ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা চাকরি পরীক্ষায় বারবার আসে। সমস্ত রকমের চাকরি পরীক্ষার প্রস্তুতের জন্য ফলো করুন আমাদের সাইট কে।
১. ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ এ ও হিউম
২. জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ২৮ ডিসেম্বর ১৮৮৫
৩. ভারতীয় জাতীয় কংগ্রেস কে "সেফটি ভালপ" বলেছে ?
উত্তরঃ এ ও হিউম
৪. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ মুম্বাই
৫. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ উমেশচন্দ্র ব্যানার্জি
৬. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কত জন উপস্থিত ছিলেন ?
উত্তরঃ ৭২ জন
৭. কোন ভাইসরয়ের সময়কালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ লর্ড ডাফরিন
৮. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ দাদাভাই নৌরজি
৯. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কবে হয় ?
উত্তরঃ ১৮৮৬
১০. জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ বদরুদ্দীন তায়েবজি
১১. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ কলকাতা
১২. জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন ১৮৮৭ সালে কোথায় হয়েছিল ?
উত্তরঃ মাদ্রাস
১৩. জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ জর্জ জুল
১৪. ১৮৮৮ সালের কংগ্রেসের চতুর্থ অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ এলাহাবাদ
১৫. জাতীয় কংগ্রেসের প্রথম গ্রামিন অধিবেশন কবে হয় ?
উত্তরঃ ১৯৩৭
১৬. জাতীয় কংগ্রেসের ১৯৩৭ সালের অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ ফৌজপুর
১৭. জাতীয় কংগ্রেসের ১৯৩৭ সালের ফৌজপুর অধিবেশনে সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু
১৮. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম "স্বরাজ" শব্দ ব্যবহার হয় ?
উত্তরঃ ১৯০৬ সালে
১৯. ১৯০৬ সালের অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ কলকাতা
২০. ১৯০৬ সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ দাদাভাই নৌরজি
২১. জাতীয় কংগ্রেস সর্ব প্রথম কবে বিভক্ত হয় ?
উত্তরঃ ১৯০৭ সালে
২২. ১৯০৭ সালের কংগ্রেস অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ সুরাট
২৩. ১৯০৭ সালের কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ রাসবিহারী ঘোষ
২৪. কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় ?
উত্তরঃ ১৯২৯
২৫. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় ?
উত্তরঃ লাহোর
২৬. ১৯২৯ সালের লাহোর অধিবেশনের সময় কংগ্রেস সভাপতি ছিলেন ?
উত্তরঃ জওহরলাল নেহেরু
২৭. জওহরলাল নেহেরু প্রথম কবে কংগ্রেস সভাপতি হয় ?
উত্তরঃ ১৯২৯
২৮. কোন অধিবেশনে প্রথম "জন গন মন" গাওয়া হয় ?
উত্তরঃ ২৭ ডিসেম্বর ১৯১১ সালে
২৯. ১৯১১ সালে কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ বিষণ নারায়ণ ধর
৩০. ১৯১১ সালে বঙ্গভঙ্গ কে রদ করেন ?
উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ II
৩১. কোন কংগ্রেস অধিবেশনে প্রথম বন্দেমাতরম গান গাওয়া হয় ?
উত্তরঃ ১৮৯৬ কলকাতা
৩২. ১৮৯৬ সালে কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ রহিমতুল্লা সাহানি
৩৩. বন্দেমাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ আনন্দমঠ
৩৪. আনন্দমঠ-র রচয়িতা কে ?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৫. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ গোপাল কৃষ্ণ গোখলে
৩৬. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়ে ভারেতর ভাইসরয় কে ছিলেন ?
উত্তরঃ লর্ড কার্জন
৩৭. কবে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯০৬ সালে
৩৮. মুসলিম লীগে কে প্রতিষ্ঠা করে ?
উত্তরঃ নবাব সলিমউল্লাহ
৩৯. ১৯০৬ সালে মুসলিম লীগ গঠনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ দাদাভাই নৌরজি
৪০. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ট
৪১. অ্যানি বেসান্ট কবে জাতীয় কংগ্রেসের সভাপতি হয় ?
উত্তরঃ ১৯১৭ সালে
৪২. ১৯১৭ সালে অ্যনি বেসান্ট কোন অধিবেশনে সভাপতি ছিলেন ?
উত্তরঃ কলকাতা
৪৩. সরোজিনী নাইডু কবে কংগ্রেস সভাপতি হন ?
উত্তরঃ ১৯২৫ সালে
৪৪. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ সরোজিনী নাইডু
৪৫. সরোজিনী নাইডু কবে কোন অধিবেশনে সভাপতি হয় ?
উত্তরঃ ১৯২৫, কানপুর
৪৬. ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্ব কনিষ্ঠ সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ আবুল কালাম আজাদ
৪৭. ১৯২৩ সালে দিল্লি অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ আবুল কালাম আজাদ
৪৮. গান্ধীজি কত সালে কংগ্রেস সভাপতি হয় ?
উত্তরঃ ১৯২৪(1924)
৪৯. ১৯২৪ সালের কংগ্রেস অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ বেলগাঁও
৫০. সর্দার বল্লভভাই প্যাটেল কবে কংগ্রেস সভাপতি হয় ?
উত্তরঃ ১৯৩১ সালে
৫১. কোন বছর সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেনি ?
উত্তরঃ ১৯৩০ সালে
৫২. লখনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ ১৯১৬ সালে
৫৩. লখনউ চুক্তি কার কার মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তরঃ কংগ্রেস ও মুসলিম লীগ
৫৪. কোন অধিবেশনে কংগ্রেসের রিইউনিয়ন হয় ?
উত্তরঃ ১৯১৬, লখনউ অধিবেশন
৫৫. ১৯১৬ সালে লখনউ অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ এ সি মজুমদার
৫৬. স্বরাজ্য দলের গঠন কে করেন ?
উত্তরঃ চিত্তরঞ্জন দাশ
৫৭. কত সালে স্বরাজ দলের গঠন হয় ?
উত্তরঃ ১৯২২ সালে
৫৮. ১৯২২ সালে গয়া অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ সি আর দাস
৫৯. জাতীয় কংগ্রেস সর্ব প্রথম কবে স্বাধিনতা দিবস পালন করে ?
উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯৩০, লাহোরে
৬০. কার নেতৃত্বে বা সভাপতিত্বে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় ?
উত্তরঃ জওহরলাল নেহেরু
৬১. ১৯০৯ সালে মর্লে-মিন্টো সংস্কারের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ মদন মোহন মালব্য
৬২. প্রথম বিশ্বযুদ্ধ কবে হয় ?
উত্তরঃ ১৯১৪ সালে
৬৩. প্রথম বিশ্বযুদ্ধের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ভূপেন্দ্রনাথ বোস
৬৪. জালিয়ানওয়ালাবাগ হত্যা কান্ড কবে হয় ?
উত্তরঃ ১৩ এপ্রিল ১৯১৯
৬৫. ১৯১৯ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ মতিলাল নেহরু
৬৬. সাইমন কমিশন কবে ভরতে আসে ?
উত্তরঃ ১৯২৭ সালে
৬৭. ১৯২৭ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ মুক্তার আহমেদ খান
৬৮. সুভাসচন্দ্র বসু প্রথম কবে কংগ্রেস সভাপতি হন ?
উত্তরঃ ১৯৩৮ সালে
৬৯. ১৯৩৮ সালে কংগ্রেস অধিবেশন হয় কোথায় ?
উত্তরঃ হরিপুর
৭০. সুভাসচন্দ্র বসু দ্বিতীয় বার কবে কংগ্রেস সভাপতি হয় ?
উত্তরঃ ১৯৩৯
৭১. ১৯৩৯ সালে কংগ্রেস অধিবেশন কোথায় হয় ?
উত্তরঃ ত্রিপুরা
৭২. ১৯৩৯ সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি হয় ?
উত্তরঃ পট্টভি সীতারামাইয়া
৭৩. সুভাষচন্দ্র বসু কবে পদত্যাগ করেন ?
উত্তরঃ ১৯৩৯ সালে
৭৪. ত্রিপুরা অধিবেশন ১৯৩৯ গান্ধিজী কার পক্ষে ছিলেন ?
উত্তরঃ পট্টভি সীতারামাইয়া
৭৫. ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসুর পরিবর্তে কে সভাপতি হয় ?
উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ
৭৬. পাকিস্তান প্রস্তার গৃহীত হয় কবে ?
উত্তরঃ ১৯৪০ সালে
৭৭. ১৯৪০ সালে রামগড় অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ আবুল কালাম আজাদ
৭৮. ভারত স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ জে পি কৃপালণি
৭৯. ভারতীয় জাতীয় কংগ্রেস কবে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে ?
উত্তরঃ ৮ আগস্ট ১৯৪২
৮০. কে সব থেকে বেশি বার কংগ্রেস সভাপতি হয় ?
উত্তরঃ জওহরলাল নেহেরু (৬ বার)
৮১. কোন শহরে সবচেয়ে বেশি কংগ্রেস অধিবেশন হয় ?
উত্তরঃ কলকাতা (১৬বার)
৮২. ১৯৪০-৪৬ সাল পর্যন্ত কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ আবুল কালাম আজাদ
৮৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয় ?
উত্তরঃ ১৯৩৯ সালে
৮৪. সুভাসচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ১৯৩৯ সালে
৮৫. গণ পরিষদের প্রথম বৈঠক কবে হয় ?
উত্তরঃ ৯ ডিসেম্বর ১৯৪৬
৮৬. গণ পরিষদের অস্থায়ী সভাপতি কে হন ?
উত্তরঃ সচ্চিদানন্দ সিনহা
৮৭. গণ পরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ
৮৮. কবে রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হন ?
উত্তরঃ ১১ ডিসেম্বর ১৯৪৬
৮৯. কংগ্রেসের "অণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ" বলে কে সমালোচনা করেছিলেন ?
উত্তরঃ লর্ড ডাফরিন
৯০. ১৮৮৯ সালে প্রকাশিত কংগ্রেসের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম-
উত্তরঃ ইন্ডিয়া
৯১. কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল ?
উত্তরঃ সুরাট
৯২. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক ছিলেন-
উত্তরঃ এ ও হিউম
৯৩. লখনউ চুক্তি (১৯১৬) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ কংগ্রেস ও মুসলিম লীগ
৯৪. কে কংগ্রেস কে বাস্তবে "অস্ত্রহীন গৃহযুূ্ধ" বলেছিলেন ?
উত্তরঃ সৈয়দ আহমেদ খান
৯৫. কোন বৎসরে কংগ্রেস মন্ত্রীসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে ?
উত্তরঃ ১৯৩৭ সালে
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️