নদী, হিমবাহ এবং বায়ুর কার্যের ফলে সৃষ্ট ভূমিরুপ PDF | geography gk

 বন্ধুরা আজ তোমাদের সঙ্গে ভূগোলের নদী, হিমবাহ ও বায়ুর কাজ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল। 


১. ভূমির প্রাথমিক ঢাল বরাবর যে নদী প্রবাহিত হয় তাকে বলে ?

 উত্তরঃ অনুগামী নদী    

২. দুই নদীর মধ্যবর্তী স্থানকে কী বলে ? 

 উত্তরঃ দোয়াব                    

৩. ইলহা-দ্যা-মারাজো নামক নদী দ্বীপ কোন নদীর গতিপথে দেখা যায় ?    

 উত্তরঃ আমাজন  

৪. ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি ? 

 উত্তরঃ কুঞ্চিকল

৫. নদীবাঁকের অবতল অংশের সঞ্চয়কে কী বলে ? 

 উত্তরঃ বিন্দুবার                 

৬. রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়ি গুলিকে কি বলে ?

 উত্তরঃ ধ্রিয়ান  

৭. শিলাময় মরুভূমিকে কী বলা হয় ?

 উত্তরঃ হামাদা     

৮. মরু অঞ্চলে বায়ুর অপসারণ সৃষ্ট অবনমিত গহবরকে কী বলে ?

 উত্তরঃ ধান্দ    

৯. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন মহাদেশ অবস্থিত ?     

 উত্তরঃ দক্ষিণ আমেরিকা  

১০.  প্রবাহমান বায়ুর পতিপথের সমান্তরালে গড়ে ওঠা বালিয়াড়িকে বলে- 

 উত্তরঃ অনুদৈর্ঘ বালিয়াড়ি   

১১. নীচের কোনটি বালুকাময় মরুভূমি ?

 উত্তরঃ আর্গ     

১২. বায়ুর সঞ্চয়ে সৃষ্ট সমভূমিকে কী বলে ? 

 উত্তরঃ লোয়েস সমভূমি                                     

১৩. গৌর ভূমিরুপটি গঠিত হয়- 

 উত্তরঃ বায়ুর ক্ষয়কার্যের ফলে    

১৪ . পেডিমেন্ট সৃষ্টি হয় বায়ু ও ক্ষণস্থায়ী নদীর মিলিত ____ ফলে। 

 উত্তরঃ ক্ষয়কার্য

১৫. আন্দোলিত জলপ্রবাহের ক্ষেত্রে কোন ক্ষয় অধিক দেখা যায়  ?

 উত্তরঃ বুদবুদ ক্ষয়    

১৬. একাধিক সমান্তরাল ধাপযুক্ত, চ্যুতি সমন্বিত অঞ্চলে যে জলপ্রপাত দেখা যায়, তাকে বলে-   

 উত্তরঃ কাসকেড   

১৭. অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়- 

 উত্তরঃ নদীর মধ্য ও নিম্নগতিতে                        

১৮. একাধিক বার্খান পরস্পর যুক্ত হয়ে যে বালিয়াড়ির সৃষ্টি হয় তাকে কী বলে ?

 উত্তরঃ সিফ

১৯. নীচের কোন প্রক্রীয়াটি বায়ুর ক্ষয়কাজের  সঙ্গে সম্পর্কিত ?

 উত্তরঃ অবঘর্ষ ,  ঘর্ষণ এবং  অবনমন               

২০. তির্যক বালিয়াড়ির অপর নাম কি ?

 উত্তরঃ বার্খান বালিয়াড়ি  

২১. দুটি সিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশ কী নামে পরিচিত ?

 উত্তরঃ করিডোর  

২২. মরু অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে কী বলে ?    

 উত্তরঃ ওয়াদি  

২৩. গোবি মরুভূমি কোথায় অবস্থিত ?

 উত্তরঃ মঙ্গোলিয়া       

২৪. কোনটি জলধারা ও বায়ুর মিলিত কার্যের ফলে সৃষ্ট ?

উত্তরঃ পেডিমেন্ট, বাজাদা এবং ইনসেলবার্জ   

২৫. সুতীক্ষ্ণ সূচের আগার মতো পর্বতশিখরকে কী বলে ? 

 উত্তরঃ এইগুইল   

২৬. হিমবাহের বৈষম্যমূলক প্রবাহে সৃষ্ট ফাটলকে কী বলে ? 

 উত্তরঃ ক্রেভাস 

২৭. পার্বত্য হিমবাহের মধ্যস্থিত খাদকে কী বলে ?   

 উত্তরঃ সিরাক  

২৮. পর্বতগাত্র হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায় তাকে কী বলে ? 

 উত্তরঃ বার্গস্রুন্ড 

২৯. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ কোনটি ?    

 উত্তরঃ ল্যাম্বার্ট 

৩০.  ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি ? 

 উত্তরঃ সিয়াচেন  

৩১. সমুদ্রজলে ভাসমান বিশালায়তন বরফের চাঁইকে কী বলে ? 

 উত্তরঃ হিমশৈল  

৩২. কোন ভূমিরুপটি ক্ষয়জাত আবার একইসাথে সঞ্চয়জাত ? 

 উত্তরঃ প্লাবনভূমি

৩৩. নদীখাতের গভীরতম অংশকে বলে-  

 উত্তরঃ থলোয়েড 

৩৪. মরু অঞ্চলে পেডিমেন্টের ঠিক পরবর্তী অংশে নুড়ি, বালি সঞ্চিত ভূমিরুপটি কী নামে পরিচিত ?

 উত্তরঃ বাজাদা 

৩৫. গ্রাবরেখা একে অপরের ওপর সঞ্চিত হলে তাকে কী বলে ?

 উত্তরঃ রোজেন গ্রাবরেখা 

৩৬. হিমবাহ সৃষ্টি উপত্যকা কী নামে পরিচিত ?  

 উত্তরঃ ফিয়োর্ড 

৩৭. বিপুল হিমরাশি পর্বতের উচ্চ অংশ থেকে হঠাৎ নীচে আছড়ে পড়লে তাকে কী বলে ? 

 উত্তরঃ হিমানী সম্প্রপাত   

৩৮. পৃথিবীর সর্বাধিক ধীর হিমবাহের নাম কী ? 

 উত্তরঃ মেসার্ভ  

৩৯. হিম উপত্যকাকে কী বলে ? 

 উত্তরঃ হিমশ্রেণি 

৪০. নীচের কোন নদীর বদ্বীপ দেখতে অনেকটা লোবেট বা ফ্যানের মতো ?

 উত্তরঃ নীল বদ্বীপ 

৪১. জলপ্রপাতের নীচের সৃষ্ট গর্তকে কী বলে ? 

 উত্তরঃ প্রপাতকূপ 

৪২. সমুদ্রের ভাসমান বরফের স্তুপকে কী বলে ? 

 উত্তরঃ হিমশৈল 

৪৩. হিমবাহের U-আকৃতির উপত্যকা কী নামে পরিচিত  ? 

 উত্তরঃ হিমদ্রোণী 

৪৪. তিমির পিঠের ন্যায় সদৃশ হিমবাহ কে কি বলে ? 

 উত্তরঃ কুঁজ 

৪৫. মালাবার উপকূলের বালিয়াড়ি গুলিকে স্থানীয় ভাষায় কি বলে ? 

 উত্তরঃ টেরিস 

৪৬. ব্যাঙ্গের ছাতার মতো ভূমিরূপ কে কী বলে ? 

 উত্তরঃ গৌর   

৪৭. অনুচ্চ টিলা সদৃশ ভূমিরুপকে কি বলে ? 

 উত্তরঃ ইমসেলবার্জ 

৪৮. অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি কে কি বলে ? 

 উত্তরঃ বার্খান  

 ৪৯. টেবিলের মতো ভূমিরুপকে কী বলা হয় ? 

 উত্তরঃ মেসা  

৫০. পিরামিড বালিয়াড়ি কি নামে পরিচিত ? 

 উত্তরঃ রোড়স 

👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3 


আরও পড়ুনঃ গৌতম বুদ্ধ সম্পর্কিত ৫০ টি প্রশ্ন ও উত্তর 




3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post