ভারতের প্রথম পুরুষ তালিকা | পশ্চিমবঙ্গে প্রথম পুরুষ | সাধারণ জ্ঞান | Static Gk| Exam WBPSC

সাধারণ জ্ঞান বা Static Gk এর একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতের প্রথম পুরুষ গণ। এখানে গুরুত্বপূর্ণ ৩০ টি প্রশ্ন নেওয়া হয়েছে যেগুলি প্রতিটি চাকরি পরীক্ষায় বার বার আসে।



১. বাংলার প্রথম গভর্নর জেনেরাল কে ছিলেন ?

উত্তরঃ ওয়ারেন হেস্টিংস 

২. ভারতের প্রথম গভর্নর জেনেরাল কে ছিলেন ?

উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিংক 

৩. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?

উত্তরঃ লর্ড ক্যানিং

৪. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনেরাল কে ছিলেন ?

উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন  

৫. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ উমেশচন্দ্র ব্যানার্জি                                 

৬. জাতীয় কংগ্রেসর প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?

উত্তরঃ বদরুদ্দীন তাইবজী

৭. জাতীয় সংগ্রহের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন ? 

উত্তরঃ জর্জ জুল 

৮. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনেরাল কে  ?

উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালচারি 

৯. ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ ড. রাজেন্দ্র প্রসাদ 

১০.  স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তরঃ জওহরলাল নেহেরু

১১. প্রথম ভারতীয় কে প্রথম নোবেল পুরষ্কার পায় ?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর 

১২. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ জাকির হোসেন

১৩. ভারতে প্রথম কে ভারতরত্ন পুরস্কার পায় ?

উত্তরঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ(১৯৫৪)

১৪ . ভারতের প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী কে ছিলেন ?

উত্তরঃ মোরারজি দেশাই

১৫. লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?

উত্তরঃ জি ভি মাভলাঙ্কার 

১৬. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?

উত্তরঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণ

১৭. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী কে ?

উত্তরঃ সর্বদা বল্লভভাই পাটেল 

১৮. ভারতের প্রথম কোন বিজ্ঞানী নোবেল পুরষ্কার পায় ?

উত্তরঃ সি ভি রমন

১৯. ভারেতর প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় ?

উত্তরঃ জি শঙ্কর কুরুপ

২০. ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?

উত্তরঃ সুকুমার সেন 

২১. ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন ? 

উত্তরঃ হরিলাল জে কানিয়া

২২. প্রথম ভারতীয় হিসাবে কে ইংলিশ চ্যানেল অতিক্রম করে ? 

উত্তরঃ মিহির সেন 

২৩. ভারতের কে প্রথম আন্তর্জাতিক আদালতের বিচারপতি হয় ?

উত্তরঃ ড. নগেন্দ্র সিং 

২৪. প্রথম বিদেশি হিসাবে কে ভারতরত্ন পুরস্কার পায় ?

উত্তরঃ খান আব্দুল গফফর খান 

২৫. অর্থনীতিতে প্রথম কে নোবেল পুরষ্কার পায় ?

উত্তরঃ অমর্ত্য সেন

২৬. কোন ভারতীয় পুরুষ প্রথম বার অলিম্পিকে সোনা পদক পায় ? 

উত্তরঃ অভিনব বিন্দ্র

২৭. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন ?

উত্তরঃ প্রফুল্ল ঘোষ

২৮. পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভার অধ্যক্ষ কে ছিলেন ? 

উত্তরঃ ঈশ্বরদাস জালান 

২৯.বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ? 

উত্তরঃ মুর্শিদকুলী খাঁ

৩০. কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ? 

উত্তরঃ ফনিভূষণ চক্রবর্তী 

  👇👇👇👇👇👇👇
Download Free PDF : Link 1
Download Free PDF : Link 3



3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 



আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন