সৌরজগত সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF | Solar System Gk in Bengali

 সৌরজগত সম্পর্কিত প্রশ্ন প্রতিটি চাকরি পরীক্ষায় ১-২টি করে এসে থাকে আমি আসা বাদি এই নীচের প্রশ্নগুলি থেকে অধিকাংশ প্রশ্ন পরীক্ষায় আসবে। 


১. সূর্য পরিবারের কতগুলি গ্রহ আছে ? 

উত্তরঃ ৮টি

২. আমাদের সৌরজগতের কেন্দ্রস্থলে কোন তারা রয়েছে ? 

উত্তরঃ সূর্য 

৩. সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ? 

উত্তরঃ বৃহস্পতি 

৪. পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি ? 

উত্তরঃ শুক্র 

৫. কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে ? 

উত্তরঃ শনি (মোট ৮২ টি) 

৬. শনির বৃহত্তম উপগ্রহের নাম কি ? 

উত্তরঃ টাইটান 

৭. কোন গ্রহটিকে মর্নিং স্টার বা সন্ধ্যা তারা বলা হয় ? 

উত্তরঃ শুক্র 

৮. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত ? 

উত্তরঃ ৮ মিনিট ২০ সেকেন্ড 

৯. চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগে ? 

উত্তরঃ ১.৩ সেকেন্ড 

১০. সৌরজগতের সবচয়ে গরম গ্রহ কোনটি ? 

উত্তরঃ শুক্র 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন