পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও রাজ্য সর্ম্পকিত প্রশ্ন ও উত্তর PDF

বন্ধুরা আজ তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ও পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম, যেগুলি থেকে চাকরি পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। 


১. পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাষ্ট্রের জনঘনত্ব সর্বাধিক ?

উত্তরঃ বাংলাদেশ                         

২. পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যে জনঘনত্ব সর্বাধিক ? 

 উত্তরঃ বিহার         

৩. ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্রে SAARC এর সদর দপ্তর অবস্থিত ?

 উত্তরঃ নেপাল

৪. তিনবিঘা করিডর যোগ করেছে-  

 উত্তরঃ ভারত ও বাংলাদেশ 

৫. পশ্চিমবঙ্গের কোন রাজ্যের সঙ্গে সীমানা সর্বাধিক ?

 উত্তরঃ ঝাড়খন্ড 

৬. পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা গেছে কটি রাজ্যের উপর দিয়ে ?

 উত্তরঃ ৫ টি [ নদীয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাকুড়া এবং পুরুলিয়া ] 

৭. ভারতের গ্লাসগো কাকে বলে ?

 উত্তরঃ হাওড়া                            

৮. পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কটি ? 

 উত্তরঃ ৫ টি [ সিকিম, অসম, বিহার, ঝাড়খন্ড এবং ওড়িশা ] 

৯. পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কটি ?

 উত্তরঃ ৩ টি  [ নেপাল, ভুটান এবং বাংলাদেশ ] 

১০. পশ্চিমবঙ্গে প্রতিবেশী দেশ গুলি কি কি ?

উত্তরঃ নেপাল, ভুটান এবং বাংলাদেশ

১১. পশ্চিমবঙ্গের সর্বনিম্ন সীমানা যুক্ত রাজ্য কোনটি ? 

 উত্তরঃ সিকিম

১২. পশ্চিমবঙ্গ কোন দেশের সঙ্গে সর্বাধিক সীমানা আছে ?

 উত্তরঃ বাংলাদেশ                  

১৩. পশ্চিমবঙ্গ কোন দেশের সঙ্গে সর্বনিম্ন সীমানা আছে ?

 উত্তরঃ নেপাল 

১৪. পশ্চিমবঙ্গের উত্তরে কোন দেশের সঙ্গে সীমানা আছে ? 

 উত্তরঃ ভুটান      

১৫. পশ্চিমবঙ্গের উত্তরে কোন রাজ্য অবস্থিত ?

 উত্তরঃ সিকিম             

১৬. পশ্চিমবঙ্গের নিকট দ্বিতীয় বৃহত্তম প্রতিবেশী দেশ কেনটি ?

 উত্তরঃ নেপাল

১৭. মহানদী পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান নদী ?

 উত্তরঃ ওড়িশা 

১৮. পরেশনাথ পাহাড় কোন প্রতিবেশী রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ?    

 উত্তরঃ ঝাড়খন্ড   

১৯. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কোন প্রতিবেশী দেশ স্বাধীন হয় ? 

 উত্তরঃ বাংলাদেশ 

২০. নীচের কোন রাজ্যের প্রধান নদী ব্রহ্মপুত্র  ?

উত্তরঃ আসম 

২১. কোন প্রতিবেশী রাষ্ট্রকে বলা হয় Land of thunder dragon ?

 উত্তরঃ ভুটান 

২২. ভুটানের প্রধান নদীর নাম কী ?

 উত্তরঃ মানস 

২৩. কোন প্রতিবেশী রাষ্ট্রে এখনও রাজতন্ত্র আছে ?

 উত্তরঃ ভুটান 

২৪. ঝিংটুবুম কোন রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ ?

 উত্তরঃ অসম           

২৫. পশ্চিমবঙ্গের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ?

উত্তরঃ নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চম
 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া 

👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : link 1 

Download Full PDF : Link 2 

Download Full PDF : Link 3 

আরও পড়ুনঃ নদী ও বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরুপ তালিকা PDF 







3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন