ভারতীয় জাতীয় কংগ্রেস | indian national congress mcq in bengali | wbpsc exam


বন্ধুরা, 
জাতীয় কংগ্রেস অধিবেশন গুলি থেকে গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্ন ও উত্তর দেওয়া হল। 



1. ভারতের প্রাচীন রাজনৈতিক দল কোনটি ? 

উত্তর - জাতীয় কংগ্রেস 

২. পৃথিবীর প্রাচীন বৃহত্তম রাজনৈতিক দলের নাম কি ? 

উত্তর - জাতীয় কংগ্রেস 

৩. ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ? 

উত্তর - ১৮৮৫ সালে ২৮ ডিসেম্বর 

৪. ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কে ? 

উত্তর - A.O হিউম

৫. ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম অধিবেশন কোথায় হয় ? 

উত্তর - বোম্বাই [ গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ]

৬. কোন ভাইসরয় এর সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয় ? 

উত্তর - লর্ড ডাফরিন

৭. ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম সভাপতি কে ছিলেন ? 

উত্তর - উমেশচন্দ্র ব্যানার্জী

৮. ১৮৮৬ সালে কলকাতায় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি কে ছিলেন ? 

উত্তর - দাদা ভাই নৌরজী

৯. ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ? 

উত্তর - অ্যানি বেসান্ত [ ১৯১৭ কলকাতা ]

১০. জাতীয় কংগ্রেস এর প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন ? 

উত্তর - সরোজিনী নাইডু [ ১৯২৫ কানপুর ]

১১. জাতীয় কংগ্রেস এর সর্ব কনিষ্ঠ সভাপতি কে ছিলেন  ? 

উত্তর - মৌলানা আজাদ [১৯২৩] 

১২. ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ? 

উত্তর - বদরুদ্দীন তৈয়াবজি 

১৩. ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম ইউরোপিয়ান সভাপতি কে ছিলেন ? 

উত্তর - জর্জ ইউল 

১৪. ভারতীয় জাতীয় কংগ্রেস কে তিন দিনের তামাশা কে বলেন ? 

উত্তর - অশ্বিনীকুমার দত্ত

১৫. জাতীয় কংগ্রেস এর কেন অধিবেশনে "বন্দেমাতারম" কে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহন করা হয় ?  

উত্তর - কলকাতা ১৮৯৬

১৬. কোন অধিবেশনে "জন গন মন" প্রথম গাওয়া হয় ? 

উত্তর - কলকাতা ১৯১১

১৭. জাতীয় কংগ্রেস সর্ব প্রথম বিভক্ত হয় কবে ?  

উত্তর - ১৯০৭ [ সুরাট অধিবেশনে ] 

১৮. ১৯০৫ সালে বঙ্গ ভঙ্গের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?  

উত্তর - G.K গোখলে

১৯. ১৯০৬ সালে মুসলিম লীগ গঠনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - দাদা ভাই নৌরজী

২০. ১৯০৯ সালে মর্লে-মিন্টো সংস্কারের / indian council Act এর সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - মদন মোহান মালব্য

২১. ১৯১৪ সালে প্রথম বিশ্ব যুদ্ধে সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - ভূপেন্দ্রনাথ বোস 

২২. ১৯১৯ সালে জালিওয়ানা বাগের হত্যাকান্ড / প্রথম বিশ্ব যুদ্ধে সমাপ্তি / রওলাত আইন / ভারত শাসন আইন / মন্টেও চেমসর্ফোড সংস্কারের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - মতিলাল নেহরু

২৩. গান্ধীজী সর্ব প্রথম ও শেষ কত সালে কংগ্রেস সভাপতি হয়ে ছিলেন ? 

উত্তর - ১৯২৪ [ বেলগাম ] 

২৪. ১৯২৭ সালে সাইমন কমিশন ভারতে আসার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - মুক্তার অহমেদ আনসারি

২৫. জাতীয় কংগ্রেস এর কোন অধিবেশনে পূর্ন স্বরাজের প্রস্তাব গৃহীত হয় ? 

উত্তর - ১৯২৯ [ লাহোর ]

২৬. ১৯২৯ সালের লাহোর অধিবেশনে সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - J.L নেহরু

২৭. J.L নেহরু সর্ব প্রথম কবে কংগ্রেস সভাপতি হয় ?  

উত্তর - ১৯২৯

২৮. জাতীয় কংগ্রেস কবে সর্ব প্রথম স্বাধীনতা দিবস পালন করে ? 

উত্তর - ১৯৩০ সালের ২৬ জানুয়ারি [ লাহোর ]

২৯. কোন বছর সর্ব প্রথম জাতীয় কংগ্রেস অধিবেশন হয়নি ? 

উত্তর - ১৯৩০

৩০. ১৯৩০ সালের অইন অমান্য আন্দোলন / প্রথম গোলটেবিল বৈঠক এর সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - J.L নেহরু

৩১. ১৯৩১ সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?  

উত্তর - বল্লবভাই প্যাটেল

৩২. ১৯৩৫ সালে ভারত শাসন আইনের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - রাজেন্দ্র প্রসাদ 

৩৩. ১৯৩৬ সালে কংগ্রেস ফৈজপুর অধিবেশনে সভাপতি কে ছিলেন ? 

উত্তর - J.L নেহরু

৩৪. সুভাসচন্দ্র বোস কত সালে প্রথম কংগ্রেস সভাপতি হয়  ?  

উত্তর - ১৯৩৮ [ হরিপুর ]


৩৫. সুভাসচন্দ্র বোস কত সালে দ্বিতীয় বার কংগ্রেস সভাপতি হয়  ? 

উত্তর - ১৯৩৯ [ ত্রিপুরা ]

৩৬. ১৯৩৯ সালে ত্রিপুরা অধিবেশনে কাকে পরাজিত করে সুভাসচন্দ্র বোস সভাপতি হয় ? 

উত্তর - পট্রভি সীতারামাইয়া 

৩৭. ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্ব যুদ্ধে সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - সুভাষচন্দ্র বোস 

৩৮. ১৯৪২ সালে ক্রিপস মিশন ভারতে আসার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?  

উত্তর - A.K আজাদ 

৩৯. জাতীয় কংগ্রেস কবে "ভারত ছাড়ো" প্রস্তাব গ্রহন করে ? 

উত্তর - ১৯৪২ সালের ৮ ই আগস্ট [ বোম্বাই ]

৪০. ভারতীয় জাতীয় কংগ্রেসে কে সব থেকে বেশি বার কংগ্রেস সভাপতি হন ? 

উত্তর - J.L নেহরু [ ৬ বার ] 

৪১. কোন শহরে সবচেয়ে বেশি বার কংগ্রেস অধিবেশন হয় ? 

উত্তর - কলকাতা [ ১৬ বার ]

৪২. ১৯৪০-৪৬ সাল পর্যন্ত কংগ্রেস সভাপতি কে ছিলেন ?

উত্তর - A.K আজাদ 

৪৩. কোন বছর গুলিতে কংগ্রেস অধিবেশন হয় নি 

উত্তর - ১৯৪১-৪৫

৪৪. ১৯৪৬ সালে নৌ বিদ্রোহ/ ক্যাবিনেট মিশন ভারতে আসা সময় / গন পরিষদ গঠন সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - J.B কৃপালনি

৪৫. ১৯৪৭ সালে ৪-ই জুলাই ভারতের স্বাধীনতা আইন পাসের / স্বাধীনতা লাভের সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - J.B কৃপালনি 

৪৬. ১৯৫০ সালে ভারতের সংবিধান গ্রহণ / কার্যকর হবার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ? 

উত্তর - পুরিষোত্তম দাস ট্যান্ডান 

৪৭. চরমপন্থী ও নরম পন্থী এবং কংগ্রেস ও মুসলিম লীগ মিলিত হয় ? 

উত্তর - ১৯১৬ [ লাখনৌ] 

৪৮. জাতীয় কংগ্রেসে স্বরাজ শব্দটি প্রথম কে ব্যাবহার করেন ? 

উত্তর - দাদা ভাই নৌরজী [ ১৯০৬ কলকাতা ]

৪৯. লাখনৌ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ? 

উত্তর - ১৯১৬

৫০. স্বরাজ দলের গঠন কবে হয় ? 

উত্তর - ১৯২৩ 

৫১. স্বরাজ দলের সভাপতি কে ছিলেন ? 

উত্তর - চিত্তরঞ্জন দাশ 

৫২. জাতীয় কংগ্রেস এর প্রথম গ্রাম্য অধিবেশন কবে হয় ?  

উত্তর - ১৯৩৭ [ ফৈজপুর ]



YouTube Channel - WBPSC Exam 




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন