WBP GK Mock Test 2 | WBP Exam Preparation/wbp exam date 2025/wbp gk class.wbp exam question,wbp last minute suggestion.wbp exam syllabus,wbp exam gk,general knowledge class.gk pdf in bengali
WBP GK MOCK TEST-1 : CLICK HERE১. আমর খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন ?
সেতার
সরোদ
তবলা
বাঁশি
২. সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় যুক্ত হয় ?
১৯৭৬ সালে
১৯৭৮ সালে
১৯৯৩ সালে
কোনটিই নয়
৩. গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
হরিয়ানা
রাজস্থান
কানপুর
গুজরাট
৪. শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ?
গুরু নানক
গুরু অঙ্গত
গুরু গোবিন্দ সিং
গুরু অর্জুন
৫. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ?
বিপিন চন্দ্র পাল
উমেশচন্দ্র ব্যানার্জী
দাদা ভাই নৌরজি
আবুল কালাম আজাদ
৬. রাজ্যসভার সদস্যের আয়ুকাল কত ?
৫ বছর
৩ বছর
৬ বছর
২ বছর
৭. এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্টা হয় ?
১৭৮৪
১৭৮৬
১৭৮২
১৭৫৬
৮. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 কি নামে পরিচিত ?
পিরপাঞ্জাল
দেবদানব
গডউইন অস্টিন
কোনটিই নয়
৯. ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?
শাহ আলোম
দ্বিতীয় আকবর
মহম্মদ শাহ বাহাদুর
দ্বিতীয় বাহাদুর শাহ
১০. ভারতের “চন্দ্রযান” এর উৎক্ষেপ স্থানটি হল-
কেরলা
কর্ণাটক
অন্ধ্রপ্রদেশ
মহারাষ্ট্র
১১. কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত কেন্দ্র অবস্থীত ?
ব্রাহ্মনী
কয়না
কাবেরী
গোদাবরী
১২. কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয় ?
আকবর
বাবর
শাহজাহান
ঔরঙ্গজেব
১৩. কোন নদী আরব সাগরে পতিত হয়নি ?
তাপ্তী
নর্মদা
মহানদী
সবরমতী
১৪. জয়দেব কার সভাকবি ছিলেন ?
রামপাল
চন্দ্রগুপ্ত
লক্ষণ সেন
বিন্দুসার
১৫. কিলোওয়াট ঘন্টা দ্বারা পরিমাপ করা হয় ?
তড়িৎ শক্তি
তডিৎ বিভব
তড়িৎ ক্ষমতা
তড়িৎ প্রবাহমাত্রা
১৬. কুচবিহার ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
বেসবল
টেনিস
ক্রিকেট
ফুটবল
১৭. দ্রোণাচার্য পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয় ?
লোকনৃত্য
রাজনৈতিক
ক্রীড়া প্রশিক্ষণ
কোনটিই নয়
১৮. সেনসাস ২০১১ অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ?
৬৭.৭৬%
৭৭.০৮%
৭৮.০৩%
৭৭.০০%
১৯. প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে প্রধানত ?
মস্তিক
স্নায়ু গ্রন্থী
সুষুম্নাকাণ্ড
নিউরোগ্লিয়া
২০. মল এক প্রকার____।
বর্জ্য পদার্থ
রেচন পদার্থ
ক্ষরণ পদার্থ
পচন পদার্থ
২১. জৈব গ্যাস হল এক প্রকার___সম্পদ।
অপুনর্ভব
ধাতব
পুনর্ভব
অধাতব
২২. ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল-
মুম্বাই
কোচি
কলকাতা
বিশাখাপত্তনাম
২৩. কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে ?
RAM
ROM
হার্ডওয়ার
সফটওয়্যার
২৪. অরণ্যের অধিকার এর রচয়িতা কে ?
আশাপুর্ণা দেবী
মহাশ্বেতা দেবী
মন্দাকান্ত সেন
সঞ্জীতা ব্যানার্জি
২৫. কে প্রস্তাবনাকে Political Horoscope বলেন ?
কে এম মুন্সী
অস্টিন
জোহরি
নেহরু
H.W- ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি হয় ?
১৯০৫ সালে
১৯১১ সালে
১৯২৩ সালে
১৯৩৫ সালে
WBP GK MOCK TEST-1 : CLICK HERE