বন্ধুরা আজ তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শেয়ার করলাম। প্রতিদিন এমন পোস্ট পেতে exam wbpsc ওয়েবসাইট ফলো করুন।
১. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি ?
উত্তরঃ কয়লা
২. পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখনি কোনটি ?
উত্তরঃ রানিগঞ্জ
৩. পশ্চিমবঙ্গের উত্তোলিত কয়লা মূলত কোন শ্রেণির ?
উত্তরঃ বিটুমিনাস
৪. পশ্চিমবঙ্গের কোন স্থান থেকে উলফ্রাম উত্তোলিত হয় ?
উত্তরঃ ঝিলিমিলি (বাঁকুড়া)
৫. পশ্চিমবঙ্গের প্রাপ্ত সর্বাধিক উন্নতমানের কয়লা হল-
উত্তরঃ বিটুমিনাস
৬. কয়লাখনিতে দুর্ঘটনার অন্যতম কারণ হল-
উত্তরঃ যথেষ্ট পরিমানে স্টোয়িং না করা
৭. ভারতের মোট খনিজের কত অংশ পশ্চিমবঙ্গে উত্তোলিত হয় ?
উত্তরঃ ৩%
৮. অ্যাপাটাইট পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে উত্তোলিত হয় ?
উত্তরঃ পুরুলিয়া
৯. পশ্চিমবঙ্গের ডলোমাইট উত্তোলক অঞ্চল কোনটি ?
উত্তরঃ জলপাইগুড়ি ও ডুয়ার্স অঞ্চল
১০. কোন জেলায় সর্বাধিক কয়লা উত্তোলিত হয় ?
উত্তরঃ পশ্চিম বর্ধমান
১১. খনিজ সম্পদ উত্তোলনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত ?
উত্তরঃ ত্রয়োদশ (তেরো)
১২. কয়লা উৎপাদনের পশ্চিমবঙ্গে স্থান কত তম ?
উত্তরঃ সপ্তম
১৩. পশ্চিমবঙ্গে মোট কটি কয়লা খনি আছে ?
উত্তরঃ ৯৯ টি
১৪. পশ্চিমবঙ্গের মোট খনিজ উত্তোলনের মধ্যে কয়লা কত শতাংশ অধিকার করে ?
উত্তরঃ ৯৯%
১৫. পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যাঙ্গানিজ উত্তোলিত হয় ?
উত্তরঃ ঝাড়গ্রাম
১৬. পশ্চিমবঙ্গের কোন জেলায় তামা উত্তোলিত হয় ?
উত্তরঃ জলপাইগুড়ি এবং দার্জিলিং
১৭. কোন জেলায় লৌহ আকরিক উত্তোলিত হয় ?
উত্তরঃ পুরুলিয়া, বীরভূম ও দার্জিলিং
১৮. চুনাপাথর উত্তেজিত হয় কোন জেলায় ?
উত্তরঃ বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম
১৯. লিগনাইট জাতীয় কয়লা উত্তোলিত হয় কোথায় ?
উত্তরঃ দার্জিলিং
২০. রানিগঞ্জ পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ পশ্চিম বর্তমান
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
[ আরও পড়ুনঃ ভারতের বিভিন্ন শিলার রুপভেদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর ]
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।