বন্ধুরা আজ সাধারণ বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম যেগুলি রেলের চাকরি পরীক্ষায় বারবার আসে।
১. 20,000 Hz এর বেশি শব্দকে বলা হয়-
উত্তরঃ শব্দোত্তর শব্দ
২. শব্দোত্তর শব্দ ব্যবহার করে এমন একটি প্রানী ?
উত্তরঃ বাদুর
৩. প্রতিধ্বনি শোনার জন্য কমপক্ষে দূরত্ব দরকার-
উত্তরঃ ১৭ মিটার
৪. কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা কিসের সমান হয় ?
উত্তরঃ প্রোটন সংখ্যার
৫. কোন মৌলের পরমাণুতে কোনো নিউট্রন নেই ?
উত্তরঃ হাইড্রোজেন
৬. FUSE WIRE এ থাকে-
উত্তরঃ টিন ও সিসা
৭. রোধাংকের একক কি ?
উত্তরঃ ওহম × মিটার
৮. ধারকত্বের একক কি ?
উত্তরঃ ফ্যারাড
৯. পারমানবিক চুল্লিতে ক্যাডমিয়াম রড কেন ব্যবহার করা হয় ?
উত্তরঃ নিউট্রন শোষণ করার জন্য
১০. কম্পাংকের একক কি ?
উত্তরঃ হার্জ
১১. কত হার্জের মধ্যে শব্দ শোনা যায় ?
উত্তরঃ 20 - 20,000 Hz
১২. পরমাণুক নিউক্লিয়াসের নিউট্রন ও প্রোটন কণার মধ্যে কোন বল কাজ করে ?
উত্তরঃ নিউক্লিওবল
১৩. আলফা কণার ভর কত ?
উত্তরঃ ৪
১৪. কোন মৌলের ভরসংখ্যা ও পারমানবিক সংখ্যা একই হয় ?
উত্তরঃ হাইড্রোজেন
১৫. হাইড্রোজেনের ক'টি আইসোটোপ পাওয়া যায় ?
উত্তরঃ ৩ টি
১৬. যে সমস্ত মৌলের পারমানবিক গুরুত্ব এবং ভর সংখ্যা একই, তাদের কেনটি থাকে না ?
উত্তরঃ আইসোটোপ
১৭. একটি লাল বস্তু নীল কাঁচের ভিতর দিয়ে দেখাবে-
উত্তরঃ কালো
১৮. কোনো ব্যাক্তির স্বল্প দৃষ্টি( মাইওপিয়া) ত্রুটি দূর করা যায়-
উত্তরঃ অবতল লেন্স
১৯. অবতল লেন্স গঠন করে-
উত্তরঃ অসদ, সোজা এবং বস্তুর পার্শ্বে বিম্ব
২০. রেডিও-ডিটেকশন এন্ড রেনজিং(রাড়ার) এর আবিষ্কর্তা-
উত্তরঃ রবার্ট ওয়াটশন ওয়াট
২১. প্রতিসরাংকের নিখুঁত মান নির্ণয় করার যন্ত্র-
উত্তরঃ স্পেকট্রোমিটার
২২. পারমানবিক বোমা কোন নীতির উপর দাঁড়িয়ে আছে ?
উত্তরঃ নিউক্লিয় বিয়োজন
২৩. এক আলোকবর্ষ কোনটির একক-
উত্তরঃ দূরত্ব
২৪. বলপেন কোন নীতির উপর নির্ভরশীল ?
উত্তরঃ কৈশিকতা এবং পৃষ্ঠটান
২৫. টিভি ওয়েভসকে অন্য কী নামে চেনা যায় ?
উত্তরঃ মাইক্রো ওয়েভস
২৬. রকেট কোন সংরক্ষণ সূত্র অনুযায়ী গতিশীল হয় ?
উত্তরঃ কৌণিক ভরবেগ
২৭. চুম্বক দ্বারা বিকর্ষিত বস্তুকে কী বলা হয় ?
উত্তরঃ ডায়াম্যাগনেটিক
২৮. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ?
উত্তরঃ ফ্যাদোমিটার
২৯. রামধনুর বহির অংশের রঙ কী ?
উত্তরঃ লাল
৩০. সবচেয়ে কর্মক্ষম ইঞ্জিন কোনটি ?
উত্তরঃ ইলেকট্রিক ইঞ্জিন
৩১. পরম স্কেল কে প্রবর্তন করেন ?
উত্তরঃ কেলভিন
৩২. কার শব্দের তীক্ষ্ণতা সবচেয়ে বেশি ?
উত্তরঃ মশার গুঞ্জন
৩৩. প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে শব্দের বেগ কী হবে ?
উত্তরঃ ০.৬১ মি/সে বৃদ্ধি পাবে
৩৪. শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগের কী পরিবর্তন হয় ?
উত্তরঃ বৃদ্ধি পায়
৩৫. কোন বস্তুর বেগ এবং শব্দের বেগের অনুপাতকে কী বলে ?
উত্তরঃ ম্যাক সংখ্যা
👇👇👇👇👇👇👇👇
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।