পশ্চিমবঙ্গের ভূগোল | West bengal Geography | wbp gk question | wbcs geography




1. পশ্চিমবঙ্গের উচ্চতম স্থানের নাম কি ? 

উত্তর - সান্দাকফু

২. আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গ প্রায় কোন দেশের সমান ? 

উত্তর - হাঙ্গেরী 

৩. পশ্চিমবঙ্গের ভৌগলিক আবস্থান কত ? 

উত্তর - ৮৫°৫০' পূঃ - ৮৯°৫০' পূঃ 

৪. দামোদর উপত্যকা অঞ্চলে পূরাতন কয়লাখনির নাম কি ? 

উত্তর - রাণীগঞ্জ 

৫. ভারতের কেন শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চালু হয় ? 

উত্তর - কলকাতা 

৬. বরাকর কোন নদীর প্রধান শাখা নদী  ?  

উত্তর - দামোদর 

৭. পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তরপূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় ? 

উত্তর - শিলিগুড়ি 


৮. সুন্দরবন কে "world heritage site" আখ্যা দেওয়ার কারণ কি ? 

উত্তর - ম্যানগ্রোভ অঞ্চল 

৯. পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা ? 

উত্তর - মুর্শিদাবাদ 

১০. পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় ? 

উত্তর - বাঁকুড়াতে 

১১. পৃথিবীর বৃহত্তর ব-দ্বীপ এর নাম কি ? 

উত্তর - গাঙ্গেয় বদ্বীপ

১২. পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত ? 

উত্তর - ২৩ টি

১৩. ফারাক্কা বাঁধ নির্মাণ হয়েছে কি উদ্দেশ্যে ? 

উত্তর - হুগলী নদীর জলের প্রবাহ বৃদ্ধি করার জন্য 

১৪. পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন কোন শিল্পের জন্য বিখ্যাত ? 

উত্তর - লোকোমোটিভ

১৫. বাকুড়ায় কি ধরনের মৃত্তিকা দেখা যায় ? 

উত্তর - ল্যাটারিটিক মৃত্তিকা 

১৬. পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামকে পরিচত ? 
উত্তর - তারাই ও ডুয়ার্স

১৭. নর্মদা নদীর উৎপত্তি কোথায় ? 

উত্তর - অমরকন্টক মালভূমি 

১৮. দামোদর নদীর উৎপত্তি কোথায় ? 

উত্তর - ছোটনাগপুর মালভূমি 

১৯. জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত ? 

উত্তর - তিস্তা ও করলা

২০. পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি ? 

উত্তর - দামোদর 














একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন