কোন নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে PDF | gk in bengali

Download PDF - Link 2






1. মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠে ছিল ? 

উত্তর - নীল

২. সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠে ছিল ?  

উত্তর - সিন্ধু

৩. সুমেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠে ছিল ? 

উত্তর - ইউফ্রপটিস ও টাইগ্রিস 

৪. চৈনিক সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠে ছিল ? 

উত্তর - হোয়াং হো

৫. হরপ্পা শহর কোন নদীর তীরে গড়ে উঠে ছিল ? 

উত্তর - ইরাবতি বা রাভি

৬. হরপ্পা শহর কে আবিষ্কার করে ? 

উত্তর - দয়ারাম সাহানি 

৭. মহেন জো দারো কোন নদীর তীরে গড়ে উঠে ছিল ? 

উত্তর - সিন্ধু 

৮৷ মহেন জো দারো কথার অর্থ কি ?

উত্তর - মৃতের স্তূপ 

৯. মহেন জে দারো কে আবিষ্কার করে ? 

উত্তর - রাখালদাস বন্দ্যোপাধায় ও স্যার জন মার্শাল 

১০. চানহুদারো শহর কোন নদীর তীরে গড়ে উঠে ছিল ? 

উত্তর - সিন্ধু

১১. চানহুদারো কে আবিষ্কার করে ? 

উত্তর - ননীগোপাল মজুমদার এবং ম্যাকে 

১২. কালিবঙ্গান  শহর কোন নদীর তীরে গড়ে উঠে ছিল ? 

উত্তর - ঘাঘর 

১৩. কালিবঙ্গান শহর কোথায় অবস্থিত ছিল ? 

উত্তর - রাজস্থান 

১৪. কালিবঙ্গান শহর কে আবিষ্কার করে ? 

উত্তর - এ ঘোষ, বি থাপার,  বি বি লালা

১৫. লোথাল শহর কোন নদীর তীরে গড়ে উঠে ছিল ? 

উত্তর - সবরমতী,  ভোগাবর 

১৬. লোথাল শহর কোথায় গড়ে উঠে ছিল ? 

উত্তর - গুজরাট 

১৭. লোথাল শহর কে আবিষ্কার করে ? 

উত্তর - এস.আর.রাও 

১৮. ধোলাবিরা শহর কোন নদীর তীরে গড়ে উঠে ছিল ? 

উত্তর - লুনি 

১৯. ধোলাবিরা কোথায় গড়ে উঠে ছিল ? 

উত্তর - গুজরাট 

২০. ধোলাবিরা শহর কে আবিষ্কার করে ? 

উত্তর - জে পি যোশী 

















একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন