ভারতের ইতিহাস 50 টি প্রশ্ন bengali gk question history gk mcq | comprative exam gk

 



ভারতের জাতীয় কংগ্রেস Gk PDF 


Download PDF - Click Here 

Download PDF - Click Here 

Download PDF - Click Here 


[ আরও পডুন ৩০ টি পশ্চিমবঙ্গে ভূগোলের প্রশ্ন ও উত্তর ] 


1. অনুশীলন সমিতি কবে স্থাপিত হয় ? 



উত্তর - ১৯০২




২. অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠান করেন ? 



উত্তর - সতীশচন্দ্র বসু



৩. অনুশীলন সমিতির সভাপতি কে ছিলেন ? 




উত্তর - সতীশচন্দ্র বসু 





৪. অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন ? 




উত্তর - গণেশ সাভারকর ও বিনায়ক সাভারকর 




৫. অ্যাকাডেমিক অ্যাসোসিয়ন কে প্রতিষ্ঠা করেন ? 




উত্তর - হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও 




৬. অ্যান্টি সাকুলার সোসাইটি কে স্থাপন করেন? 



উত্তর - শচীন্দ্র প্রসাদ বসু




৭. অর্ধনগ্ন ফকির নামে কে পরিচিত ? 



উত্তর - মহাত্মা গান্ধী 




৮. সন্ধা পত্রিকার সম্পাদক কে ছিলেন ?  




উত্তর - উপেন্দ্রনাথ ব্রাহ্মচারি





৯. সুপ্রিম কোর্টের বিচার পতি কে নিযুক্ত করেন ? 



উত্তর - রাষ্ট্রপতি





১০. স্বদেশী ভান্ডার কে গঠন করে ? 



উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর 




[ আরো পড়ুন জাতীয় কংগ্রেস 50 টি প্রশ্ন ও উত্তর  চাকরি পরীক্ষায় আসবেই  ] 



১১. স্বরাজ আমার জন্মগত অধিকার - উক্তি টি কার ? 



উত্তর - বাল গঙ্গাধর তিলক 




১২. স্বরাজ পার্টি কে গঠন করে ?  



উত্তর - চিত্তরঞ্জন দাশ




১৩. স্বরাজ পার্টি কবে গঠিত হয় ? 



উত্তর - ১৯২৩ 





১৪. স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন ? 



উত্তর - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ 




১৫. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি ? 




উত্তর - ড. সর্বপল্লি রাধাকৃস্নান 




16. স্বাধীন ভারতের প্রথম কখন সাধারণ নির্বাচন হয় ? 




উত্তর - ১৯৫১-৫২





১৭. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনেরাল কে ছিলেন ? 




উত্তর - মাউন্ট ব্যাটেন




১৮. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নাম কি ? 




উত্তর - জহরলাল নেহেরু





১৯. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনেরাল কে ? 




উত্তর - চক্রবর্তী রাজা গোপাল চারি 




২০. স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ? 




উত্তর - ড. রাজেন্দ্র প্রসাদ





২১. বাংলার প্রথম বিপ্লবী শহীদের নাম কি ? 




উত্তর - ক্ষুদিরাম বসু




২২. বাংলার প্রথম বিপ্লবী সমিতি নাম কি ? 




উত্তর - অনুশীলন সমিতি 





২৩. বাংলার মুকুট হীন রাজা নামে পরিচিত ? 




উত্তর - সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়




২৪. কত খ্রিস্টাব্দে কলকাতা মিডিকেল কলেজ স্থাপিত হয় ?  




উত্তর - ১৮৩৫






২৫. কে গান্ধী বুড়ি নামে পরিচিত ? 




উত্তর - মাতঙ্গিনী হাজরা 





২৬. গান্ধীজীকে কে মহাত্মা নাম অভিহিত করেন ? 




উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর 





২৭. হিন্দু মহাসভা কবে প্রতিষ্ঠিত হয় ? 




উত্তর - ১৯১৫





২৮. হিন্দু পেত্রিয়ট পত্রিকার সম্পাদক কে ? 




উত্তর - হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 





২৯. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ? 




উত্তর - ১৮১৭





৩০. হিন্দ স্বরাজ গ্রন্থের লেখক কে ?  




উত্তর - মহাত্মা গান্ধী 




৩১. কলকাতা এশিয়াটিক সোসাইটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ? 




উত্তর - ১৭৮৪





৩২. কলকাতা কর্পোরেশন প্রথম মেয়র কে ছিলেন




উত্তর - চিত্তরঞ্জন দাশ 




৩৩. কলকাতা বিশ্ব বিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?  




উত্তর - ১৮৫৭




৩৪. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করে ? 




উত্তর - রবীন্দ্রনাথ ঠাকুর 




৩৫. ভারতের জাতীয় প্রতিক কি ? 




উত্তর - অশোক চক্র 




৩৬. ভারতের প্রথম প্রজাতন্ত্র দিবস কবে অনুষ্ঠিত হয় ? 




উত্তর - ২৬ জনুয়রি ১৯৫০




৩৭. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি নাম কি ? 



উত্তর - সর্দার বল্লাভভাই প্যাটেল




৩৮. ভারতের প্রথম নিবাচন কমিশনার কে ছিলেন ? 




উত্তর - সুকুমার সেন 




৩৯. ভারতের প্রথম ভাইসরয় কে ? 



উত্তর - লর্ড ক্যানিং




৪০. কাকে ভারতীয় সংবিধানে জনক বলা হয় ? 




উত্তর - বি. আর. আম্বেদকর 




৪১. কাকে ভারতের জাতির জনক বলা হয় ? 




উত্তর - মহাত্মা গান্ধী 




৪২. কাকে ভারতের বিসমার্ক বলা হয় ? 




উত্তর - সার্দার বল্লভভাই প্যাটেল




৪৩. কাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয় ? 



উত্তর - দাদা ভাই নৌরজী 




৪৪. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? 



উত্তর - স্বামী দয়া নন্দ সরস্বতী 




৪৫. জাতীয় কংগ্রেসের প্রতিস্থাতা কে ছিলেন ? 




উত্তর - এ.ও হিউম




৪৬. কলকাতা এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠিত করে ? 




উত্তর - উইলিয়াম জোন্স 




৪৭. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?  



উত্তর - মুম্বাই 




৪৮. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে  হয় ?  




উত্তর - ১৮৮৫




৪৯. জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ? 




উত্তর - উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় 




৫০. সতীদাহ প্রথা রহিত করেন কে ? 




উত্তর - রাজা রামমোহন রায় 



[ আরও পডুন ৩০ টি পশ্চিমবঙ্গে ভূগোলের প্রশ্ন ও উত্তর ] 



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন