মুঘল সাম্রাজ্যের ইতিহাস PDF | Mughal empire gk in bengali

বন্ধুরা আজ তোমাদের সঙ্গে মুঘল সাম্রাজ্যের ইতিহাস থেকে ৫০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম। যেগুলি চাকরি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্রতিদিন Gk আপডেট পেতে আমাদের ওয়েবসাইট exam wbpsc কে ফলো করুন 









1. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? 

উত্তর -  জাহিরউদ্দিন মুহাম্মদ বাবর 

2. বাবরের মৃত্যু পর বাংলায় কে উপবিষ্ট হন ? 

উত্তর - নাসির উদ্দীন মুহাম্মদ হুমায়ুন 

3. সম্রাট আকবর বাংলা জয় করেণ কবে ? 

উত্তর - ১৫৭৬ সালে

৪. অকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল ? 

উত্তর - ১৩ বছর 

৫. অকবরের প্রবর্তিত ধর্মের নাম কি ? 

উত্তর - দীন ই ইলাহী

৬. কোন মুঘল সম্রাট "জিজিয়া কর" রদ করেণ ? 

উত্তর - আকবর 

৭. পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয় ? 

উত্তর - ১৭৬১ সালে

৮. তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয় ? 

উত্তর - আহামেদ শাহ ও মারাঠাদের 

৯. সম্রাট আকবর এর রাজস্ব মন্ত্রী কে ছিলেন ? 

উত্তর - টোডরমল

১০. গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেণ ? 

উত্তর - শেরশাহ

১১. অমৃতসর স্বর্ণ মন্দির কোন সম্রাটের আমলে তৈরী হয় ? 

উত্তর - আকবর 

১২. কোন মুঘল সম্রাট "বুলান্দ দারওয়াজা" নির্মাণ করেণ ? 

উত্তর - আকবর 

১৩. কোন মুঘল সম্রাট " Prince of Builders" নামে পরিচিত ?

উত্তর - সম্রাট শাহজাহান 

১৪. কোন সম্রাটের মৃত্যুর পর মুর্শিদকুলী খান স্বাধীন ভাবে বাংলাদেশ শাসন করেন ? 

উত্তর - আওরঙ্গজেব 

১৫. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ? 

উত্তর - মুর্শিদ কুলী খান 

১৬. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ? 

উত্তর - সিরাজুদ্দৌলা

১৭. আগ্রার জামে মসজিদ কে নির্মাণ করেণ ? 

উত্তর - শাহজাহান 

১৮. দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেণ ? 

উত্তর - শাহজাহান 

১৯. ময়ূর সিংহাসন কে নির্মাণ করেণ ? 

উত্তর - শাহজাহান 

২০. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে হয় ? 

উত্তর - ১৫৫৬

২১. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয় ? 

উত্তর - বৈরাম খান ও হিমু / আকবর ও হিমু 

২২. পানিপথের প্রথম যুদ্ধ কবে হয় ? 

উত্তর - ১৫২৬

২৩. পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয় ? 

উত্তর - বারব ও ইব্রাহিম লোদি

২৪. পানিপথের প্রথম যুদ্ধে কে পরাজিত হয় ? 

উত্তর - ইব্রাহিম লোদি 

২৫. বাবর নামা কে লেখেন ? 

উত্তর - বাবর

২৬. আকবর নামা কে লেখেন  ? 

উত্তর - আবুল ফজল 

২৭. হুমায়ুন নামা কে লেখেন ? 

উত্তর - গুলবারোন বেগম 

২৮. তুলসীদাস কার সভাকবি ছিলেন ? 

উত্তর - আকবর

২৯. কোন মুঘল সম্রাট তাী রাজধানী আগ্রা থেকে দিল্লি স্থানান্তরিত করেছিলেন ? 

উত্তর - শাহজাহান 

৩০. কোন মুঘল সম্রাট "জিন্দাপীর" নামে পরিচিত ? 

উত্তর - আওরঙ্গজেব 

৩১. বাংলার আকবর বলে কাকে অভিহিত করা হয় ? 

উত্তর, - আলাউদ্দিন হোসেন শাহ

৩২. আদিনা মসজিদ কে নির্মাণ করেণ ? 

উত্তর - সিকান্দার শাহ

৩৩. আইন-ই-আকবরী কে রচনা করেন ? 

উত্তর - আবুল ফজল

৩৪. খানুয়ার যুদ্ধ কোন বছর হয়েছিল  ? 

উত্তর - ১৫২৭

৩৫. চৌসার যুদ্ধ কবে হয় ? 

উত্তর - ১৫৩৯

৩৬. চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয় ? 

উত্তর - শেরশাহ ও হুমায়ুন 

৩৭. শেরশাহ এর আসল নাম কি ? 

উত্তর - ফরিদ খাঁ

৩৮. শেরশাহ এর সমাধি কোথায় অবস্থিত ? 

উত্তর - বিহারের সাসারাম 

৩৯. সর্ব প্রথম ঘোড়ার পিঠে ডাক ব্যাবস্থা কে চালু করেণ ? 

উত্তর - শেরশাহ

৪০. ফতেপুর সিক্রি শহর কে গঠন করে ?

উত্তর - আকবর 

৪১. ময়ুর সিংহাসন লুন্ঠন কে করেন ? 

উত্তর - নাদির শাহ

৪২. তুজক ই বাবর বইটি কে লেখেন ? 

উত্তর - বাবর 

৪৩. আকবরের ভূমি রাজস্ব ব্যাবস্থা এর নাম কি ? 

উত্তর - জাবতি প্রথা 

৪৪. ইবাদৎ খানা কার দ্বারা নির্মাত হয় ? 

উত্তর - আকবর 

৪৫. তারিখ ই শেরশাহ কে রচনা করেন ? 

উত্তর - আব্বাস খান 

৪৬. মানসবদারী প্রথা কে প্রচলন করেন ? 

উত্তর - আকবর 

৪৭. জাবতি প্রথা কে প্রচলন করেন ? 

উত্তর - আকবর 

৪৮. টোডরমল কার অর্থ মন্ত্রী ছিলেন ? 

উত্তর - আকবর 

৪৯. বীরবলের আসল নাম কি ছিল ?

উত্তর - মহেশ দাস 

৫০. মুঘল সাম্রাজ্যের শেষ রাজা কে ছিলেন  ? 

উত্তর - দ্বিতীয় বাহাদুর শাহ 








একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন