ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF

ভারতীয় জাতীয় কংগ্রেস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা চাকরি পরীক্ষায় বারবার আসে। সমস্ত রকমের চাকরি পরীক্ষার প্রস্তুতের জন্য ফলো করুন আমাদের সাইট কে। 

   ভারতীয় জাতীয় কংগ্রেস

১. ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন ?


উত্তরঃ এ ও হিউম  


২. জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ? 


উত্তরঃ ২৮ ডিসেম্বর ১৮৮৫


৩. ভারতীয় জাতীয় কংগ্রেস কে "সেফটি ভালপ" বলেছে ?  


উত্তরঃ এ ও হিউম 


৪. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?  


উত্তরঃ মুম্বাই


৫. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?  


উত্তরঃ উমেশচন্দ্র ব্যানার্জি 


৬. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কত জন উপস্থিত ছিলেন ?


উত্তরঃ ৭২ জন 


৭. কোন ভাইসরয়ের সময়কালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ? 


উত্তরঃ লর্ড ডাফরিন  


৮. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ দাদাভাই নৌরজি 


৯. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কবে হয় ?


উত্তরঃ ১৮৮৬ 


১০. জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ বদরুদ্দীন তায়েবজি


১১. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয় ?


উত্তরঃ কলকাতা  


১২. জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন ১৮৮৭ সালে কোথায় হয়েছিল ? 


উত্তরঃ মাদ্রাস 


১৩. জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ জর্জ জুল


১৪. ১৮৮৮ সালের কংগ্রেসের চতুর্থ অধিবেশন কোথায় হয় ?


উত্তরঃ এলাহাবাদ  


১৫. জাতীয় কংগ্রেসের প্রথম গ্রামিন অধিবেশন কবে হয় ? 


উত্তরঃ ১৯৩৭


১৬. জাতীয় কংগ্রেসের ১৯৩৭ সালের অধিবেশন কোথায় হয় ? 


উত্তরঃ ফৌজপুর 


১৭. জাতীয় কংগ্রেসের ১৯৩৭ সালের ফৌজপুর অধিবেশনে সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ জওহরলাল নেহেরু 


১৮. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম "স্বরাজ" শব্দ ব্যবহার হয় ? 


উত্তরঃ ১৯০৬ সালে 


১৯. ১৯০৬ সালের অধিবেশন কোথায় হয় ? 


উত্তরঃ কলকাতা  


২০. ১৯০৬ সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন ? 


উত্তরঃ দাদাভাই নৌরজি  


২১. জাতীয় কংগ্রেস সর্ব প্রথম কবে বিভক্ত হয় ?


উত্তরঃ ১৯০৭ সালে


২২.  ১৯০৭ সালের কংগ্রেস অধিবেশন কোথায় হয় ? 


উত্তরঃ সুরাট


২৩. ১৯০৭ সালের কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ রাসবিহারী ঘোষ


২৪. কত সালে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় ? 


উত্তরঃ ১৯২৯


২৫. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাব গৃহীত হয় ? 


উত্তরঃ লাহোর 


২৬. ১৯২৯ সালের লাহোর অধিবেশনের সময় কংগ্রেস সভাপতি ছিলেন ? 


উত্তরঃ জওহরলাল নেহেরু 


২৭. জওহরলাল নেহেরু প্রথম কবে কংগ্রেস সভাপতি হয় ? 


উত্তরঃ ১৯২৯ 


২৮. কোন অধিবেশনে প্রথম "জন গন মন" গাওয়া হয় ?  


উত্তরঃ ২৭ ডিসেম্বর ১৯১১ সালে 


২৯. ১৯১১ সালে কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ বিষণ নারায়ণ ধর  


৩০. ১৯১১ সালে বঙ্গভঙ্গ কে রদ করেন ? 


উত্তরঃ লর্ড হার্ডিঞ্জ II


৩১. কোন কংগ্রেস অধিবেশনে প্রথম বন্দেমাতরম গান গাওয়া হয় ?


উত্তরঃ ১৮৯৬ কলকাতা 


৩২. ১৮৯৬ সালে কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ রহিমতুল্লা সাহানি 


৩৩. বন্দেমাতরম গানটি কোথা থেকে নেওয়া হয়েছে ? 


উত্তরঃ আনন্দমঠ  


৩৪. আনন্দমঠ-র রচয়িতা কে ? 


উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 


৩৫. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ গোপাল কৃষ্ণ গোখলে 


৩৬. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময়ে ভারেতর ভাইসরয় কে ছিলেন ?


উত্তরঃ লর্ড কার্জন 


৩৭. কবে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয় ?


উত্তরঃ ১৯০৬ সালে


৩৮. মুসলিম লীগে কে প্রতিষ্ঠা করে ?


উত্তরঃ নবাব সলিমউল্লাহ 


৩৯. ১৯০৬ সালে মুসলিম লীগ গঠনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ দাদাভাই নৌরজি 


৪০. জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ অ্যানি বেসান্ট  


৪১. অ্যানি বেসান্ট কবে জাতীয় কংগ্রেসের সভাপতি হয় ?


উত্তরঃ ১৯১৭ সালে


৪২. ১৯১৭ সালে অ্যনি বেসান্ট কোন অধিবেশনে সভাপতি ছিলেন ?


উত্তরঃ কলকাতা 


৪৩. সরোজিনী নাইডু কবে কংগ্রেস সভাপতি হন ?


উত্তরঃ ১৯২৫ সালে


৪৪. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ সরোজিনী নাইডু 


৪৫. সরোজিনী নাইডু কবে কোন অধিবেশনে সভাপতি হয় ? 


উত্তরঃ ১৯২৫, কানপুর 


৪৬. ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্ব কনিষ্ঠ সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ আবুল কালাম আজাদ 


৪৭. ১৯২৩ সালে দিল্লি অধিবেশনের সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ আবুল কালাম আজাদ  


৪৮. গান্ধীজি কত সালে কংগ্রেস সভাপতি হয় ? 


উত্তরঃ ১৯২৪(1924)


৪৯. ১৯২৪ সালের কংগ্রেস অধিবেশন কোথায় হয় ? 


উত্তরঃ  বেলগাঁও


৫০. সর্দার বল্লভভাই প্যাটেল কবে কংগ্রেস সভাপতি হয় ?


উত্তরঃ ১৯৩১ সালে


৫১. কোন বছর সর্বপ্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেনি ? 


উত্তরঃ ১৯৩০ সালে


৫২. লখনউ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ? 


উত্তরঃ ১৯১৬ সালে


৫৩. লখনউ চুক্তি কার কার মধ্যে স্বাক্ষরিত হয় ? 


উত্তরঃ কংগ্রেস ও মুসলিম লীগ 


৫৪. কোন অধিবেশনে কংগ্রেসের রিইউনিয়ন হয় ? 


উত্তরঃ ১৯১৬, লখনউ অধিবেশন


৫৫. ১৯১৬ সালে লখনউ অধিবেশনের সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ এ সি মজুমদার 


৫৬. স্বরাজ্য দলের গঠন কে করেন ? 


উত্তরঃ চিত্তরঞ্জন দাশ


৫৭. কত সালে স্বরাজ দলের গঠন হয় ? 


উত্তরঃ ১৯২২ সালে


৫৮. ১৯২২ সালে গয়া অধিবেশনের সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ সি আর দাস 


৫৯. জাতীয় কংগ্রেস সর্ব প্রথম কবে স্বাধিনতা দিবস পালন করে ? 


উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯৩০, লাহোরে


৬০. কার নেতৃত্বে বা সভাপতিত্বে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় ? 


উত্তরঃ জওহরলাল নেহেরু 


৬১. ১৯০৯ সালে মর্লে-মিন্টো সংস্কারের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ মদন মোহন মালব্য


৬২. প্রথম বিশ্বযুদ্ধ কবে হয় ? 


উত্তরঃ ১৯১৪ সালে


৬৩. প্রথম বিশ্বযুদ্ধের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ ভূপেন্দ্রনাথ বোস


৬৪. জালিয়ানওয়ালাবাগ হত্যা কান্ড কবে হয় ? 


উত্তরঃ ১৩ এপ্রিল ১৯১৯


৬৫. ১৯১৯ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ মতিলাল নেহরু


৬৬. সাইমন কমিশন কবে ভরতে আসে ? 


উত্তরঃ ১৯২৭ সালে


৬৭. ১৯২৭ সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ মুক্তার আহমেদ খান 


৬৮. সুভাসচন্দ্র বসু প্রথম কবে কংগ্রেস সভাপতি হন ? 


উত্তরঃ ১৯৩৮ সালে


৬৯. ১৯৩৮ সালে কংগ্রেস অধিবেশন হয় কোথায় ? 


উত্তরঃ হরিপুর 


৭০. সুভাসচন্দ্র বসু দ্বিতীয় বার কবে কংগ্রেস সভাপতি হয় ? 


উত্তরঃ ১৯৩৯


৭১. ১৯৩৯ সালে কংগ্রেস অধিবেশন কোথায় হয় ? 


উত্তরঃ ত্রিপুরা 


৭২. ১৯৩৯ সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি হয় ? 


উত্তরঃ পট্টভি সীতারামাইয়া 


৭৩. সুভাষচন্দ্র বসু কবে পদত্যাগ করেন ? 


উত্তরঃ ১৯৩৯ সালে


৭৪. ত্রিপুরা অধিবেশন ১৯৩৯ গান্ধিজী কার পক্ষে ছিলেন ? 


উত্তরঃ পট্টভি সীতারামাইয়া


৭৫. ১৯৩৯ সালে সুভাষচন্দ্র বসুর পরিবর্তে কে সভাপতি হয় ? 


উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ 


৭৬. পাকিস্তান প্রস্তার গৃহীত হয় কবে ? 


উত্তরঃ ১৯৪০ সালে


৭৭. ১৯৪০ সালে রামগড় অধিবেশনের সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ আবুল কালাম আজাদ 


৭৮. ভারত স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ জে পি কৃপালণি


৭৯. ভারতীয় জাতীয় কংগ্রেস কবে ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে ? 


উত্তরঃ ৮ আগস্ট ১৯৪২ 


৮০. কে সব থেকে বেশি বার কংগ্রেস সভাপতি হয় ? 


উত্তরঃ জওহরলাল নেহেরু (৬ বার)


৮১. কোন শহরে সবচেয়ে বেশি কংগ্রেস অধিবেশন হয় ? 


উত্তরঃ কলকাতা (১৬বার)


৮২. ১৯৪০-৪৬ সাল পর্যন্ত কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ আবুল কালাম আজাদ 


৮৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয় ? 


উত্তরঃ ১৯৩৯ সালে


৮৪. সুভাসচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন ? 


উত্তরঃ ১৯৩৯ সালে


৮৫. গণ পরিষদের প্রথম বৈঠক কবে হয় ? 


উত্তরঃ ৯ ডিসেম্বর ১৯৪৬


৮৬. গণ পরিষদের অস্থায়ী সভাপতি কে হন ? 


উত্তরঃ সচ্চিদানন্দ সিনহা 


৮৭. গণ পরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন ? 


উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ 


৮৮. কবে রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হন ? 


উত্তরঃ ১১ ডিসেম্বর ১৯৪৬


৮৯. কংগ্রেসের "অণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ" বলে কে সমালোচনা করেছিলেন ? 


উত্তরঃ লর্ড ডাফরিন 


৯০. ১৮৮৯ সালে প্রকাশিত কংগ্রেসের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম-


উত্তরঃ ইন্ডিয়া 


৯১. কোন অধিবেশনে কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল ? 


উত্তরঃ সুরাট


৯২. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক ছিলেন-


উত্তরঃ এ ও হিউম 


৯৩. লখনউ চুক্তি (১৯১৬) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? 


উত্তরঃ কংগ্রেস ও মুসলিম লীগ 


৯৪. কে কংগ্রেস কে বাস্তবে "অস্ত্রহীন গৃহযুূ্ধ" বলেছিলেন ? 


উত্তরঃ সৈয়দ আহমেদ খান 


৯৫. কোন বৎসরে কংগ্রেস মন্ত্রীসভা প্রদেশগুলিতে কাজ শুরু করে ? 


উত্তরঃ ১৯৩৭ সালে

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2














Post a Comment

Previous Post Next Post