ভারতের সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত প্রশ্ন | Citizenship Gk

WBCS Exam Polity Gk Question | WBCS Exam Gk Question | Gk Mock Test | Citizenship Gk Question 


১. ভারতীয় নাগরিকত্ব আইনটি পাস হয় ?


 উত্তরঃ ১৯৫৫ 


২. ভারতের নাগরিকত্বের প্রকৃতি কেমন ?


 উত্তরঃ একক নাগরিকত্ব 


৩. ভারতের সংবিধানের কত নম্বর পার্টে নাগরিকত্ব সম্পর্কে আছে ?          


উত্তরঃ  দ্বিতীয়        


৪. নাগরিকত্বের কথা কত নম্বর ধারায় বলা আছে ?


 উত্তরঃ ৫ থেকে ১১ 


৫. ভারতীয় সংবিধান নাগরিকত্ব আইনটি প্রথমবার সংশোধন হয় ?


 উত্তরঃ ১৯৮৬ সালে


৬. একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?


 উত্তরঃ গ্রেট ব্রিটেন 


৭. ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে নূন্যতম বয়সসীমা হল- 


 উত্তরঃ ১৮ বছর  


৮. ভারতীয় নাগরিকত্ব অবসানের যে-কটি কারণ উল্লিখিত আছে- 


 উত্তরঃ তিনটি                           


৯. ভারতীয় নাগরিকত্ব লাভের ক্ষেত্রে নিম্নের কোন বিষয়টি প্রযোজ্য নয় ?


 উত্তরঃ সম্পত্তি ক্রয়            


১০.  রেজিস্ট্রিকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য কমপক্ষে কত দিন ভারতবর্ষে বসবাস করতে হয় ?


 উত্তরঃ ৭ বছর  


১১. ১৯৫৫ সালের নাগরিকতা আইন নাগরিকতা অর্জনের ক-টি পদ্ধতির কথা বলা হয়েছে ?


 উত্তরঃ ৭ টি  


১২. ভারত সরকার বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত নাগরিকতা আইন কবে পাস করে ?


 উত্তরঃ ২০০৩                                                                                                                                      

১৩. ২০০৩ সালে কোন কমিটির সুপারিশ অনুযায়ী নাগরিকতা আইনটি সংশোধন করা হয় ?


 উত্তরঃ এল এম সিংভি কমিটি


১৪ . ভারতের নাগরিকত্ব গ্রহণ এবং বর্জন সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে- 


 উত্তরঃ ১৯৫৫ সালের ভারতীয় নাগরিকতা আইন 


১৫. পাকিস্থান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকত্ব প্রদান, বলা আছে ?                         


উত্তরঃ ৬ নং ধারায়  

👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2


[ আরও পড়ুনঃ সংবিধানের মৌলিক অধিকার সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post