WBCS Previous Year Question | Wbcs Expected Gk in Bengali
১. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
কালিবঙ্গান
লোথাল
কোটডিজি
রোপার
২.বুদ্ধের সমসাময়িক বিশিষ্ট চিকিৎসক কে ছিলেন ?
কৌটিল্য
নচিকেতা
চরক
জীবক
৩. কে তাঁর আদেশ শিলালিপিতে "পিয়দসি" নাম ব্যবহার করত ?
বিম্বিসার
অশোক
চন্দ্রগুপ্ত মৌর্য
বৃহদ্রথ
৪. চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে ?
সমুদ্রগুপ্ত
অশোক
হর্ষবর্ধন
কুলোতুঙ্গ
৫. কাদম্বরী কার রচনা ?
বানভট্ট
সন্ধ্যাকর
কলহন
কোনটিই নয়
৬. কে দিল্লি থেকে দৌলতাবাদে রাজধানী স্থানান্তরিত করেন ?
কুতুবউদ্দিন আইবক
মহম্মদ বিন তুঘলক
ইলতুৎমিস
জালালউদ্দিন খলজি
৭.সুল ই কুল এই মত কে প্রচার করেন ?
আকবর
ঔরঙ্গজেব
জাহান্দার শাহ
মহম্মদ শাহ
৮.সংনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল ?
আকবর
জাহাঙ্গীর
শাহজাহান
ঔরঙ্গজেব
৯. কোন মুঘল সম্রাট রামমোহন রায় কে রাজা উপাধি দেন ?
শাহজাহান
দ্বীতিয় আকবর
মহম্মদ শাহ
শাহ আলম
১০. আইন ই আকবরী এর লেখক কে ?
বদাউনী
আবুল ফজল
শেখ মুবারক
ফৈজি
১১. ঔরঙ্গজেব কোন শিখ গুরু কে মৃত্যুদন্ড দেন ?
তেগবাহাদুর
নানক
গোবিন্দ সুং
অর্জুন দেব
১২. কোন মুঘল সম্রাট তার নিজের আত্মজীবনী রচনা করেছেন ?
বাবর
আকবর
শাহজাহান
ঔরঙ্গজেব
১৩. রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল-
কাছোয়া
শিশোদিয়া
সোলাঙ্কি
পারামর
১৪ . রজমনামা যে গ্রন্থের ফারসি অনুবাদ, সেটি হল -
উপনিষদ
রামায়ণ
গীতা
মহাভারত
১৫. মুন্ডা বিদ্রোহ (উলগুলান) এর নেতৃত্ব দেন ?
সিধু
বিরসা
বাপট
কোরা
১৬. সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত ?
সাঁওতাল
চাকমা
খাসি
নীল
১৭. সতী প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল ?
১৭৯৫
১৮০০
১৮২৯
১৮৫৮
১৮.যে ভাইসরয় তিব্বতে ইয়াংহাজব্যান্ড মিশন পাঠান,তিনি হলেন ?
রিপন
লিটন
মেয়ো
কার্জন
১৯. সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন ?
উইলিয়াম বেন্টিংক
লর্ড কার্জন
লর্ড ক্যানিং
লর্ড ডালহৌসি
২০. মর্লে-মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয় ?
১৯০৭ সালে
১৯০৯ সালে
১৯১১ সালে
১৯১৯ সালে
২১. স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনেরাল ছিলেন ?
রাজাগোপালাচারী
ক্লিমেন্ট এটলি
লর্ড ওয়েভেল
লর্ড মাউন্টব্যাটেন
২২. পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন -
লর্ড মাউন্টব্যাটেন
মহম্মদ আলি জিন্না
সৈয়দ আহমেদ খান
মহম্মদ শেখ আবদুল্লা
২৩. নীল দর্পণ এর রচয়িতা হলেন -
রবীন্দ্রনাথ ঠাকুর
দীনবন্ধু মিত্র
গিরিশচন্দ্র ঘোষ
বিপিনচন্দ্র পাল
২৪. পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয় ?
১৮৭০
১৮৮৫
১৮৯০
১৯০০
২৫. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন-
বি জি তিলাক
এন এম লোখান্ডি
এম কে গান্ধি
বি আর আম্বেদকর
২৬. কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় ?
১৯০৭ সালে
১৯১১ সালে
১৯১৬ সালে
১৯১৯ সালে
২৭. ১৮৫৩ সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয়-
হাওড়া ও দিল্লির মধ্যে
বোম্বে ও থানের মধ্যে
হাওড়া ও বোম্বের মধ্যে
উপরের কোনটিই নয়
২৮. প্রথম কংগ্রেস অধিবেশন ১৮৮৫ কোথায় হয় ?
কলকাতা
বোম্বাই
মাদ্রাজ
এলাহাবাদ
২৯. কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ?
১৮৮৫-১৮৯৫
১৮৮৫-১৯০০
১৮৮৫-১৯০৫
১৮৯৫-১৯২৫
৩০. লাহোর কংগ্রেস অধিবেশন (১৯২৯) এর উদ্দেশ্য ছিল -
স্বাশাসন
পূর্ণ স্বাধীনতা
যুক্তরাষ্ট্রীয় শাসন
স্নায়ত্তশাসন
৩১. জালিয়ানওলাবাগ হত্যাকান্ড কবে কোথায় হয় ?
১৯১৯ কলকাতা
১৯১৯ লাহোর
১৯১৯ করাচি
১৯১৯ অমৃতসর
৩২. ক্রিপস মিশন কে Post dated cheque বলেছেন -
আবুল কালাম আজাদ
সর্বদা বল্লভভাই পাটেল
বি আর আম্বেদকর
মহাত্মা গান্ধি
৩৩. ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল ?
জুলাই ১৯৪৭
জুন ১৯৪৬
আগস্ট ১৯৪৭
আগস্ট ১৯৪৬
৩৪. কোন সালে কার নেতৃত্ব চট্টগ্রাম অস্ত্রগার লুন্ঠন হয় ?
১৯৩০ সূর্য সেন
১৯২৯ বটুকেশ্বর দত্ত
১৯২৯ শচীন্দ্রনাথ
১৯৩০ রামপ্রসাদ
৩৫. ১৯৪৬ সালে ভারতে আসেন -
ক্রিপস মিশন
ক্যাবিনেট মিশন
সাইমন কমিশন
হান্টার কমিশন
৩৬. কোন ঘটনার পর গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে ?
চৌরিচৌরার ঘটনা
বাওলাট আইন
জালিয়ানওয়ালাবাগ
ডান্ডি অভিযান
৩৭. কোন আন্দোলনের গান্ধিজি "কারেঙ্গে ইয়া মারেঙ্গে" ডাক দেয় ?
নৌ বিদ্রোহ
খিলাফৎ আন্দোলন
ভারত ছাড়ো আন্দোলন
দলিত হরিজন আন্দোলন
৩৮. ১৯০৬ সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?
ভারত সভা
মুসলীম লীগ
বেঙ্গল জমিদার লীগ
ভারতীয় কমিউনিস্ট পার্টি
৩৯. আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল-
দেওবন্দ স্কুল
খিলাফত কমিটি
পীর ফকির মজলিস
অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ
৪০. কোন সালে কোথায় মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহন করে ?
১৯২৯ লাহোর
১৯৩০ এলাহাবাদ
১৯৪০ লাহোর
১৯৪০ ঢাকা
৪১. ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতা ছিলেন-
সুভাষচন্দ্র বসু
রাসবিহারী বসু
চিত্তরঞ্জন দাশ
রাজাগোপালচারি
৪২.আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা করেন-
সুভাষচন্দ্র বসু
রাসবিহারী বোস
মোহন সিং
কোনটিয় নয়
৪৩. নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি ?
অমরাবতী
সেকেন্দ্রাবাদ
হায়দ্রাবাদ
বিশাখাপত্তনাম
৪৪. পোলাভারম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হল-
কাবেরী
পেন্নার
কৃষ্ণা
গোদাবরী
৪৫. ভারতে খনিজ তেল আবিষ্কৃত হয়-
সুর্মা ভ্যালী
ডিগবয়
রুদ্রসাগর
নাহারকাটিয়া
৪৬. ছত্তিসগড় রাজ্যের ভিলাই যে শিল্পকারখানার জন্য বিখ্যাত সেটি হল-
কার্পাস বস্ত্রাবয়ন
সার
লৌহ ইস্পাত
অ্যলুমিমিয়াম
৪৭. ভারতের বেশীরভাগ অঞ্চলে কোন মৃত্তিকা দেখা যায় ?
ল্যাটেরাইট মাটি
লোহিত মাটি
কৃষ্ণ মৃত্তিকা
পলি মৃত্তিকা
48. সেনসাস ২০১১ অনুযায়ী ভারতে ৩৫ বছরের কম বয়সি জনসংখ্যার ভাগ হলঃ
৫০ শতাংশ
৫৫ শতাংশ
৬০ শতাংশ
৬৫ শতাংশ
৪৯. কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় ?
জলপাইগুড়ি
মালদা
কোলকাতা
বর্ধমান
৫০. পশ্চিমবঙ্গে "রাঢ়" ভূপ্রকৃতিক অঞ্চল দেখা যায় ?
কোচবিহার
নদীয়া
পশ্চিম মেদিনীপুর
দক্ষিণ ২৪ পরগণা
৫১. ব্যকটিরিওফাজ কী ?
একটি ভাইরাস
রোগসৃষ্টিকারী ছত্রাক
প্রোটোজোয়া
কোনটিয় নয়
৫২. বংশগতি পার্টিকুলেট থিয়োরি প্রবর্তন করেন ?
ডারইউন
মেন্ডেল
হারমান
মরগ্যান
৫৩. সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায় ?
শৈবাল
ছত্রাক
লাইকেন
গুপ্তবীজী
৫৪. পারমণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে কোন পদার্থ ব্যবহার করা হয় ?
তামা
প্ল্যাটিনাম
লোহা
সিসা
৫৫. রাজ্যসভার চেয়ারম্যান হলেন ?
রাষ্ট্রপতি
উপরাষ্ট্রপতি
স্পিকার
সংসদ
৫৬. প্রজাতান্তীক ভারতবর্ষে প্রথম নাগরিক কে ?
প্রধান বিচারপতি
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
স্পিকার
৫৭. আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত?
যৌথ তালিকা
রাজ্য তালিকা
কেন্দ্র তালিকা
কোনটিয় নয়
৫৮. ভারতীয় পঞ্চায়েতী রাজ ব্যবস্থাঃ
এক স্তরীয়
দুই স্তরীয়
তিন স্তরীয়
চার স্তরীয়
👇👇👇👇👇👇
Answer Key :
1-a,2-d,3-b,4-c,5-a,6-b,7-a,8-d,9-b,10-b,11-a,12-a,13-b,14-d,15-b,16-a,17-c,18-d,19-c,20-b,21-d,22-b,23-b,24-a,25-c,26-c,27-b,28-b,29-c,30-b,31-d,32-d,33-a,34-a,35-b,36-a,37-c,38-b,39-d,40-c,41-a,42-b,43-a,44-d,45-b,46-c,47-d,48-d,49-c,50-c,51-a,52-b,53-b,54-d,55-b,56-c,57-b, 58-c
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।