পর্বত, মালভূমি এবং সমভূমি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF | Exam WBPSC

 

বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে ভূগোলের পর্বত, মালভূমি এবং সমভূমি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করবো যেগুলি চাকরি পরীক্ষায় আসে।


১. পৃথিবীর সর্বোচ্চ ভঙ্গিল পর্বতমালার নাম কী ?

  1. হিমালয় পর্বতমালা

  2. আন্দিজ পর্বতমালা 

  3. পামির মালভূমি 

  4. আরাবল্লী পর্বতমালা

২. পৃথিবীর ভূত্বকে কোনটি সর্বাধিক পরিমাণে (শতকরা হারে) আছে ?

  1. সিলিকন 

  2. অক্সিজেন 

  3. কার্বন

  4. ক্যালশিয়াম                   

৩. বিন্ধ্য কোন শ্রেণির পর্বত ?

  1. স্তুপ

  2. ক্ষয়জাত

  3. ভঙ্গীল

  4. সঞ্চয়জাত

৪. কাকে Table Land বলে ?

  1. পর্বত 

  2. মালভূমি         

  3. সমভূমি 

  4. পাহাড় 

৫. একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ হল ?

  1. হিমালয়

  2. আরাবল্লি                                   

  3. রকি              

  4. আন্দিজ                    

৬. পৃথিবীর বৃহত্তম মালভূমি কোনটি ?

  1. তিব্বত মালভূমি 

  2. পামির মালভূমি 

  3. হিউনান মালভূমি 

  4. কোনটিয় নয় 

৭. দুই নদীর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ?

  1. লেগুন

  2. লেভি           

  3. দোয়াব

  4. তরাই

৮. নীচের কোনটি নবীনতম পর্বতের শ্রেণি ?

  1. স্তূপ পর্বত 

  2. সঞ্চয়জাত পর্বত 

  3. ভঙ্গিল পর্বত 

  4. ক্ষয়জাত পর্বত               

৯. লোয়েস কথার অর্থ কী ?

  1. পরিবাহিত বস্তু  

  2. সঞ্চিত বস্তু

  3. স্থানচ্যুত বস্তু

  4. ক্ষয়িত বস্তু   

১০.  পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হল-  

  1. আন্দিজ

  2. সাতপুরা 

  3. ব্যারেন

  4. আরাবল্লী 

১১. পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কী ?

  1. মাউন্ট ভিক্টোরিয়া    

  2. মাউন্ট কাফি

  3. মাউন্ট মনজিদা 

  4. মাউন্ট এভারেস্ট 

১২. ভারতের বৃহত্তম মালভূমি কি ?

  1. বিধৌত মালভূমি 

  2. দক্ষিণাত্য মালভূমি 

  3. তিব্বত মালভূমি                                                       

  4. উপরের কেউনা                                                             

১৩. মাউন্ট এভারেস্ট এর উচ্চতা কত ?

  1. ৪৮৮৪ মি

  2. ৮৮৮৪ মি

  3. ৮৮৪৮ মি

  4. ৮৬১২ মি 

১৪ . পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি ?

  1. পামির মালভূমি 

  2. তিব্বত মালভূমি  

  3. সাইবেরিয়া সমভূমি  

  4. কোনটিয় নয় 

১৫. ভারতের উচ্চতম মালভূমি কোনটি ?

  1. দক্ষিণাত্য মালভূমি                

  2. লাদাখ মালভূমি 

  3. পামির মালভূমি 

  4. কোনটিয় নয় 

১৬. পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি ?

  1. বিধৌত সমভূমি 

  2. লাদাখ সমভূমি

  3. সাইবেরিয়া সমভূমি 

  4. আরাবল্লী সমভূমি                    

১৭. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি ?

  1. হোয়াংহো বদ্বীপ 

  2. নীলনদ বদ্বীপ 

  3. পো বদ্বীপ 

  4. গঙ্গা বদ্বীপ                      

১৮. মিসিসিপি নদীর বদ্বীপ দেখতে অনেকটা- 

  1. ডেল্টার মতো

  2. আঁকশির মতো

  3. খাঁড়ির মতো 

  4. পাখির পায়ের মতো

১৯. বাজাদা সমভূমি গঠিত হয়েছে - 

  1. নদীর কাজে

  2. বায়ুর কাজে

  3. হিমবাহের কাজে

  4. নদী ও বায়ুর কাজে                       

২০. পৃথিবীর বৃহত্তম ভঙ্গিল পর্বত হল-

  1. হিমালয় 

  2. রকি 

  3. আন্দিজ

  4. আল্পস 

২১. valley of thousand smokes কোন পর্বতকে বলে ? 

  1. ম্যাকেঞ্জি পর্বত 

  2. কাটামাই পর্বত 

  3. স্ট্রম্বোলি পর্বত 

  4. মাউন্ট পোপো

২২. পাকিস্তানের সল্টরেঞ্জ কোন শ্রেণির পর্বত ?

  1. আগ্নেয় পর্বত 

  2. স্তুপ পর্বত 

  3. ক্ষয়জাত পর্বত 

  4. সঞ্চয়জাত পর্বত 

২৩. সমপ্রায় ভূমির মাঝের অনুচ্চ টিলাগুলিকে কী বলে ?

  1. ইনসেলবার্জ

  2. মোনাডনক

  3. টিলা 

  4. হামস 

২৪. পৃথিবীর উচ্চতম ভঙ্গিল পর্বত হল-  

  1. হিমালয় 

  2. রকি

  3. আন্দিজ

  4. আল্পস  

২৫. লাভার ঊধ্বমুখী প্রবাহকে কী বলে ?

  1. কিউমুলোডোম 

  2. থলোয়েড

  3. প্লাগডোম 

  4. প্লিউম 

২৬. কোন প্রকার পর্বতের জ্বলামুখ আছে ? 

  1. ভঙ্গিল পর্বত 

  2. স্তুপ পর্বত 

  3. ক্ষয়জাত পর্বত 

  4. সঞ্চয়জাত পর্বত 

২৭. পৃথিবীর উচ্চতম আগ্নেয়গিরি হল- 

  1. কটোপ্যাক্সি

  2. মৌনালোয়া 

  3. ফুজিয়ামা 

  4. কোনটিয় নয় 

২৮. পর্বতের উচ্চতা হয়-  

  1. ৩০০ মিটারের কম 

  2. ৩০০-৬০০ মিটার

  3. ৬০০-৯০০ মিটার

  4. ১০০০ মিটারের বেশি 

২৯.দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ উঠে গেলে তাকে বলা হয় ? 

  1. হোর্স্ট

  2. স্তুপ পর্বত  

  3. গ্রাবেন 

  4. গ্রস্ত উপত্যকা 

৩০. ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি  ? 

  1. হিমালয় 

  2. গডউইন অস্টিন 

  3. কাঞ্চনজঙ্গা 

  4. আরাবল্লী 

৩১. পেডিমেন্ট সমভূমির মাঝের অনুচ্চ পাহাড় গুলিকে বলা হয় ? 

  1. ইনসেলবার্জ

  2. মোনাডনক

  3. হামাদা

  4. বাজদা 

৩২. ডেকান ট্র্যাপ কী ধরনের মালভূমি ? 

  1. শিল্ড মালভূমি 

  2. ব্যাবচ্ছিন্ন মালভূমি 

  3. লাভা মালভূমি 

  4. কোনটিয় নয় 

৩৩. বায়ুবাহিত উপাদানের সঞ্চয়ে সৃষ্ট সমভূমিকে কী বলে ?

  1. বাজাদা 

  2. লোয়েস

  3. তরাই

  4. ডুয়ার্স

৩৪. ভারতের একটি স্তুপ পর্বতের উদাহরণ ? 

  1. সাতপুরা

  2. আরাবল্লি

  3. ব্যারেন

  4. কোনটিয় নয় 

৩৫. পৃথিবীর ছাদ কাকে বলা হয় ? 

  1. হিমালয় পর্বত 

  2. মাউন্ট এভারেস্ট 

  3. পামির মালভূমি 

  4. আন্দিজ পর্বত


👇👇👇👇👇👇
Download PDF : Link 1
Download PDF : Link 3 

Answer Key : 

1-a,2-b,3-a,4--b,5-b,6-a,7-c,8-b,9-c,10-a,11-d,12-b,13-c,14-a,15-b,16-c,17-d,18-d,19-d,20-c,21-b,22-b,23-b,24-a,25-d,26-d,27-b,28-d,29-a,30-b,31-a,32-c,33-b,34-a,35-c




3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 



আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েব সাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Website Link : Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন