1500+ Science Gk in Bengali Set 1

১. বিগ-ব্যাং তত্ত্বের প্রবক্তা কে ?

    1. এডউইন হারল 

    2. জউড ফুকস 

২. কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায় ?

  1. নিউটনের প্রথম গতিসূত্র 

  2. নিউটনের দ্বিতীয় গতিসূত্র 

  3. নিউটনের তৃতীয় গতিসূত্র 

  4. ভরবেগের সংরক্ষণ সূত্র                

৩. ভারতীয় পরিসংখ্যান বিজ্ঞানের জনক কে ?

  1. আচার্য জগদীশচন্দ্র বসু

  2. সত্যেন্দ্রনাথ বসু

  3. আচার্য প্রফুল্লচন্দ্র রায়

  4. আচার্য প্রশান্তচন্দ্র মহলানবীশ 

৪. বয়েলের সূত্রে কোনটি ধ্রুবক থাকে ?

  1. উষ্ণতা  

  2. গ্যাসের আয়তন       

  3. গ্যাসের চাপ        

  4. সবকটি 

৫. si পদ্ধতিতে তড়িদাধানের একক কি ?

  1. অ্যাম্পিয়ার 

  2. ভোল্ট                                   

  3. কুলম্ব              

  4. জুল                   

৬. চাপ সঞ্চালনের নীতি কী নামে পরিচিত ?

  1. হেনরীর সূত্র  

  2. নিউটনের সূত্র  

  3. পাস্কালের সূত্র  

  4. চার্লের সূত্র  

৭. 4°C উষ্ণতায় জলের আয়তন- 

  1. সর্বোচ্চ  

  2. সর্বনিম্ন           

  3. মধ্যম মানের

  4. কোনটিয় নয়   

৮. W.h কিসের একক ?

  1. তাপমাত্রা 

  2. তড়িৎপ্রবাহ

  3. তড়িৎশক্তি

  4. জলসম             

৯. কোন উষ্ণতাকে পরম শূণ্য উষ্ণতা বলে ?

  1. 0°C 

  2. 0°K

  3. -273°C 

  4. -273°K  

১০.  পারদের হিমাঙ্ক কত ?

  1. -50°C 

  2. -20°C 

  3. -49°C

  4. -39°C

১১. কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব তার বাষ্পঘনত্বের কতগুণ ?

  1. দুইগুণ  

  2. তিনগুণ 

  3. চারগুণ

  4. পাঁচগুণ

১২. জলসমের CGS পদ্ধতিতে একক কি ?

  1. গ্রাম 

  2. ক্যালরি

  3. কেজি                                                     

  4. জুল                                                          

১৩. R সার্বজনীন ধ্রুবক। SI পদ্ধতিতে R এর মান কত ?

  1. 8.9 J/mol/K

  2. 7 J/mol/K

  3. 7.31 J/mol/K

  4. 8.31 J/mol/K 

১৪. পৃথিবীর চারধারে বায়ুমন্ডল না থাকলে আকাশের রং কী হত ?

  1. কালো 

  2. লাল 

  3. সবুজ

  4. আকাশী 

১৫. ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তর কত ?

  1. ১০০               

  2. ৩২  

  3. ২১২          

  4. ১৮০ 

১৬. নীচের কোনটি মৌলিক বর্ণ নয় ?

  1. লাল

  2. হলুদ 

  3. সবুজ

  4. নীল                   

১৭. জলের তুলনায় বায়ুতে শব্দের বেগ__?

  1. কম 

  2. বেশি

  3. সমান   

  4. মাঝারি                    

১৮. বড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তারের মধ্যে লাইভ তার কোন প্লাস্টিকে মোড়া থাকে ?

  1. নীল

  2. সবুজ

  3. লাল

  4. হলুদ

১৯. কোনো ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে কোন কণা নির্গত হয় ?

  1. প্রোটন  

  2. ইলেকট্রন

  3. নিউট্রন 

  4. সবগুলিয়                       

২০. ফোটন হল এক ধরণের-   

  1. যোগিক কণা 

  2. আয়ন

  3. ভরহীন কণা 

  4. ভরযুক্ত কণা 

২১. গাড়ির পিছনের দিকের দৃশ্য দেখার জন্য কীরকম দর্পণ ব্যাবহার করা হয় ? 

  1. উত্তল 

  2. অবতল 

  3. সমতল 

  4. অসমতল 

২২. কার্য হল- 

  1. একটি ভেক্টর রাশির গুণফল 

  2. দুটি ভেক্টর রাশির গুণফল 

  3. দুটি স্কেলার রাশির গুণফল 

  4. একটি স্কেলার রাশির গুণফল  

২৩. বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে বলে- 

  1. পারমাণবিক তাপ 

  2. আপেক্ষিক তাপ  

  3. তাপপ্রাহিতা 

  4. লীন তাপ  

২৪. একটি উত্তল আয়না গড়িতে ব্যাবহৃত হয় কারণ- 

  1. উহা ছোটো আকারে প্রতিবিম্ব তৈরি করে না 

  2. এর কোনো ফোকাস বিন্দু নেই 

  3. এটি পর্দায় প্রতিবিম্ব তৈরি করতে পারে

  4. এটি সমশীর্ষ, ছোটো প্রতিবিম্ব তৈরি করে 

২৫. ব্যারোমিটারে পারদের উত্থান নির্দেশ করে- 

  1. ভালো আবহাওয়া  

  2. ঝড় 

  3. বৃষ্টি

  4. কেনটিয় নয়  

২৬. একটি নিউক্লিয়াসের একই সংখ্যাক নিউট্রন কিন্তু ভিন্ন সংখ্যাক প্রোটন হলে তাকে কী বলে ? 

  1. আইসোবার  

  2. আইসোটোন 

  3. আইসোটোপ 

  4. কোনটিয় নয়  

২৭. মরীচিকার সৃষ্টি হয় আলোর___ফলে।

  1. প্রতিফলন 

  2. প্রতিসরণ  

  3. বিচ্ছুরণ 

  4. অভ্যন্তরীন পূর্ণ প্রতিফলন 

২৮. নীচের কোনটির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি ? 

  1. তেল

  2. জল

  3. অ্যালকোহল

  4. গ্লিসারিন  

২৯.পুকুরের জল প্রবল গ্রীষ্মেও ঠান্ডা থাকার কারণ- 

  1. জলের বাষ্পীভবন

  2. জলের তাপের প্রবাহ

  3. বায়ুমন্ডলের তাপশোষণ

  4. কোনটিয় নয় 

৩০. বায়ুমন্ডলের কোন স্তরে বাধা পেয়ে বেতার তরঙ্গ ফিরে আসে ? 

  1. ট্রোপোস্ফিয়ার

  2. আয়নোস্ফিয়ার

  3. ওজনোস্ফিয়ার

  4. স্ট্র্যাটোস্ফিয়ার

৩১. কোন নীতি অনুসরণ করে মহাকাশে রকেট চলে ?

  1. নিউটনের প্রথম গতিসূত্র 

  2. নিউটনের দ্বিতীয় গতিসূত্র   

  3. গতিশক্তির সংরক্ষণ সূত্র 

  4. নিউটনের তৃতীয় গতিসূত্র ও ভরবেগের সংরক্ষণ সূত্র 

৩১. কোন বস্তুর বেগ দ্বিগুণ হলে- 

  1. তার ভরবেগ দ্বিগুণ হবে

  2. তার ত্বরণ দ্বিগুণ হবে

  3. তার ভর দ্বিগুণ হবে

  4. কোনটিয় নয় 

৩৩. হীরকের বিশুদ্ধতা কোন রশ্মি দ্বারা নির্ণয় করা হয় ?

  1. আলফা রশ্মি 

  2. বিটা রশ্মি 

  3. গামা রশ্মি 

  4. এক্স রশ্মি 

৩৪. বর্ষা কালের চেয়ে শীত কালে কাপড় তাড়াতাড়ি শুকায় কেন ?

  1. উষ্ণতা বেশি থাকে

  2. আদ্রতা বেশী থাকে

  3. আর্দ্রতা কম থাকে  

  4. উষ্ণতা কম থাকে 

৩৫. হীরকের সঙ্কট কোণের মান কত - 

  1. 24.5° 

  2. 30°

  3. 34.5° 

  4. 40° 









Answer Key : ১-a,২-b,৩-d,৪-a,৫-c,৬-c,৭-b,৮-c,৯-c,১০-d,১১-a,১২-a,১৩-d,১৪-a,১৫-d,১৬-b,১৭-a,১৮-c,১৯-b,২০-c,২১-a,২২-b,২৩-c,২৪-d,২৫-a,২৬-b,২৭-d,২৮-b,২৯-a,৩০-b,৩১-d,৩২-a,৩৩-d,৩৪-c,৩৫-a 


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 



আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন