Geography question in bengali | bengali gk question | চাকরি পরীক্ষার ভূগোল

ভূগোল থেকে এই প্রশ্নগুলি বিভিন্ন চাকর পরীক্ষায় বারবার আসে। এখানে ভারতের ভূগোল এর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ভূগোলের ও গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া আছে। 



১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?  
উত্তর - সান্দাকাফু
২. ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ? 
উত্তর - গডউইন অস্টিন বা K2
3. ভারতের বৃহত্তম বদ্বীপ এর নাম কি ?
উত্তর - সুন্দরবন 
৪. ভারতের দীর্ঘত্তম বাধের নাম কি ? 
উত্তর - হিরা কুঁদ 
৫. ভারতের প্রাচীন তম পর্বতের নাম কী ? 
উত্তর - আরাবল্লী 


৬. দুটি মুখ্য জেয়ারের মধ্যে পার্থক্য কত ঘন্টা কত মিনিট
উত্তর - ২৪ ঘন্টা ৫২ মিনিট 
৭. ভারতের কোন রাজ্যের জন সংখ্যা সব থেকে বেশি ? 
উত্তর - উত্তরপ্রদেশ 
৮. ভারতের কোন রাজ্যের জন ঘনত্ব সব থেকে বেশি ? 
উত্তর - বিহার 
৯. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই ? 
উত্তর - বুধ ও শুক্র 
১০. চন্দ্র, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় আবস্থান কে কি বলে ? 
উত্তর - সিজিগি 

১১. বায়ুমন্ডলের সর্ব নিন্ম স্তর টির নাম কি ? 
উত্তর - ট্রাপোস্ফিয়ার
১২. সবুজ গ্রহ কাকে বলা হয় ? 
উত্তর - ইউরেনাস 
১৩. সূযের নিকটতম নক্ষত্র নাম কী ? 
উত্তর - প্রক্সিমা সেন্টারাই
১৪. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সব চেয়ে বেশি ?
উত্তর - বৃহস্পতি
১৫. বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম কী ? 
উত্তর - রেনগেজ
১৬. CFC পুরো নাম কী ?
উত্তর - ক্লোরোফ্লুরোকার্বণ 
১৭. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপমাপা হয় ? 
উত্তর - ব্যারোমিটার 
১৮. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণত মাপা হয়
উত্তর - থার্মোমিটার 
১৯. বিমানের বায়ুচাপ মাপা যন্ত্রের নাম কী ? 
উত্তর - অল্টিমিটার
২০. বায়ুতে নাইট্রোজেন এর পরিমান কত শতাংশ ? 
উত্তর - ৭৮.০৮% 
২১. গ্রিন হাউস গ্যাস হল ? 
উত্তর - কার্বন ডাই অক্সাইড 
২২. ক্ষুদ্ধ মন্ডল কোন স্থর কে বলে ? 
উত্তর - ট্রাপোস্ফিয়ার
২৩. শান্ত মন্ডল কোন স্থর কে বলে ? 
উত্তর - স্ট্র্যাটোস্ফিয়ার 
২৪. সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি কে শোষণ করে ? 
উত্তর - ওজোনস্তর 
২৫. বায়ুমন্ডলে ওজোন গ্যাস কোন স্থরে থাকে ?  
উত্তর - স্ট্র্যাটোফিয়ার 
২৬. বায়ুমন্ডলে অক্সিজেন এর পরিমান কত ? 
উত্তর - ২০.৯৪%
২৭. আকাশ নীল রঙের হয় কোন ? 
উত্তর - ধূলিকণা থাকার কারণে 
২৮. বায়ুমন্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কী ? 
উত্তর - নাইট্রোজেন 
২৯. কোন নদিকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় ?  
উত্তর - দামোদর 
৩০. পশ্চিমবঙ্গ আয়তনে দিক দিয়ে কোন দেশের সমান ?  
উত্তর - হাঙ্গেরি 







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন