত্তরঃ হিমু
৫৫. বাবরনামা র রচয়িতা কে ছিলেন ?
উত্তরঃ বাবর
৫৬. হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?
উত্তরঃ আকবর
৫৭. কৌনজে ১৫৪০ খ্রীঃ শেরশাহের কাছে পরাজিত হয়েছিল--
উত্তরঃ হুমায়ুন
৫৮. কবুলিয়ৎ এবং পাট্টা কে প্রবর্তন করেন ?
উত্তরঃ শেরশাহ
৫৯. হুমায়ুন নামা কার রচনা ?
উত্তরঃ গুলবদন বেগম
৬০. কোন মুঘল সম্রাটের আমলে কোম্পানি ভারতে প্রথম কুঠী নির্মাণ করেণ ?
উত্তরঃ জাহাঙ্গীর
৬১. দিন ই ইলাহি প্রবর্তন করেন ?
উত্তরঃ আকবর
৬২. খানুয়ার যুদ্ধে বাবরের প্রধান প্রতিপক্ষ কে ছিলেন ?
উত্তরঃ রাণা সঙ্গ
৬৩. জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন ?
উত্তরঃ স্যার টমাস রো
৬৪. আগ্রা থেকে দিল্লি রাজধানী স্থানান্তরিত করেন ?
উত্তরঃ শাহজাহান
৬৫. কোন মুঘল সম্রাটের আমলে নাদিরশাহ ভারত আক্রমণ করে ?
উত্তরঃ মহম্মদ শাহ
৬৬. ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন ?
উত্তরঃ দৌলত খাঁ লোদী
৬৭. কোন মুঘল সম্রাট পর্তুগিজ দের দমন করে-
উত্তরঃ শাহজাহান
৬৮. দাম কি ?
উত্তরঃ শেরশাহ প্রচলিত তামার মুদ্রা
৬৯. কে প্রথম দিন ই ইলাহির সদস্য হন ?
উত্তরঃ রাজা বীরবল
৭০..দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল ?
উত্তরঃ ১৫৫৬ খ্রীস্টাব্দে
৭১. জাহাঙ্গীরের সৌধ কোথায় অবস্থিত ?
উত্তরঃ লাহোর
৭২. মুঘল সম্রাট শাহজাহান মারা যায় ?
উত্তরঃ ১৬৬৬
৭৩. কার রাজত্বকালে "জাবত" ভূমি ব্যাবস্থার প্রচলন হয় ?
উত্তরঃ আকবর
৭৪. আবুল ফজলের রচনায় অবর্ণিত মোগল চিত্র শিল্পীকে চিহ্নিত করুন-
উত্তরঃ মনসুর
৭৫. কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমলের নাম যুক্ত ?
উত্তরঃ জবতি
৭৬. মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল-
উত্তরঃ ফার্সি
৭৭. কে দু আসপা শি আসপা ব্যবস্থা চালু করেছিলেন ?
উত্তরঃ জাহাঙ্গীর
৭৮. তকাভি বলতে কী বোঝায় ?
উত্তরঃ কৃষক ঋণ
৭৯. সুল ই কুল এই মত কে প্রচার করেন ?
উত্তরঃ আকবর
৮০. কোন ঐতিহাসিক মুঘল যুগের গবেষণার জন্য সমাধিক পরিচিত ?
উত্তরঃ যাদুনাথ সরকার
৮১. কোন মুঘল সম্রাট তার নিজের আত্মজীবনী রচনা করেছেন ?
উত্তরঃ বাবর
৮২. সৎনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল ?
উত্তরঃ ঔরঙ্গজেব
৮৩. কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি দেন ?
উত্তরঃ দ্বিতীয় আকবর
৮৪. আইন ই আকবরী এর লেখক কে ?
উত্তরঃ আবুল ফজল
৮৫. কোন রাজপুত্র শাসক আকবর এর সমসাময়িক ছিলেন ?
উত্তরঃ মান সিং, অমর সিং, উদয় সিং
৮৬. ফতেপুর সিক্রীতে ইবাদতখানা-র নির্মাতা ছিলেন-
উত্তরঃ আকবর
৮৭. আকবর ইবাদত খানা নির্মাণ করেণ কোন সালে ?
উত্তরঃ ১৫৭৫ খ্রিস্টাব্দে
৮৮..রামচরিতমানস এর রচয়িতা হলেন-
উত্তরঃ তুলসীদাস
৮৯. খুুতবার অর্থ হল-
উত্তরঃ শুক্রবারের প্রার্থনার উপদেশ
৯০. কোন মধ্যযুগীয় শাসক আইন ই দহশালা প্রবর্তন করেন ?
উত্তরঃ আকবর
👇👇👇👇👇👇👇👇
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।