Vitamin gk in bengali | ভিটামিন সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | general science question | comprative exam gk





1. কোন বিজ্ঞানি ভিটামিন এর আবিস্কার করেন ? 



উত্তর - Casimir Funk




2. ভিটামিন শব্দটি কোন ভাষার শব্দ ? 



উত্তর - ল্যাটিন ভাষার




৩. ভিটামিন কয় প্রকারের হয়ে থাকে ? 



উত্তর - ২ [ প্রকার ] 




৪. জলে দ্রবির্ভুত ভিটামিন কেন গুলি ? 



উত্তর - ভিটামিন B & C




5. ফ্যাটে দ্রবিভুর্ত ভিটামিনের নাম কি ? 



উত্তর - ভিটামিন A,D,E & K




6. Night Blindness রোগ কোন ভিটামিন এর অভাবে হয় ? 



উত্তর - ভিটামিন A




7. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - Retinol 



8. কোন ভিটামিন কে রোগ প্রতিরোধক ভিটামিন বলে ? 



উত্তর - ভিটামিন A



9. ভিটামিন A কোন কোন খাদ্যে পাওয়া যায় ? 



উত্তর - দুধ, ডিম, পানি, গাজর ইত্যাদি




10. Beri Beri রোগ কোন ভিটামিন এর অভাবে হয় ? 



উত্তর - ভিটামিন B1




11. ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - Thaimine 




12. Cobalt কোন ভিটামিনে পাওয়া যায় ? 



উত্তর - ভিটামিন B12 




13. ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - কোবালামিন / সাইনো কোবালামিন 




১4. ভিটামিন B12 এর অভাবে কি রোগ হয় ? 



উত্তর - অ্যানিমিয়া 




১5. ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - Riboflavin 




16. কোন ভিটামিন এর অভাবে ঠোট ফাটে ? 



উত্তর - ভিটামিন B2




17. ভিটামিন B3 রাসায়নিক নাম কি ? 



উত্তর - নিয়াসিন 



১8. ভিটামিন B5 এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - Panthathonik Acid 




19. ভিটামিন B7 এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - বায়োটিন 




20. ভিটামিন B9 এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - Teroil Glutamic 




21. Vitamin B9 এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - Folic Acid 



22. মুত্রে কোন ভিটামিন সব থেকে বেশি থাকে ? 



উত্তর - ভিটামিন C




23. ভিটামিন C এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - Ascorbic Acid 




24. টক জাতীয় ফলে কি ভিটামিন থাকে ? 



উত্তর - ভিটামিন C



25. কোন ভিটামিনের অভাবে শিশুদের Ricket রোগ হয় ? 



উত্তর - ভিটামিন D




26. Vitamin D এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - Cholecalciferol 



27. Vitamin D সব থেকে বেশি কোথায় পাওয়া যায় ? 



উত্তর - সূর্যের আলো



২8. ভিটামিন E এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - টোকোফেরল 



২9. রক্ত তঞ্জন কোন ভিটামিন সাহায্যে করে ? 



উত্তর - ভিটামিন K



30. ভিটামিন K  এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - Phyllo quinone 




31. কোন ভিটামিনের জন্য শরীরের হাড শক্ত৷ হয় ? 



উত্তর - ভিটামিন D



৩2. কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয় ? 



উত্তর - ভিটামিন B3




33. কোন ভিটামিন এর অভাবে চুল পড়ে ? 



উত্তর - ভিটামিন B7




34. Study of Vitamin কে কি বলে ? 



উত্তর - Vitaminology 




35. কোন ভিটামিন কে Anti infection vitamin বলে ? 



উত্তর - ভিটামিন A




36. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? 



উত্তর - ভিটামিন A




37. কোন ভিটামিন কে Anti Cancer Vitamin বলে ? 



উত্তর - ভিটামিন A




38. Osteomalacia রোগ কোন ভিটামিন এর অভাবে হয় ? 



উত্তর - ভিটামিন D




39. Anaemia রোগ কোন ভিটামিন এর অভাবে হয় ? 



উত্তর - Vitamin B12 




40. মাছের লিভার / যকৃৎ কোন ভিটামিন পাওয়া যায় ? 



উত্তর - ভিটামিন A & D 




41. স্মৃতি শক্তি কমে যায় কোন ভিটামিন এর অভাবে ? 



উত্তর - ভিটামিন B3 




42. কোন ভিটামিন কে Cancer এর প্রতিশোধক হিসাবে ব্যাবহার করা হয় ? 



উত্তর - ভিটামিন B




43. মানব দেহের ভিটামিন কোথায় সঞ্চিত হয় ? 



উত্তর - যকৃৎ বা লিভার 




৪4. RBC তৈরি করতে কোন ভিটামিন সাহায্য করে ? 



উত্তর - ভিটামিন C



45. Scurvy রোগ কোন ভিটামিন এর অভাবে হয় ? 



উত্তর - ভিটামিন C




46. কোন ভিটামিন মানুষের তক্কে তৈরি হয় ? 




উত্তর - ভিটামিন D 




47. ভিটামিন B6 এর রাসায়নিক নাম কি ? 



উত্তর - Piridoxina 









একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন