বন্ধুরা সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হল। যেগুলি চাকরি পরীক্ষায় বারবার আসে
১. কোন ব্যাক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করে ?
উত্তরঃ মহাকাশযানে আর্বতন কালে
২. বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে,এটি নিউটনের কোন সূত্র মেনে চলে ?
উত্তরঃ তৃতীয়
৩. যে যন্ত্রের সাহায্যে তরলে ভাসমান বিভিন্ন ঘনত্বের বস্তুকণাকে আলাদা করা যায় সেটি হল-
উত্তরঃ সেন্ট্রিফিউজ
৪. কোন পদ্ধতি কে দশমিক পদ্ধতি বলা হয় ?
উত্তরঃ S.I
৫. S.I পদ্ধতিতে ওজনের অভিকর্ষীয় একক কি ?
উত্তরঃ কিলোগ্রাম-ভার
৬. কোনটি বিক্ষিপ্ত প্রতিফলনের নিয়ম মেনে চলে ?
উত্তরঃ গোধূলী
৭. ক্যামেরায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কোন প্রকারের ?
উত্তরঃ সদবিম্ব
৮. ফোটন হল -
উত্তরঃ আলোক কণিকা
৯. বিটা কণা হল-
উত্তরঃ ঋণাত্মক
১০. আলফা কণা হল-
উত্তরঃ ধণাত্মক
১১. গামা রশ্মি হল-
উত্তরঃ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
১২. বায়ু কী ?
উত্তরঃ মিশ্রণ
১৩. আর্গ কিসের একক ?
উত্তরঃ কার্য এবং শক্তির
১৪. সৌর কোশ কী দিয়ে তৈরি হয় ?
উত্তরঃ সিলিকন ও জার্মেনিয়াম
১৫. ম্যাগনিফাইং গ্লাস কী ধরনের লেন্স ?
উত্তরঃ উত্তল
১৬. পেসার কুকারে জল সাধারণত কত ডিগ্রী উষ্ণতায় ফোটে ?
উত্তরঃ 120°C
১৭. Diode ভালব কী করে ?
উত্তরঃ AC কে DC করে
১৮. বিপদ সঙ্কেত রূপে লাল আলো ব্যাবহার করা হয় কেন ?
উত্তরঃ তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি
১৯. প্রিজমে মোট কটি তল থাকে ?
উত্তরঃ পাঁচটি
২০. শীতের দেশে মোটর গাড়ির রেডিয়েটারের জলের সাথে কি মেশানো হয় ?
উত্তরঃ গ্রিসারল
২১. প্রথম শ্রেণির লিভারের উদাহরণ ?
উত্তরঃ ঢেঁকি,কোদাল, তুলাদন্ড, ইত্যাদি
২২. বর্ণালীর মাঝের বর্ণ কোনটি ?
উত্তরঃ সবুজ
২৩. কোন বস্তু লেন্স থেকে অসীম দূরত্বে থাকলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয় ?
উত্তরঃ f দূরত্ব
২৪. নিস্কিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয় ?
উত্তরঃ রেডন
২৫. নিস্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম ?
উত্তরঃ হিলিয়াম
২৬. ডাক্তারা থার্মোমিটারের সাহায্যে সর্বনিম্ন কত উষ্ণতা মাপা যায় ?
উত্তরঃ 95°F
২৭. একটি বলকে উপরে ছুঁড়ে দিলে কোনটি ধ্রুবক থাকে ?
উত্তরঃ ত্বরণ
২৮. কোন প্রতিবিম্ব পর্দায় ধরা যায় না ?
উত্তরঃ অসদবিম্ব
২৯. কম্বলে লাঠি দিয়ে আঘাত করে ধুলো ঝাড়া হয়। ইহা কেন ঘটে ?
উত্তরঃ স্থিতি জাড্যের জন্য
৩০. কুয়াশা থাকাকালীন দেখতে অসুবিধা হয় কেন ?
উত্তরঃ আলোর বিচ্ছুরণ
৩১. সূর্যের আলো যখন বৃষ্টিফোঁটার উপর পড়ে তখন বেনিয়াসহকলা সৃষ্টি হয়,এর কারণ-
উত্তরঃ প্রতিসরণ এবং আভ্যন্তরীন প্রতিফলনের জন্য
32. কুয়োর নীচে নামতে গেলে ওজনের কী পরিবর্তন ঘটে ?
উত্তরঃ ওজন সামান্য হ্রাস পায়
৩৩. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের তলদেশের গভীরতা মাপা হয় ?
উত্তরঃ ফ্যাগোমিটার
৩৪. পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে ?
উত্তরঃ অ্যাস্ট্রোনমিক্যাল এককে
৩৫. স্ক্রু গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয় ?
উত্তরঃ সরু তারের ব্যাস মাপার জন্য
৩৬. চর্বির গলনাঙ্ক কত ?
উত্তরঃ নির্দিষ্ট গলনাঙ্ক নেই
৩৭. নীচের কোন পদার্থটির চাপ বাড়লে গলনাঙ্ক কমে যায় ?
উত্তরঃ পিতল
৩৮. আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেন ?
উত্তরঃ রোমার
৩৯. আইসোটোপ গুলিকে কোন পদ্ধতির দ্বারা পৃথক করা যায় ?
উত্তরঃ পাতন
৪০. ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল ?
উত্তরঃ সেন্ট্রিফিউগেশন
৪১. নীচের কোনটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় ?
উত্তরঃ গ্রাফাইট
৪২. কোন ধরনের তারে প্রবাহ মাত্রা বেশি হয় ?
উত্তরঃ সরু তারে
৪৩. চাঁদে সাধারণ উষ্ণতায় রাখা জল ভর্তি ফ্লাস্কের ছিপি খুললে জল ফুটতে থাকে কেন ?
উত্তরঃ বায়ু-চাপ শূন্য
৪৪. আনত তলের যান্ত্রিক সুবিধা কত ?
উত্তরঃ ১ এর বেশি
৪৫. সেঁক দেওয়ার জন্য জল ব্যবহার করা হয় কেন ?
উত্তরঃ জলের আপেক্ষিক তাপবেশি
৪৬. দুধকে মসৃণ করে ক্রিম বার করার সময় কোন পদ্ধতি ব্যবহৃত হয় ?
উত্তরঃ কেন্দ্রাতিক বল
👇👇👇👇👇👇👇👇
[ আরও পড়ুনঃ বৌদ্ধ ধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর ]
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।