WBCS Previous Year Question | WBCS GK in Bengali | WBCS Question 2022
👇👇👇👇👇👇👇👇👇👇
১. ভারতের প্রথম কোন বন্দরে ভাস্কো ডা গামা এসেছিলেন ?
উত্তরঃ কালিকট
২. অহল্যাবাঈ কোন পরিবারের ছিলেন ?
উত্তরঃ হোলকার
৩. মধ্যযুগে হিন্দু ও মুসলমান উভয়কেই শিষ্য হিসাবে গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ চৈতন্যদেব
৪. একটি ফলছাড়া জয় এটি কাদের সাথে যুক্ত-
উত্তরঃ আরবদের সিন্ধু জয়
৬. কোম্পানি দক্ষিণ ভারতে তাহাদের প্রথম ঘাঁটি স্থাপন করে-
উত্তরঃ মুসলিপত্তনম
৭. শেখ নাসিরুদ্দিন চিরাগ কোন সুফী সংগঠনের সদস্য ছিলেন ?
উত্তরঃ চিস্তি
৮. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাহার নিকট হইতে সনদ লাভ করেন ?
উত্তরঃ রানী এলিজাবেথ
৯. রাম রহিম এক হ্যায়,নাম ধরা হ্যায় দো- এ কথা ঘোষণা করেন ?
উত্তরঃ কবীর
১০. তারাইনের দ্বিতীয় যুদ্ধে কোন হিন্দু শাসক পরাস্ত হয়েছিলেন ?
উত্তরঃ পৃথ্বীরাজ চৌহান
১১. দীন ই ইলাহি ছিল আকবরের নির্বুদ্ধিতার চরম নিদর্শন কে বলেছিল ?
উত্তরঃ ভি এ স্মিথ
১২. লীলাবতীর ফার্সি অনুবাদ করেন-
উত্তরঃ ফৈজি
১৩. মহম্মদ ঘোরীর কোন সেনাপতি বাংলা আক্রমণ করেছিলেন ?
উত্তরঃ বখতিয়ার খলজি
১৪. নাদীরশাহ ভারত আক্রমণ করেছিলেন ?
উত্তরঃ ১৭৩৯ খ্রীঃ
১৫. লক্ষ্মণ সেনের আমলে কোন মুসলমান আক্রমণকারী বাংলা জয় করেন ?
উত্তরঃ বখতিয়ার খলজি
১৬. কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?
উত্তরঃ পুরু
১৭. ভারতে পর্তুগিজ শক্তির কেন্দ্র ছিল-
উত্তরঃ গোয়া
১৮. সুফিবাদ ভারতে প্রবেশ করে-
উত্তরঃ দ্বাদশ শতকে
১৯. ১৬২১ সালে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি স্থাপন করে ?
উত্তরঃ সুরাট
২০. রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল-
উত্তরঃ শিশোদিয়া
২১. রজমনামা যে গ্রন্থের ফারসি অনুবাদ, সেটি হল ?
উত্তরঃ মহাভারত
২২. বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন ?
উত্তরঃ পর্তুগিজ
২৩. বক্সারের যুদ্ধের সময়(১৭৬৪) বাংলার নবাব কে ছিলেন ?
উত্তরঃ মীরজাফর
২৪. ভাস্কো দা গামা কবে ভারতে পদার্পণ করেন ?
উত্তরঃ ১৪৯৮
২৫. কোন নবাব রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন ?
উত্তরঃ মুর্শিদকুলি খাঁ
২৬. পলাশির যুদ্ধের সময় কোন সেনা প্রধান কে হত্যা করা হয়েছিল ?
উত্তরঃ মীরমদন
২৭. ভারতের হিন্দু পদ পদাশাহী কে কার্যকর করতে চেয়ে ছিলেন ?
উত্তরঃ প্রথম বাজিরাও
২৮. দস্তক কি ?
উত্তরঃ বিনাশুল্কে বাণিজ্যের ছাড়পত্র
২৯. ভারতবর্ষ ব্রিটিশ অধিপত্য স্থাপনের ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হল-
উত্তরঃ বক্রারের যুদ্ধ (১৭৬৪)
৩০. সব লাল হো যায়গা - কে বলেছিলেন ?
উত্তরঃ রণজিৎ সিং
৩১. কোন বছর বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তরঃ ১৮০২
৩২. শিবাজীর পর সিংহাসনে বসেন ?
উত্তরঃ শম্ভুজী
৩৩. তৃতীয় পানিপথের যুদ্ধে দুই পক্ষে ছিল-
উত্তরঃ মারাঠা ও আফগান
৩৪. শিখদের সামরিক জাতিতে কে পরিণত করে ছিলেন ?
উত্তরঃ গোবিন্দ সিং
৩৫. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন-
উত্তরঃ নানক
৩৬. মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলে ?
উত্তরঃ নানা ফড়নবিশ
৩৭. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?
উত্তরঃ সিরাজ উদ দৌলা
৩৭. গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন ?
উত্তরঃ গুরু অঙ্গদ
৩৮. ইংরেজিরা কবে রণজিৎ সিং এর সঙ্গে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত করে ?
উত্তরঃ ১৮০৯ খ্রিস্টাব্দে
৩৯. টিপু সুলতানের রাজধানী ছিল ?
উত্তরঃ শ্রীরঙ্গপত্তম
৪০. শিবাজির রাজ্যভিষেক হয়েছিল -
উত্তরঃ ১৬৭৪ খ্রীস্টাব্দে
৪১. ক্লাইডের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল ?
উত্তরঃ ১৭৬৫
৪২. বাংলার শাসক হিসাবে মুর্শিদকুলি খানের উত্তরসূরী কে ?
উত্তরঃ সুজাউদ্দিন
৪৩. সিরাজউদদৌল্লা কবে সিংহাসনে বসেন ?
উত্তরঃ ১৭৫৬
৪৪. কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল ?
উত্তরঃ লর্ড ওয়েলেসলি
৪৫. রঞ্জিত সিংহ কোন মিসলের নেতা ছিলেন ?
উত্তরঃ সুকারচাকিয়া মিসল
৪৬. কে হইন্দভ ধর্মোদ্বারক উপাধি নেন ?
উত্তরঃ প্রথম বাজিরাও
৪৭. কে খালসা প্রবর্তন করেন ?
উত্তরঃ গুরু গোবিন্দ সিং
৪৮. বক্সারের যুদ্ধ ঘটে-
উত্তরঃ ১৭৬৪ খ্রিস্টাব্দে
৪৯. রামকৃষ্ণ মিশন(১৮৯৭) কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ স্বামী বিবেকানান্দ
৫০. এশিয়াটিক সোসাইটি(১৭৮৪) প্রতিষ্ঠাতা করেন ?
উত্তরঃ উইলিয়াম জোন্স
৫১. মহমেডান লিটারেসি সোসাইটি প্রতিষ্ঠাতা হয়েছিল কার পদক্ষেপ ?
উত্তরঃ আব্দুল লতিফ
৫২. ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কে ?
উত্তরঃ সৈয়দ আহমেদ খান
৫৩. জাতীয় শিক্ষা পরিষদ কে অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
৫৪. প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিস ব্যবস্থায় কর্মী নির্বাচনের ব্যবস্থা করা হয়-
উত্তরঃ ১৮৫৩ সালে
৫৫. হিন্দু মহিলাদের বিদ্যালয় প্রথম স্থাপন করেন-
উত্তরঃ বেথুন
৫৬. কবে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় ?
উত্তরঃ ১৮৩৫ খ্রীস্টাব্দে
৫৭. কলকাতার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপচার্য ছিলেন-
উত্তরঃ উইলিয়াম কলভিল
৫৮. স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ডেভিড হেয়ার
৫৯. বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজ(১৮৯৮) কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ট
৬০. ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী কাকে বলা হয় ?
উত্তরঃ বিদ্যাসাগর
৬১. আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় ?
উত্তরঃ রামমোহন রায়
৬২. এ্যাংলো-মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ সৈয়দ আহমেদ খান
৬৩. কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৮৫৭
৬৪. কলকাতা মেডিকাল কলেজ কবে স্থাপিত হয় ?
উত্তরঃ ১৮৩৫
৬৫. কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮১৭
৬৬. আলীগড় আন্দোলন শুরু করেছিলেন-
উত্তরঃ সৈয়দ আহমেদ খান
৬৭. বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন ?
উত্তরঃ অবনীন্দ্রনাথ ঠাকুর
৬৮. ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কাটা রুপে পরিচিত ?
উত্তরঃ এডুকেশানাল ডেসপ্যাচ ১৮৫৪
৬৯. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন ?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর
৭০..গুলামগিরি গ্রন্থটি কে লেখেন ?
উত্তরঃ জ্যোতিবা ফুলে
৭১. বেদের যুগে ফিরে যাও এই স্লোগান কার ?
উত্তরঃ স্বামী দয়ানন্দ সরস্বতী
৭২. কে ইন্ডিয়ান ওমেনস ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ ধন্দো কেশব কার্ভে
৭৩. জামিয় মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তরঃ জাকির হুসেন
৭৪. কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ উসড ডেসপ্যাচ
৭৫. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ লালা হংসরাজ
৭৬. কার প্রচেষ্টার ফলে "বিবাহ সম্মতি আইন" পাশ হয় ?
উত্তরঃ বেহরামজি মেরওয়ানজি মালাবারি
৭৭. শিকাগো ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় কোন সালে ?
উত্তরঃ ১৮৯৩
৭৮. ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয় ?
উত্তরঃ রাজা রামমোহন রায়
৭৯. গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল-
উত্তরঃ হরিদ্বার
৮০. পরিব্রাজক কাহার রচনা ?
উত্তরঃ বিবেকানন্দ
৮১. নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন ?
উত্তরঃ ডিরোজিও
৮২. হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রধান প্রবক্তা কাকে বলা হয় ?
উত্তরঃ দায়নন্দ সরস্বতী
৮৩. আকালি আন্দোলন কবে শুরু হয় ?
উত্তরঃ ১৯২১
৮৪. কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় ?
উত্তরঃ ১৮৫৬
৮৫. বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৭৫
👇👇👇👇👇👇👇👇👇👇
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।