West Bengal Geography Previous Year Question

WBCS Previous Year Question | WBCS GK in Bengali | WBCS Gk PDF in Bengali 


১. ভারতের রাঢ় নামে কোন শিল্পনগরীটি পরিচিত ?


উত্তরঃ দুর্গাপুর  


২. পশ্চিমবঙ্গের গঙ্গার উত্তরাংশকে বলা হয়-


উত্তরঃ বারিন্দ


৩. দামোদর নদীর উৎস হল -


উত্তরঃ রাজমহল পাহাড় 


৪. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল- 


উত্তরঃ সান্দাকফু 


৬. আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় ___ এর সমান ? 


উত্তরঃ হাঙ্গেরি 


৭. পশ্চিমবঙ্গ____ এর মধ্যে অবস্থিত- 


উত্তরঃ ৮৫°৫০ পূর্ব-৮৯°৫০ পূর্ব


৮. ভারতের ___ রাজ্যের সাথে পশ্চিমবঙ্গে সীমারেখা দীর্ঘতম ? 


উত্তরঃ ঝাড়খণ্ড  


৯. পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ? 


উত্তরঃ শিলিগুড়ি 


১০. বালুরঘাট কোন জেলার সদর ? 


উত্তরঃ দক্ষিণ দিনাজপুর


১১. পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত ? 


উত্তরঃ রেল জংশন 


১২. অনুসারী শিল্প কোথায় গড়ে উঠেছে ? 


উত্তরঃ হলদিয়া 


১৩. সল্টলেক কোন শিল্পের কেন্দ্র হয়েছে ?


উত্তরঃ আই টি ইন্ডাস্ট্রি  


১৪. সিঙ্কোনা চাষ প্রধানত কোথায় হয় ?


উত্তরঃ মুংপু ও মুংসং 


১৫. নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গঙ্গার নাম হল - 


উত্তরঃ হুগলী


১৬. বর্তমান পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা ?


উত্তরঃ ২৩ টি


১৭. পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় -


উত্তরঃ বাঁকুড়ায়  


১৮. পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হল- 


উত্তরঃ মুর্শিদাবাদ 


১৯. ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে কোন উদ্দেশ্যে ?


উত্তরঃ হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য 


২০. পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি কোন জেলার বৈশিষ্ট্য-


উত্তরঃ দার্জিলিং 


২১. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত ?


উত্তরঃ লোকোমোটিভ 


২২. সুন্দরবনের অধিবাসীরা জীবিকা নির্বাহ করেন প্রধানত- 


উত্তরঃ মাছচাষ করে 


২৩. পশ্চিমবঙ্গের চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হল-   


উত্তরঃ দার্জিলিং 


২৪. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর প্রবাহের ফলে যা আসে-


উত্তরঃ বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে


২৫. হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত ? 


উত্তরঃ তরাই ও ডুয়ার্স


২৬. হলদিয়া একটি- 


উত্তরঃ পেট্রো-রাসায়নিক শিল্পকেন্দ্র 


২৭. পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায়- 


উত্তরঃ বাঁকুড়া জেলায় 


২৮. খড়কপুরে রেলওয়ে কারখানা তৈরি হয়েছিল-


উত্তরঃ ১৯০০ 


২৯. কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়-


উত্তরঃ ফালুট 


৩০. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ? 


উত্তরঃ তিস্তা ও করলা  


৩১. পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা ? 


উত্তরঃ লবণাক্ত কাদামাটি


৩২. দামোদর নদীর উৎপত্তি কোথায় ? 


উত্তরঃ ছোটনাগপুর মালভূমি 


৩৩. হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় ___ নামে পরিচিত ?


উত্তরঃ তরাই 


৩৪. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে ?


উত্তরঃ পুরুলিয়া  


৩৫. কয়লাখনি দুর্ঘটনার কারণ হল- 


উত্তরঃ যথেষ্ট পরিমানে স্টোয়িং না করা  


৩৬. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা হল- 


উত্তরঃ বিটুমিনাস 


৩৭. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ করা যায়-  


উত্তরঃ ক্রান্তীয় মৌসুমি 


৩৭. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণী অংশভুক্ত ? 


উত্তরঃ সিঙ্গালিলা পর্বতশ্রেণী 


৩৮. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কী ?


উত্তরঃ দামোদর  


৩৯. সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?


উত্তরঃ দার্জিলিং 


৪০. পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা গেছে- 


উত্তরঃ বাকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া 


৪১.  পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় ?


উত্তরঃ কোচবিহার  


৪২. পশ্চিমবঙ্গের Dry Port এর অবস্থান- 


উত্তরঃ কলকাতা


৪৩. মুর্শিদাবাদ জেলাকে দুইভাগে ভাগ করেছে -


উত্তরঃ ভাগীরথী নদী 


৪৪. পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি অবস্থিত- 


উত্তরঃ ফারাক্কা 


৪৫. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয় ? 


উত্তরঃ ১৯৫৬ সালল


৪৬. ধনেখালি কী জন্য বিখ্যাত ?


উত্তরঃ তাঁত শিল্পের জন্য 


৪৭. তিস্তার পশ্চিম ভাগ যে নামে পরিচিত- 


উত্তরঃ তরাই 


৪৮. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?


উত্তরঃ দার্জিলিং 


৪৯. পশ্চিমবঙ্গের কোথায় থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় ?


উত্তরঃ হাওড়া থেকে হুগলী  


৫০. পশ্চিমবঙ্গের শিক্ষার হার- 


উত্তরঃ ৭৭.০৮% 


৫১. স্বাধীনতা লাভের সময় কোনটি জেলা ছিলোনা ? 


উত্তরঃ কোচবিহার 


৫২. ভারতের প্রথম GI Tag প্রাপ্ত পদার্থ হল- 


উত্তরঃ দার্জিলিং চা 


৫৩. ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ? 


উত্তরঃ ৫ টি 


৫৪. পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ? 


উত্তরঃ ল্যাটেরাইট মাটি 


৫৫. উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা দুটি বিভক্ত হয়েছে ?


উত্তরঃ ১৯৯২ সালে


৫৬. জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান- 


উত্তরঃ চতুর্থ 


৫৭. পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদনকারী জেলা হল- 

উত্তরঃ পুরুলিয়া 

👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2









Post a Comment

Previous Post Next Post