ইতিহাসের বিভিন্ন রাজা ও রাজধানী | capital of various Dynasty




1. বিম্বিসারা  এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - রাজগৃহ 
২. অজাতশত্রু এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - রাজগৃহ 
৩. উদ্দায়ন এর রাজধানীর নাম কি ছিল  ? 
উত্তর - পাটলিপুত্র
৪.ধননন্দর রাজধানীর নাম কি ছিল ? 
উত্তর - পাটলিপুত্র 
৫. চন্দ্রগুপ্ত মৌর্য এর রাজধানী এর নাম কি ? 
উত্তর - পাটলিপুত্র 
৬. সম্রাট অশোক এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - পাটলিপুত্র 
৭. সমুদ্রগুপ্ত এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - পাটলিপুত্র 
৮. শিশুনাগ এর রাজধানী এর নাম কি ? 
উত্তর - বৈশালী
৯. কনিষ্ক এর রাজধানী এর নাম কি  ? 
উত্তর - পিরুষপুর / পেশোয়ার
১০. দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - উজ্জয়িনী 
১১. দ্বিতীয় পুলকেশী এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - বাদামী 
১২. রাজেন্দ্র চোলার রাজধানী কি ছিল  ? 
উত্তর - গঙ্গইকোন্ড চোলপুরম 
১৩. শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল ? 
উত্তর - কর্ণসুবর্ণ 
১৪. হর্ষবর্ধন এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - কনৌজ 
১৫. মহম্মদ বিন তুঘলক এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - দিল্লি ও দেবগিরি 
১৬. প্রথম নরসিংহ বর্মন এর রাজধানী এর নাম কি ছিল ?  
উত্তর - কাঞ্চিপুরম 
১৭. শিবাজি এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - রায়গড়
১৮. তৃতিয় গোবিন্দ এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - ময়ূরখন্ডি
১৯. আকবর এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - ফতেপুর সিক্রি 
২০. লক্ষণ সেন এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - নবদ্বীপ 
২১. শাহজাহান এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - আগ্রা 
২২. দন্তিদূর্গ এর রাজধানী এর নাম কি ছিল ? 
উত্তর - মান্যখেত 
২৩. সিরাজ উদ দৌলা এর রাজধানী এর নাম কি ? 
উত্তর - মুরশিদাবাদ 
২৪. টিপু সুলতান এর রাজধানী এর নাম কি ? 
উত্তর - শ্রীরঙ্গপত্তনম 
২৫. ফিরোজ শাহ এর রাজধানী এর নাম কি  ? 
উত্তর - বাহমিন 
















একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন