হরপ্পা ও সিন্ধু সভ্যতার ইতিহাস | wbcs history gk in bengali





১. হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরটিকে ?

  1. লোথাল 

  2. বনোয়ালি

  3. মহেঞ্জোদার

  4. মেলুহা 

২. সিন্ধু সভ্যতা বলা হয় ?

  1. গ্রাম ভিত্তিক 

  2. শহর ভিত্তিক 

  3. উভয় (a) & (b) 

  4. কোনটিয় নয়               

৩. সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগার আবিস্কৃত হয়েছে ?

  1. লোথাল

  2. ধোলাভিরা

  3. মহেঞ্জোদাড়ো

  4. কোনটিয় নয় 

৪. নীচের কোনটি গুজরাটে অবস্থিত ?

  1. ধোলাভিরা 

  2. লোথাল      

  3. উভয় (a) & (b)       

  4. কোনটিয় নয় 

৫. নৃত্যরত মহিলার ব্রোঞ্জের মূর্তি কোথায় পাওয়া যায় ?

  1. কালিবঙ্গ

  2. মহেঞ্জোদারো                                  

  3. লোথাল              

  4. ধোলাভিরা                  

৬. হরপ্পা এবং প্রাক-হরপ্পা এই দুটি সাংস্কৃতিক পর্যায়ের প্রমাণ পাওয়া যায়  ?

  1. মহেঞ্জোদারো 

  2. কালিবঙ্গান 

  3. লোথাল 

  4. ধোলাভিরা 

৭. সিন্ধু সভ্যতা নগরী লোথাল কোথায় অবস্থিত  ? 

  1. গোয়া 

  2. জম্মু কাশ্মির          

  3. গুজরাট

  4. কোনটিয় নয়   

৮. মেসোপটেমিয়ার আধিবাসীরা সিন্ধুদের কী বলত ?

  1. মেলুহা 

  2. কহিনু

  3. জাগিতা

  4. সাধু            

৯. বানওয়ালি কোন রাজ্যে অবস্থিত ?

  1. রাজস্থান 

  2. হরিয়ানা

  3. পাঞ্জাব 

  4. গুজরাট 

১০.  রংপুর কোথায় অবস্থিত ছিল ?

  1. গুজরাট

  2. পাঞ্জাব 

  3. উত্তর প্রদেশ   

  4. হরিয়ানা

১১. বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত ?

  1. পশ্চিম গুজরাট 

  2. উত্তর পাঞ্জাবের মান্টেগোমারি জেলায় 

  3. দক্ষিণ পাঞ্জাবের মান্টেগোমারি জেলায়

  4. পশ্চিম পাঞ্জাবের মান্টেগোমারি জেলায়  

১২. হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন ?

  1. দায়ারাম সাহানি 

  2. রাখালদাস বন্দ্যোপাধ্যায়  

  3. ননীগোপাল মজুমদার                                                     

  4. এস আর রাও                                                           

১৩. কত সালে হরপ্পা সভ্যতা আবিস্কৃত হয় ?

  1. ১৯২২

  2. ১৯২১

  3. ১৯২০

  4. ১৯১৯

১৪. হরপ্পা সভ্যতার বেশির ভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত ?

  1. পাঞ্জাব 

  2. রাজস্থান 

  3. গুজরাট

  4. জাম্মু কাশ্মীর

১৫. নীচের কোনটি প্রাচীন ভারতের সমুদ্র বন্দরের নাম ?

  1. লোথাল               

  2. হরপ্পা 

  3. মহেঞ্জোদারো          

  4. রুপার

১৬. হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল ?

  1. দাস্তা

  2. সিন্ধু

  3. শতদ্রু

  4. রাভি বা ইরাবতী                  

১৭. হরপ্পা সভ্যতার কালিবঙ্গন অঞ্চলটি কোন নদীর উপর ভিত্তিক ছিল ?

  1. রাভি

  2. ঘর্ঘরা

  3. সিন্ধু   

  4. ভাদর                   

১৮. মেহেড়গড় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠে ?

  1. ঝোব নদী 

  2. সিন্ধু নদী 

  3. বোলান নদী 

  4. ইরাবতী নদী

১৯. হাতির পায়ের হাড় পাওয়া গিয়েছে ?

  1. হরপ্পায় 

  2. চানহুদারোয়

  3. লোথালে

  4. কালিবঙ্গানে                     

২০. সিন্ধু সভ্যতার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল ?  

  1. গোড়া ইটের বাড়ি

  2. নগর-প্রাচীর 

  3. মন্দির নির্মাণ 

  4. শিল্প ও সাহিত্য 

২১. সিন্ধু সভ্যতার কেন্দ্র গুলির মধ্যে যেটি রাজস্থানে অবস্থিত ? 

  1. রুপার 

  2. লোথাল 

  3. কালিবঙ্গান 

  4. সুতকাজেনদোর

২২. কালিবঙ্গান প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেন ?

  1. বি কে থাপার 

  2. এস আর রাও 

  3. দায়ারাম সাহানি

  4. রাখালদাস বন্দ্যোপাধায়

২৩. হরপ্পা সভ্যতার ম্যাঞ্চেস্টার নামে পরিচিত ?

  1. রুপার 

  2. কালিবঙ্গান 

  3. ধোলাভিরা 

  4. লোথাল

২৪. চানহুদারো প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক হলেন - 

  1. বি কে থাপার 

  2. অতুল সুর 

  3. ননীগোপাল মজুমদার 

  4. রাখালদাস বন্দ্যোপাধ্যায় 

২৫. নীচের কোন নিদর্শন টি সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি ? 

  1. স্নানাগার 

  2. শস্যাগার

  3. নগর প্রাচীন 

  4. মন্দির 

২৬. হরপ্পা সভ্যতার প্রবেশদ্বার নামে পরিচিত ? 

  1. হরপ্পা 

  2. লোথাল 

  3. কালিবঙ্গান 

  4. রুপার

২৭. সিন্ধু সভ্যতার আধিবাসীরা কোনটির ব্যাবহার জানত না ? 

  1. ঘোড়া

  2. লোহা 

  3. তরবারি

  4. সবকটি

২৮. বর্তমানে মোহেনজোদারো কেন্দ্রটি অবস্থিত ? 

  1. পশ্চিম পাঞ্জাবের মান্টেগোমারি জেলায়

  2. সিন্ধু প্রদেশের লারকানা জেলায় 

  3. গুজরাটে

  4. রাজস্থানে

২৯.সিন্ধু সভ্যতার আবিষ্কার হলেন কে ?

  1. স্যার লিওনার্ড উলি

  2. ভি এস আগরওয়াল 

  3. রাখালদাস বন্দ্যোপাধ্যায়    

  4. এ এল বাসাম

৩০. হরপ্পা নগরের কবর স্থান অবস্থিত ? 

  1. জনবসতির চতুঃসীমা ঘিরে 

  2. বাসস্থানের কাছাকাছি 

  3. নগরের মধ্যে   

  4. দুর্গ অঞ্চলে

৩১. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্কযুক্ত ?

  1. কালিবঙ্গান

  2. লোথাল  

  3. কোটদিজি

  4. রোপার

৩২. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ? 

  1. আলেকজান্ডার ক্যানিংহাম 

  2. মার্টিমার হুইলার 

  3. গর্ডন চাইল্ড 

  4. জন মার্শাল

৩৩. সিন্ধিতে মোহেনজোদারো শব্দের অর্থ কী ?

  1. শয়তানের আত্মা 

  2. পশুপতির খাদ্য

  3. শিবের ভূমি

  4. মৃতের স্তুপ 

৩৪. হরপ্পার নৃত্যরত নারীমূর্তি কীসের তৈরি ছিল ?

  1. টেরাকোটা

  2. স্টিয়াটাইট

  3. ব্রোঞ্জ 

  4. লাল চুনাপাথর 

৩৫. হরপ্পা নগরের পোতাশ্রয় হল- 

  1. আলিনগরপুর 

  2. লোথাল

  3. হরপ্পা 

  4. মহেঞ্জোদারো 





Answer Key : 1-a,2-b,3-c,4-c,5-b,6-b,7-c,8-a,9-b,10-a,11-d,12-a,13-b,14-c,15-a,16-d,17-b,18-c,19-d,20-a,21-c,22-a,23-d,24-c,25-d,26-a,27-d,28-b,29-c,30-a,31-b,32-a,33-d,34-c,35-b



3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 



আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন