WB Police Gk mock test 8 | wbp online class 2021| wbp gk mcq question | top 30 mcq







1. ভারতের অর্ধনগ্ন ফকির - ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সমন্ধে বলেছিলেন ? 



উত্তর - গান্ধীজী 




২. স্বরাজ আমার জন্ম গত অধিকার এবং আমি তা অর্জন করবই - কে বলেছিলেন ? 


উত্তর - বালগঙ্গাধর তিলক 



৩. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয় ? 


উত্তর - ১৯৫১



৪. কোন সালে ভারতীয় পরিকল্পনা কমিশন গঠন হয় ? 


উত্তর - ১৯৫০ 



৫.ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় ? 


উত্তর - ভিখাজি রুস্তমজি কামা 



৬. ভারতীয় সংবিধানে কোন রাজ্যে ৩৭০ ধারা প্রযোজ্য ছিল ? 



উত্তর - জম্মু কাশ্মির 



৭. নিন্মলিখিত মধ্যে কোনটি রাজ্য সরকার আরোপ করতে পারেনা ? 
a) আয়কর
b) সম্পদকর 
c) পেশার উপর কর 
d) মূলধন লাভের উপর কর 

উত্তর - পেশার উপর কর 




৮. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড কবে হয় ? 


উত্তর - ১৯১৯





৯. স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কে রচনা করেন ? 


উত্তর - রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 




১০. নব্যবঙ্গ আন্দোলনের মূল অনুপ্রেরণা কে ছিলেন ? 


উত্তর - ডিরোজিও 



১১. আলিপুর বোমার মামলায় শ্রীঅরবিন্দর কৌসুলি কে ছিলেন  ? 


উত্তর - সি. আর. দাস 



১২. পৃথিবীর নাইট্রোজেনের সর্ববৃহৎ সঞ্চয় কোথায় ? 



উত্তর - বায়ুমন্ডল 



১৩. আমার দেশকে ভালবাসা যদি অপরাধ হয়, তবে আমি অপরাধী - কে বলেছেন ? 


উত্তর - সি. আর. দাস 




১৪. যুক্তরাজ্যে প্রথম ভারতীয় শহীদ কে ছিলেন ? 


উত্তর - মদনলাল ধিংড়া 




১৫. রাজ্যসভায় সভাপতিত্ব কে করেন ? 


উত্তর - উপরাষ্ট্রপতি 




১৬. একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচত হতে গেলে নিন্মতম বয়স কত লাগে ? 



উত্তর - ২৫ বছর 




১৭. টেলিস্কোপের নলের উভয় প্রান্তে থাকে ? 
a) উত্তল লেন্স
b) অবতল লেন্স
c) সম উত্তল লেন্স 
d) সম অবতল লেন্স 
উত্তর - সম উত্তল লেন্স 




১৮. গদর পার্টি কোথায় প্রতিষ্ঠাত হয়েছিল ? 


উত্তর - মার্কিন যুক্তরাষ্ট্রে




১৯. মগধের প্রধান রাজধানী কি ছিল ? 



উত্তর - রাজগৃহ




২০. গান্ধীজী কোন আন্দোলন খিলাফৎ আন্দোলনের সঙ্গে যুক্ত করেন ? 



উত্তর - অসহযোগ আন্দোলন 



২১. দ্বি-জাতি তত্বের জনক কে ছিলেন  ? 



উত্তর - স্যার সৈয়দ আহমেদ খান 



২২. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলো ? 



উত্তর - ধার্মপাল 




২৩. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ? 


উত্তর - ড. এস. রাধাকৃন্ষান 




২৪. ভারতিয় সংবিধানের প্রথম সংশোধন আইন - কতো সালে করা হয় ? 



উত্তর - ১৯৫১




২৫. ভারতে পঞ্চায়েতী রাজ কোন সালে শুরু হয় ? 



উত্তর - ১৯৫৯




২৬. সর্বপ্রথম পোর্টফোলিও ব্যাবস্থা প্রবর্তন কে করেছিলেন ? 



উত্তর - লর্ড ক্যানিং 




২৭. ভারতের ইতিহাসে কে কুণিক নামে পরিচিত  ? 



উত্তর - অজাতশত্রু 





২৮. কে প্রথম রেশন ব্যাবস্থা চালু করেছিলেন ? 



উত্তর - আলাউদ্দিন খিলজী 




২৯. কে অমিত্রাঘাত নামে পরিচিত ছিলেন ? 



উত্তর - বিন্দুসারা 



৩০. এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন  ? 



উত্তর - হারিষেনা 
















একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন