পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ সম্পর্কিত প্রশ্ন PDF | west bengal gk

বন্ধুরা আজ তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের খনিজ সম্পদ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শেয়ার করলাম। প্রতিদিন এমন পোস্ট পেতে exam wbpsc ওয়েবসাইট ফলো করুন। 


১. পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কোনটি ? 

 উত্তরঃ কয়লা 

২. পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লাখনি কোনটি ? 

 উত্তরঃ রানিগঞ্জ                    

৩. পশ্চিমবঙ্গের উত্তোলিত কয়লা মূলত কোন শ্রেণির ? 

 উত্তরঃ বিটুমিনাস  

৪. পশ্চিমবঙ্গের কোন স্থান থেকে উলফ্রাম উত্তোলিত হয় ?

 উত্তরঃ ঝিলিমিলি  (বাঁকুড়া)

৫. পশ্চিমবঙ্গের প্রাপ্ত সর্বাধিক উন্নতমানের কয়লা হল-   

 উত্তরঃ বিটুমিনাস          

৬. কয়লাখনিতে দুর্ঘটনার অন্যতম কারণ হল-

 উত্তরঃ যথেষ্ট পরিমানে স্টোয়িং না করা 

৭. ভারতের মোট খনিজের কত অংশ পশ্চিমবঙ্গে উত্তোলিত হয় ?

 উত্তরঃ ৩% 

৮. অ্যাপাটাইট পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে উত্তোলিত হয় ?

 উত্তরঃ পুরুলিয়া            

৯. পশ্চিমবঙ্গের ডলোমাইট উত্তোলক অঞ্চল কোনটি ?

 উত্তরঃ জলপাইগুড়ি ও ডুয়ার্স অঞ্চল 

১০. কোন জেলায় সর্বাধিক কয়লা উত্তোলিত হয় ?    

 উত্তরঃ পশ্চিম বর্ধমান   

১১. খনিজ সম্পদ উত্তোলনে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত ?

 উত্তরঃ ত্রয়োদশ (তেরো)                                

১২. কয়লা উৎপাদনের পশ্চিমবঙ্গে স্থান কত তম ?     

 উত্তরঃ সপ্তম                       

১৩. পশ্চিমবঙ্গে মোট কটি কয়লা খনি আছে ?

 উত্তরঃ ৯৯ টি

১৪. পশ্চিমবঙ্গের মোট খনিজ উত্তোলনের মধ্যে কয়লা কত শতাংশ অধিকার করে ?  

 উত্তরঃ ৯৯%    

১৫. পশ্চিমবঙ্গের কোন জেলায় ম্যাঙ্গানিজ উত্তোলিত হয় ?                

 উত্তরঃ ঝাড়গ্রাম      

১৬. পশ্চিমবঙ্গের কোন জেলায় তামা উত্তোলিত হয় ?

 উত্তরঃ জলপাইগুড়ি এবং দার্জিলিং   

১৭. কোন জেলায় লৌহ আকরিক উত্তোলিত হয়  ?

 উত্তরঃ পুরুলিয়া, বীরভূম ও দার্জিলিং  

১৮. চুনাপাথর উত্তেজিত হয় কোন জেলায় ?

 উত্তরঃ বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম  

১৯. লিগনাইট জাতীয় কয়লা উত্তোলিত হয় কোথায় ? 

 উত্তরঃ দার্জিলিং 

২০. রানিগঞ্জ পশ্চিমবঙ্গে কোন জেলায় অবস্থিত ?   

 উত্তরঃ পশ্চিম বর্তমান        


👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3


আরও পড়ুনঃ ভারতের বিভিন্ন শিলার রুপভেদ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর  ]



3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন