WBCS Last 20 Year Science Gk

WBCS Previous Year Question | WBCS Last 20 Year Science Gk | Science Question in Bengali 

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3 


১. একটি উদ্ভিদ কোষ সঙ্কুচিত হয় যদি তা রাখা যায়- 


উত্তরঃ কোষরসের বেশি ঘনত্বের দ্রবণে


২. সম্পূর্ণ রসস্ফীত কোষের কোনটি শূন্য হয় ?


উত্তরঃ অভিস্রাবণ চাপ 


৩. কোষের গঠন অনুযায়ী কোনটি সবচেয়ে জটিল ?


উত্তরঃ ছত্রাক 


৪. উদ্ভিদের যে গ্রাহক আলোক পর্যায়কাল নির্ণয় করে তা হল- 


উত্তরঃ প্রোটিন অনু  


৫. খালি চোখে দেখা যায় এরকম কোষের সাইজ হল ?


উত্তরঃ ১০০ মাইক্রন 


৬. প্রাণীদের দীর্ঘতম কোষ কেনটি ?


উত্তরঃ স্নায়ুকোষ  


৭. মিয়োসিসের সময় ক্রসিং ওভার হয় কোন দশায় ?


উত্তরঃ প্যাকিটিন 


৮. বেশীরভাগ জীবাশ্ম পাওয়া যায়- 


উত্তরঃ পাললিক শিলায় 


৯. ম্যালেরিয়ার প্রধান কারণ- 


উত্তরঃ প্লাসমোডিয়াম 


১০. ডারউইনের মত অনুযায়ী প্রাকৃতিক নির্বাচনের একক হল- 


উত্তরঃ প্রজাতি 


১১. একটি বহুরুপের(পলিমর্ফিক) প্রজাতি ?


উত্তরঃ পিপীলিকা  


১২. পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হল- 


উত্তরঃ জিমনোফিওনা  


১৩. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা- 


উত্তরঃ সাত  


১৪. যেটির অনুপস্থিততে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী- 


উত্তরঃ মধ্যচ্ছেদা 


১৫. গ্রাব কীসের লার্ভা ?


উত্তরঃ বিটল 


১৬. একটি ডিমপাড়া স্তন্যপায়ী প্রাণী হল- 


উত্তরঃ একিডনা  


১৭. উদ্ভিদ কোষকলার মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত ?


উত্তরঃ জাইলেম     


১৮. জিন প্রযুক্তি সৃষ্ট প্রথম হরমোন-


উত্তরঃ ইনসুলিন   


১৯. নর এপিনেফ্রিনের প্রধান কাজ হল- 


উত্তরঃ মূত্র সৃষ্টি করা 


২০. কোন ফাইটোহরমোন সেনেসেন্সের জন্য দায়ী ?


উত্তরঃ ইথিলিন  


২১. ADH এর অভাবে যে রোগটি সৃষ্টি হয়- 


উত্তরঃ ডায়াবেটিস ইনসিপিডাস     


২২. একটি প্রাকৃতিক অক্সিন- 


উত্তরঃ IAA   


২৩. শাক সব্জী থেকে প্রধানত পাওয়া যায়- 


উত্তরঃ মিনেরল 


২৪. ____হইল,একটি অ্যান্টি ভিটামিন- 


উত্তরঃ পাইরিথিয়ামিন 


২৫. ভিটামিন B12 এর অভাবে রোগ হয়- 


উত্তরঃ পার্নিসিয়াস অ্যানিমিয়া  


২৬. কোন ভিটামিন তাপের সংস্পর্শে সবচেয়ে তাড়াতাড়ি বিনিষ্ট হয়- 


উত্তরঃ ভিটামিন C


২৭. স্কার্ভি যাহার স্বল্পতায় হয় তাহা হইল- 


উত্তরঃ ভিটামিন C 


২৮. ভিটামিন C এর বৈজ্ঞানিক নাম- 


উত্তরঃ অ্যাসকরবিক অ্যাসিড   


২৯. আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে তা হল- 


উত্তরঃ গলগন্ড 


৩০. ভিটামিন D এর অভাবে কী রোগ হয় ?


উত্তরঃ রিকেট 


৩১. মানুষের শরীরে কোথায় ইউরিয়া তৈরি হয় ?


উত্তরঃ যকৃত     


৩২. লুপ অফ হেনলি থাকে- 


উত্তরঃ মপডুলাতে 


৩৩. চিংড়ির রেচন অঙ্গ কোনটি ?


উত্তরঃ সবুজ গ্রন্থি  


৩৪. AIDS হইল- 


উত্তরঃ ভাইরাস ঘটিত রোগ  


৩৫. লাইসোজাইম নামে উৎসেচক ধ্বংস করে- 


উত্তরঃ ব্যাকটিরিয়া     


৩৬. অ্যান্টিবডি উৎপন্ন করে- 


উত্তরঃ প্লাজমা ও লসিকা   


৩৭. মানুষের দেহে ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া সৃষ্টিকারী জীবাণু ?


উত্তরঃ প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম 


৩৭. মানুষের দেহে কালাজ্বর ব্যাধি কোনটির কামড়ে ছড়ায় ?


উত্তরঃ ফ্লিবোটোমাস স্যান্ডফ্লাই  


৩৮. ব্যাকটিরিওফাজ কী ?


উত্তরঃ একটি ভাইরাস    


৩৯. মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায়- 


উত্তরঃ প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম  


৪০. ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায় ?


উত্তরঃ ডারমাইটিস 


৪১.  পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের যে অংশে অবস্থান করে ?


উত্তরঃ লসিকানালী  


৪২. একজন পুরুষের রক্তসংবহন তন্ত্রে রক্তের পরিমাণ- 


উত্তরঃ ৫ লিটার 


৪৩. রক্তচাপ মাপার যন্ত্রের নাম- 


উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার  


৪৪. লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল - 


উত্তরঃ চার মাস /১২০ দিন


৪৫. রক্ত প্রদানে সার্বজনীন দাতা হইল- 


উত্তরঃ রক্ত শ্রেণী O


৪৬. সেপ্টিসিমিয়া হইল- 


উত্তরঃ রক্ত বিষক্রিয়া 


৪৭. যে উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তা হল- 


উত্তরঃ ভিটামিন K


৪৮. মানুষের স্বাভাবিক রক্ত - 


উত্তরঃ ক্ষারীয় 


৪৯. ECG লিপিবদ্ধ করে- 


উত্তরঃ বিভব পার্থক্য  


৫০. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে ? 


উত্তরঃ লাল রক্তকণিকা 


৫১. পেশি ক্লান্তির জন্য দায়ী ? 


উত্তরঃ ল্যকটিক অ্যাসিড 


৫২. মামুষের শরীরে কোনটি সবচাইতে কঠিন বস্তু ?


উত্তরঃ এনামেল  


৫৩. কুলীস ফ্রাকচার যাহার সহিত জড়িত তাহা হইল-  


উত্তরঃ রেডিয়াস 


৫৪. হ্যাভারশিয়ান তন্ত্র যার অংশ বিশেষ - 


উত্তরঃ অস্থি


৫৫. মানুষের দুধ দাঁতের সংখ্যা-


উত্তরঃ ২০ টি 


৫৬. কর্ণের যে অংশ শরীরের ভারসাম্য রক্ষা করে তাহাকল বলে- 


উত্তরঃ ওটোলিথ 


৫৭. অক্ষিপটে কোনও বস্তুর যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তাহা- 


উত্তরঃ অবশীর্ষ ও সদবিম্ব  


৫৮. স্নায়ুকোষ সৃষ্টি হয় এম্ব্রায়নিক কোন স্তর থেকে ?


উত্তরঃ এক্টোডার্ম   


৫৯. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা ?


উত্তরঃ ১২ জোড়া 


৬০. নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে-


উত্তরঃ অবতল লেন্স দ্বারা 


৬১. মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা হল- 


উত্তরঃ ৩১ জোড়া 


৬২. কলসপত্রী উদ্ভিদ হইল-  


উত্তরঃ পতঙ্গভুক্ত   


৬৩. কোলেস্টেরল এক প্রকার- 


উত্তরঃ স্টেরয়েড  


৬৪. যে জৈব রাসায়নিক প্রক্রিয়া দেহে ঘটে তা হল- 


উত্তরঃ বিপাক 


৬৫. প্রোটিন শনাক্তকরণের পরীক্ষা হল- 


উত্তরঃ বিউরেট পরীক্ষা  


৬৬. কোন রোগটি প্রোটিনের অভাবে হয়-  


উত্তরঃ কোয়াশিয়রকার 


৬৭. পাচিত খাদ্যের শোষণ হয়- 


উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে


৬৮. কোন প্রাণীতে রুমিন্যান্ট পাকস্থলি দেখা যায় ?  


উত্তরঃ গরু


৬৯. প্রকৃতিতে কতগুলি অ্যামিনো অ্যাসিড আছে- 


উত্তরঃ ২০টি 


৭০. পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে উৎপন্ন উৎসেচক হল- 


উত্তরঃ পেপসিন 


৭১. পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেসের উৎপত্তিস্থল হল- 


উত্তরঃ অগ্ন্যাশয় 


৭২. অধিকাংশ প্রাণী ভাইরাস বিদ্যমান- 


উত্তরঃ DNA তে 


৭৩. যাহার দ্বারা জীনগত সংকেত বাহিত হয় তাহা হইল- 


উত্তরঃ নিউক্লিক অ্যাসিড  


৭৪. মানুষের বংশগত রোগ- 


উত্তরঃ হিমোফিলিয়া, বর্ণান্ধতা, ডাউন সিনড্রোম  


৭৫. মামুষের বংশগতি গঠনে পুরুষ বৈশিষ্ট্য হিসাবে থাকে ?


উত্তরঃ XX ক্রোমোজম  


৭৬. যে DNA তে নাইট্রোজেন বেস অনুপস্থিত তা হল- 


উত্তরঃ ইউরাসিল


৭৭. ক্যান্সারের কারণ যে জিন গুলির সক্রিয়তা ? 


উত্তরঃ অঙ্কোজিন  


৭৮. WISC-R পরীক্ষাটি হল- 


উত্তরঃ একক শিশুর জন্য পরীক্ষা 


৭৯.DNA পর্যায়ক্রম প্রক্রিয়া আবিষ্কার করেন- 


উত্তরঃ ফ্রেডারিক সেঞ্চার  


৮০. পলিটিন ক্রোমোজোম যে কোষে পাওয়া যায়- 


উত্তরঃ পতঙ্গ লার্ভার লালাগ্রন্থি কোষ


৮১. ক্লাডোগ্রাম যে প্রকল্পটিকে ব্যাখ্যা করে- 


উত্তরঃ বিবর্তন সম্পর্ক 


৮২. AIDS/HIV ভাইরাস এক প্রকারের-  


উত্তরঃ RNA ভাইরাস  


৮৩. ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত ?


উত্তরঃ DNA এর গঠন 


৮৪..মাইটোসিসের কোন দশার ক্রোমোজম গুলি V,J,L অথবা I আকৃতির হয় -


উত্তরঃ অ্যানাফেজ 


৮৫. কোষবিভাজনের সময় DNA সংশ্লেষিত হয়- 


উত্তরঃ ইনটারফেজে


৮৬. DNA এর একটি প্যাঁচের মাপ-


উত্তরঃ 34 A°


৮৭. মেন্ডেলীয় দ্বিসংকর জননের বহিরঙ্গের অনুপাত হল- 


উত্তরঃ ৯ঃ৩ঃ৩ঃ১ 


৮৮. বংশগতির পার্টিকুলেট থিয়োরি বা মতবাদ প্রবর্তন করেন- 


উত্তরঃ গ্রেগর জোহান মেন্ডেল  


৮৯. পাতার হলুদ হয়ে যাওয়াকে ক্লোরোসিস বলে,এটি কিসের অভাবে ঘটে ?


উত্তরঃ ম্যাগনেশিয়াম 


৯০. কোন উদ্ভিদের স্টোমাটা রাত্রে খোলে এবং দিনে বন্ধ রাখে ? 


উত্তরঃ ক্যাক্টাস 


৯১. নারকেলের পুস্পবিন্যাসটি হল ? 


উত্তরঃ চমসামঞ্জরী  


৯২. পিডাংকেল একটি- 


উত্তরঃ ফুলের বৃন্ত


৯৩. সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভদ ভাইরাস - 


উত্তরঃ কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস 


৯৪. কোনটি একটি পতঙ্গ ভোজী গাছ ?


উত্তরঃ কলসপত্রী 


৯৫. দলশূন্য ফুলগুলির পরাগ সংযোগ হয়- 


উত্তরঃ বায়ু দ্বারা  


৯৬. নারকেলের যে অংশটি আমরা খাই তা হল- 


উত্তরঃ শস্য  


৯৭. সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় ?


উত্তরঃ ছাল 


৯৮. একটি মূলবিহীন উদ্ভিদ - 


উত্তরঃ পিস্টিয়া 


৯৯. একটি এন্ডোমিক উদ্ভিদ- 


উত্তরঃ এলিউসাইন কোরাকানা 


১০০. স্থলভাগে প্রাপ্ত শৈবাল -


উত্তরঃ সারগাসাম 


১০১. নিউটোফোর(শ্বাসমূল) এর উপস্থিতি দেখা যায়-


উত্তরঃ ম্যানগ্রোভ উদ্ভিদে 


১০২. মূল, কান্ড ও পাতায় বিন্যস্ত নয় এমন উদ্ভিদ দেহ হল-


উত্তরঃ শৈবালের 


১০৩. ব্যক্তবীজী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে প্রস্তুত হয়-


উত্তরঃ শস্য 


১০৪. লবঙ্গ আহরণ করা হয় যে অংশ থেকে-


উত্তরঃ ফুলের মুকুল


১০৫. কেনটি প্রকৃত ফল নয়-


উত্তরঃ আপেল


১০৬. কোনটির বৈশিষ্ট্য একবীজপত্রী উদ্ভিদের? 


উত্তরঃ ট্রাইমেরাস পুস্প  


১০৭. পরিবর্তিত মৃদগত কান্ডের উদাহরণ- 


উত্তরঃ আলু


১০৮. শ্বসনে,যে গুরুত্বপূর্ণ ভূমিকা সাইটোসল পালন করে,তা হল-


উত্তরঃ গ্লাইকোলাইসিস


১০৯. পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরকে বলা হয়-


উত্তরঃ অটোগ্যামি


১১০. কোনটি তিমির প্রথম শ্বাসঅঙ্গ হিসাবে কাজ করে ? 


উত্তরঃ লাং (শ্বাসযন্ত্র)


১১১. সালোকসংশ্লেষে সক্ষম উদ্ভদরা গ্লুকোজ সঞ্চিত রাখে- 


উত্তরঃ স্টার্চ রুপে


১১২. একটি লাল গোলাপ সবুজ বর্ণের আলোতে কী বর্ণের দেখায় ?


উত্তরঃ কালো বর্ণের


১১৩. উদ্ভিদ গ্লুকোজ সঞ্চিত রাখে-


উত্তরঃ শ্বেতসার রুপে


১১৪. যে প্রক্রিয়ায় রাইবোজোম উল্লেখযোগ্য ভূমিকা পালন করে তা হল-


উত্তরঃ প্রোটিন সংশ্লেষ 


১১৫. সালোকসংশ্লেষে আলোক দশা সম্পন্ন হয়-


উত্তরঃ ক্লোরোপ্লাস্টের গ্রানায় 


১১৬. উদ্ভিদ কোশের মূল উপাদান কার্বোহাইড্রেটটি, তা হল-


উত্তরঃ সেলুলোজ


১১৭. ক্লোরোফিলে কোন ধাতু আছে ? 


উত্তরঃ ম্যাগনেশিয়াম 


১১৮. গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, তা হল-


উত্তরঃ মাটি


১১৯. ব্যাক্তিত্বের বিকাশ সর্বাপেক্ষা দ্রুত হয়-


উত্তরঃ কৈশোরে


১২০. কিসের দ্বারা প্রাথমিক এবং গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় ? 


উত্তরঃ এ্যাবসিসিক অ্যাসিড


১২১. সরীসৃপ ও পাখির মধ্যে যোগসূত্র হল-


উত্তরঃ আর্কিওপটেরিক্স


১২২. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটির প্রবক্তা হলেন-


উত্তরঃ চার্লস ডারউইন 


১২৩. কোন প্রাণীটিকে চাষির বন্ধু বলা হয়;


উত্তরঃ কেঁচো


১২৪. পৃথিবীতে নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় হল-


উত্তরঃ বাতাস 


১২৫. প্রাকৃতিতে গ্রীনহাউজ অবস্থা সৃষ্টিতে কোনটি সর্বাধিক সক্রিয় ? 


উত্তরঃ কার্বন ডাই অক্সাইড 


১২৬. ফল পাকাতে কোনটি ব্যবহৃত হয় ? 


উত্তরঃ ইথিলিন


১২৭. ভিনিগার যে পদার্থের লঘু দ্রবণ তাহা হইল- 


উত্তরঃ অ্যাসেটিক অ্যাসিড 


১২৮. অক্সিজেন আবিষ্কার করেন ? 


উত্তরঃ প্রিস্টেলে 


১২৯. সাকসিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি করে-


উত্তরঃ ফিউমেরিক অ্যাসিড


১৩০. সুপরিচিত অ্যন্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় ? 


উত্তরঃ ছত্রাক


⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3 


  











3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন