WBCS Last 20 Year Gk Question

WBCS Previous Year Question In Bengali | WBCS Gk in Bengali | WBCS Important Gk Question 


👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3 


১. দিব্য কোন বিদ্রোহের নায়ক ছিলেন ?

উত্তরঃ কৈবর্ত বিদ্রোহ   

২. বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?

উত্তরঃ শশাঙ্ক 

৩. কৌলিন্য প্রথার প্রবর্তন কে করেছিলেন ?

উত্তরঃ বল্লাল সেন 

৪. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ ধর্মপাল  

৬. সন্ধ্যাকর নন্দী হলেন- 

উত্তরঃ রামচরিত কাব্য রচয়িতা  

৭. শূলপাণি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন ? 

উত্তরঃ সেন যুগ 

৮. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল ? 

উত্তরঃ কর্ণসুবর্ণ   

৯. গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ?

উত্তরঃ পাল  

১০. খালিমপুর তাম্রপট পালবংশীয় কোন রাজার সমরকীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে- 


উত্তরঃ ধর্মপাল 


১১. তক্ষশীলা বিখ্যাত ছিল কোন ক্ষেত্র হিসাবে ? 


উত্তরঃ গান্ধারা শিল্প  


১২. শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন ? 


উত্তরঃ গৌড়  


১৩. কাদম্বরী কার রচনা  ?


উত্তরঃ বানভট্ট 


১৪. সন্ধ্যাকর নদী কোন রাজবংশের সভাকবি ছিলেন ?


উত্তরঃ পাল রাজবংশ


১৫. কোন রাজবংশ মালয় দ্বীপপুঞ্জ শাসন করত- 


উত্তরঃ শৈলেন্দ্র 


১৬. কার আমলে ইলোরায় কৈলাস মন্দির নির্মাণ করা হয় ?


উত্তরঃ রাষ্ট্রকূট 


১৭. আঙ্কোরভাট প্রতিষ্ঠা করেছিলেন- 


উত্তরঃ সূর্যবর্মন 


১৮. চালুক্য সাম্রাজ্য বিস্তৃত ছিল কোথায় ?


উত্তরঃ দাক্ষিণাত্য  


১৯. কারা প্রথম ব্রাহ্মণদের ভূমি দান করে ?


উত্তরঃ সাতবাহন 


২০. সাতবাহান আমলে একটি গুরুত্বপূর্ণ বন্দর হল- 


উত্তরঃ সোপারা  


২১. নাসিক লিপি কে বিজ্ঞাপিত করেছিলেন ?


উত্তরঃ গৌতমীপুত্র সাতকর্ণী 


২২. রাজরাজেশ্বর মন্দিরটি তৈরি করেন- 


উত্তরঃ প্রথম রাজরাজ 


২৩. মিতাক্ষরা কে লিখেছিলেন- 


উত্তরঃ বিজ্ঞানেশ্বর 


২৪. কোন রাজা "অশ্বমেধ যজ্ঞ" করেছিলেন ?


উত্তরঃ দ্বিতীয় পুলকেশী এবং কুমারগুপ্ত 


২৫. সাতবাহান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?


উত্তরঃ সিমুক 


২৬. মহাবলীপুরমের রথ মন্দিরগুলি নির্মাণকালে ঐ অঞ্চলে রাজত্ব করতেন- 


উত্তরঃ দ্বিতীয় নরসিংহ বর্মন  


২৭. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ?


উত্তরঃ প্রথম রাজেন্দ্র চোল 


২৮. আইহোল প্রশস্তি কে রচনা করেন ?


উত্তরঃ রবিকীর্তি 


২৯. গান্ধার শিল্পশৈলী কার সাথে যুক্ত- 


উত্তরঃ কনিষ্ক 


৩০. রাজতরঙ্গিনী কার লেখা ? 


উত্তরঃ কলহন 


৩১. শকাব্দ শুরু ___ সালে।  


উত্তরঃ ৭৮ খ্রীঃ পূঃ 


৩২. বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল ? 


উত্তরঃ গান্ধার শিল্পশৈলীতে  


৩৩. গান্ধার শিল্প কোন যুগে বিকশিত হয় ?


উত্তরঃ কুষাণ  


৩৪. শকাব্দের প্রচলন কে করেছিলেন ?


উত্তরঃ কনিষ্ক  


৩৫. মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করে ?


উত্তরঃ কুষাণ যুগে   


৩৬. বুদ্ধচরিত কার দ্বারা রচিত ?


উত্তরঃ অশ্বঘোষ  


৩৭. নন্দবংশের প্রতিষ্ঠাতা হলেন- 


উত্তরঃ মহাপদ্মনন্দ 


৩৭. ভারতের ইতিহাসে কে "কুণিক" নামে পরিচিত ?


উত্তরঃ অজাতশত্রু  


৩৮. মগধের প্রথম রাজধানী ?


উত্তরঃ রাজগৃহ   


৩৯. কোন মগধের শাসক "শ্রেনিক" নামে পরিচিত ?


উত্তরঃ বিম্বিসার  


৪০. আলেকজান্ডার ভারতে ছিলেন- 


উত্তরঃ ১৯ মাস 


৪১.  আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন ?


উত্তরঃ ঝিলাম   


৪২. প্রাচীন কালে ভারতে কোন বৈদেশিক শক্তির আক্রমণ ঘটেনি ?


উত্তরঃ দাস বংশ


৪৩. বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন  -


উত্তরঃ পুষ্যমিত্র শুঙ্গ 


৪৪. চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন কার শাসনকালে- 


উত্তরঃ হর্ষবর্ধন  


৪৫. কাদম্বরী র রচয়িতা হলেন- 


উত্তরঃ বানভট্ট 


৪৬. কোন ঐতিহাসিক প্রাচীন ভারতের ইতিহাসের উপর গবেষণার জন্য বিখ্যাত ?


উত্তরঃ রামশরণ শর্মা 


৪৭. কে নিম্নবর্গের ইতিহাসচর্চার সূচনা করেন ?


উত্তরঃ রনজিৎ গুহা  


৪৮. পরাগল খানের আমলে কোন কাব্যগ্রন্থের বাংলাতে অনুবাদ শুরু হয় - 


উত্তরঃ মহাভারত  


৪৯. কোন রাজ্যে তুলুভ বংশ রাজত্ব করত ?


উত্তরঃ বিজয়নগর   


৫০. কোন মুসলিম সুলতান হিন্দুদের কাছে জগৎগুরু অভিধা পান ?


উত্তরঃ ইউসুফ আদিল শাহ 


৫১. কে অন্ধ্রকবিতার পিতামহ নামে পরিচিত ?


উত্তরঃ পেড্ডন  


৫২. আবদুর রাজ্জাক কোন শাসকের রাজ্যে পর্যটন করেন ?


উত্তরঃ দ্বিতীয় দেবরায়  


৫৩. কৃষ্ণদেব রায় বিখ্যাত গ্রন্থ আমুক্তমাল্যদা রচনা করেন কোন ভাষায়- 


উত্তরঃ তেলেগু 


৫৪. শিবাজী ১৬৬৫ সালে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে ?


উত্তরঃ জয়সিংহ 


৫৫. শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা কে করেন ?


উত্তরঃ মালাধর বসু 


৫৬. শ্রীচৈতন্যদেবের আবির্ভাব কার আমলে হয় ?


উত্তরঃ হুসেন শাহ  


৫৭. তালিকোটার যুদ্ধ কোন বছর হয়েছিল- 


উত্তরঃ ১৫৬৫


৫৮. নরসিংহ সালুভ কোথাকার শাসনকর্তা ছিলেন ? 


উত্তরঃ চন্দ্রগিরি


৫৯. বাংলার স্বাধীন সুলতানির পত্তন কে করেছিলেন ?


উত্তরঃ ইলিয়াস শাহ 


৬০. শেরশাহের সেনাপতি কে ছিলেন ? 


উত্তরঃ ব্রহ্মজিৎ গৌড় 


৬১. বাহমনী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? 


উত্তরঃ আলাউদ্দিন বাহমান শাহ 


৬২. বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেণ ? 


উত্তরঃ সিকান্দার শাহ 


৬৩. কোন বাঙালী কবিকে গুনরাজ খাঁ উপাধি দেওয়া হয় ? 


উত্তরঃ মালাধর বসু 


৬৪. মহম্মদ বিন কাশিম সিন্ধু জয় করেন কবে ? 


উত্তরঃ ৭১২ খ্রীঃ


৬৫. কাউন্সিল অব বারভাইয়াস কে সংগঠিত করেন ? 


উত্তরঃ নানা ফড়নবিশ 


৬৬. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ? 


উত্তরঃ হাম্পি


৬৭. অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন-


উত্তরঃ কৃষ্ণদেব রায় 


৬৮. কে গঙ্গোইকোন্ডচোল উপাধি ধারণ করেন ?


উত্তরঃ প্রথম রাজেন্দ্র 


৬৯. অমুক্তমাল্যড র রচয়িতা কে ? 


উত্তরঃ কৃষ্ণদেব রায় 


৭০..নয়ঙ্কর ব্যবস্থা কোন সাম্রাজ্যের সঙ্গে সম্পর্কিত-


উত্তরঃ বিজয়নগর সাম্রাজ্য


👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2




 







3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here




Post a Comment

Previous Post Next Post