WBCS Previous Year Question Set 17

WBCS Previous Year Question | WBCS GK Question 2022 | WBCS Gk in Bengali | WBCS Expected Gk 


১. রাজতরঙ্গিনী র রচয়িতা কে ?

  1. মেগাস্থিনিস          

  2. কলহন        

  3. অলবিরুনি       

  4. হেরোডোটাস                     

২.কোন সালে তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় ?

  1. ১১৭৫ খ্রিস্টাব্দে    

  2. ১১৯১ খ্রিস্টাব্দে   

  3. ১১৯২ খ্রিস্টাব্দে           

  4. ১২০৬ খ্রিস্টাব্দে                                           

৩. নীচের কে আলাই দরওয়াজা নির্মান করেন ?

  1. আলাউদ্দিন খলজি           

  2. আকবর      

  3. মহম্মদ বিন তুঘলক     

  4. জাহাঙ্গীর                   

৪. আলাউদ্দিন খিলজি র দক্ষিণাত্য অভিযানে তাঁর সেনাধ্যক্ষ ছিলেন- 

  1. আইনুল মুলক

  2. নুসরাত খান               

  3. মালিক কাফুর         

  4. উলুঘ খান         

৫. আকবর ইবাদত খানা নির্মাণ করেন কোন সালে ?

  1. ১৫৭৫ খ্রিস্টাব্দে        

  2. ১৫৬৮ খ্রিস্টাব্দে

  3. ১৫৭১ খ্রিস্টাব্দে    

  4. ১৫৬২ খ্রিস্টাব্দে                                     

৬. ভূমিস্বত্ব প্রতিষ্ঠায় কুবলিয়ত ও পাট্টা র প্রচলন করেন-

  1. শেরশাহ          

  2. বাহলুল খান           

  3. হুমায়ুন           

  4. আকবর 

৭.শ্রীরঙ্গপত্তমে"স্বাধীনতার বৃক্ষ"স্থাপন করেছিলেন-

  1. হায়দার আলি       

  2. টিপু সুলতান                           

  3. কিলিচ খান   

  4. মুর্শিদকুলি খান          

৮.বিরজীস কাদের কে ছিলেন ?

  1. হায়দ্রাবাদের নিজাম 

  2. অযোধ্যার নবাব           

  3. মুঘল সম্রাট          

  4. বাংলার নবাব                                       

৯. জামিয় মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

  1. জাকির হুসেন 

  2. মহম্মদ আলি     

  3. সৌকত আলি 

  4. আগা খাঁ         

১০.  কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

  1. মেকলে মিনিট

  2. হান্টার কমিশন 

  3. চার্টার অ্যাক্ট     

  4. উডস ডেসপ্যাচ     

১১. কে অ্যাংলো-ভেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ?

  1. দায়ানন্দ সরস্বতী     

  2. লালা হংসরাজ  

  3. আত্মারাম পান্ডুরঙ 

  4. গোবিন্দ রানাড

১২. কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?

  1. ১৮০০ খ্রিস্টাব্দে

  2. ১৮১৭ খ্রিস্টাব্দে      

  3. ১৮৫৫ খ্রিস্টাব্দে                                                                                

  4. ১৮৫৭ খ্রিস্টাব্দে                                                                                         

১৩. খেরওয়ারী হুল বলতে কী বোঝাতো ?

  1. চুয়াড় বিদ্রোহ 

  2. পাইক বিদ্রোহ                      

  3. সাঁওতাল বিদ্রোহ  

  4. নীল বিদ্রোহ    

১৪ . AITUC স্থাপিত হয়ছিল- 

  1. ১৯১৫                       

  2. ১৯২০ 

  3. ১৯২৫ 

  4. ১৯৩০      

১৫. বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র কোনটি ?

  1. সংবাদ কৌমুদি                                        

  2. সংবাদ প্রভাকর  

  3. সমাচার দর্পণ        

  4. তত্ত্ববোধিনী  

১৬. ভারতবর্ষে প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কী ?

  1. বম্বে হেরাল্ড 

  2. মাদ্রাজ ক্যুরিয়র         

  3. দি ক্যলকাটা টাইমস

  4. দি বেঙ্গল গেজেট                                               

১৭. সতীদাহ প্রথা নিষিদ্ধ করেণের সময় গভর্নর ছিলেন ?

  1. লর্ড বেন্টিংক 

  2. লর্ড হেস্টিংস 

  3. লর্ড ডালহৌসি 

  4. লর্ড ক্যানিং                                                

১৮.আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন ?

  1. রামমোহন রায় 

  2. শিবনাথ শাস্ত্রী 

  3. দেবেন্দ্রনাথ ঠাকুর  

  4. কেশবচন্দ্র সেন          

১৯. মহারানীর ঘোষনাপত্রের তারিখ কী ছিল ?

  1. ১০ মে ১৮৫৭

  2. ২৯ মার্চ ১৮৫৭      

  3. ১১ নভেম্বর ১৮৫৮             

  4. ১ নভেম্বর ১৯৫৮                                              

২০. গদর শব্দের অর্থ কি ?

  1. বিপ্লব 

  2. স্বাধীনতা  

  3. স্বরাজ 

  4. মুক্তি

২১. কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয় ?

  1. ১ জানুয়ারি ১৯৩০

  2. ২৬ জানুয়ারি ১৯৩০  

  3. ১৫ আগস্ট ১৯৩০ 

  4. ১৫ আগস্ট ১৯৪৭  

২২. ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে ?

  1. ১৯৪৬        

  2. ১৯৪৫

  3. ১৯৪২

  4. ১৯৪০

২৩. বরদৌলি আন্দোলনের নেতা কে ছিলেন ?

  1. বল্লভভাই পাটেল  

  2. মহাত্মা গান্ধী 

  3. চমনলাল          

  4. রাজাগোপালচারি 

২৪. কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন-

  1. বঙ্গবুভাজনের বিরুদ্ধে 

  2. আসহযোগ আন্দোলন বিরুদ্ধে 

  3. আলিপুর ষড়যন্ত্র মামালার প্রতিবাদে 

  4. জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের জন্য

২৫. খোদা ই খিদমৎগার দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

  1. আব্বাস তায়েবজী  

  2. আব্দুল গফফর খান 

  3. মৌলানা আজাদ 

  4. আনসারি  

২৬. লবণ সত্যাগ্রহ কোন সালে হয় ?

  1. ১৯২৯ 

  2. ১৯৩০

  3. ১৯৩১ 

  4. ১৯৩২               

২৭. চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে ?

  1. সিকিম-ভূটান

  2. নেপাল-সিকিম     

  3. বিহার-নেপাল

  4. আসাম-বাংলাদেশ  

২৮. পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত ?

  1. ছোটো আন্দামান 

  2. বৃহৎ নিকেবার 

  3. দক্ষিণ আন্দামান 

  4. উত্তর আন্দামান      

২৯. বিকানের খাল কেন নদী থেকে শুরু হয়েছে ?

  1. বনস 

  2. চম্বল              

  3. শতদ্রু

  4. যমুণা       

৩০. সোমাসিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

  1. মধ্যপ্রদেশ  

  2. কর্ণাটক  

  3. অন্ধ্রপ্রদেশ 

  4. মহারাষ্ট্র 

৩১. কোন শহরটি মুলা-মুথা নদীর তীরে অবস্থিত ? 

  1. নাগপুর

  2. পুনে 

  3. দেরাদুন  

  4. ব্যাঙ্গালুরু 

৩২. কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?

  1. তেলেঙ্গানা   

  2. কেরলা 

  3. জম্মু কাশ্মির   

  4. অন্ধ্রপ্রদেশ            

৩৩. তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত তা হল-

  1. দামোদর  

  2. কংসাবতী 

  3. শিলাবতী  

  4. ময়ূরাক্ষী       

৩৪. গোদাবরী ও কৃষ্ণার ব-দ্বীপের মধ্যে অবস্থিত তা হল- 

  1. কোল্লেরু হ্রদ       

  2. পুলিকট হ্রদ 

  3. চিলিকা হ্রদ       

  4. কোনটিয় নয় 

৩৫. কাঁকরাপাড় পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত ?

  1. কোটা 

  2. কালপক্কম 

  3. সুরাট             

  4. মুম্বাই 

৩৬. কলকাতার কাছে ঘুসুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় ?

  1. ১৮১৮        

  2. ১৮২১ 

  3. ১৮১৯ 

  4. ১৮২৩ 

৩৭. ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল- 

  1. বিহার       

  2. অন্ধ্রপ্রদেশ               

  3. উত্তরপ্রদেশ 

  4. তামিলনাড়ু                 

৩৮. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভান্ডার বলে ? 

  1. মাদ্রাজ  

  2. থাঞ্জভূর          

  3. কন্যাকুমারী      

  4. করমন্ডল 

৩৯. গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত-

  1. ওখা  

  2. আলাঙ         

  3. কান্দলা   

  4. বেড়াভাল 

৪০. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়-

  1. মেট্রিক স্কেল        

  2. কোয়াক স্কেল  

  3. রিখটার স্কেল          

  4. কোনটিয় নয়           

৪১. ভারতের প্রথম G.I Tag প্রাপ্ত পদার্থ হল- 

  1. এলাচ 

  2. দার্জিলিং চা 

  3. বাসমতি চাল 

  4. গোবিন্দভোগ চাল         

৪২.ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে ?

  1. ৪ টি

  2. ৬ টি    

  3. ৫ টি      

  4. ৩ টি 

৪৩. পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে ?

  1. পলি মাটি

  2. লবনাক্ত মাটি

  3. ল্যাটেরাইট মাটি    

  4. তরাই মাটি 

৪৪. জনসংখ্যার নিরিখে (২০১১) পশ্চিমবঙ্গের স্থান হল-

  1. দশম     

  2. চতুর্থ              

  3. দ্বিতীয়         

  4. পঞ্চম          

৪৫. কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে ?

  1. লাল রক্তকণিকা 

  2. সাদা রক্তকণিকা  

  3. ভিটামিন B

  4. ভিটামিন E  

৪৬. গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে,তা হল-

  1. বায়ুমন্ডল  

  2. ক্লোরোফিল      

  3. মাটি  

  4. আলো    

৪৭. সূর্য থেকে আলো আমাদের কাছে পৌছতে সময় লাগে- 

  1. ২ মিনিট 

  2. ৮ মিনিট 

  3. ৪ মিনিট          

  4. ১৬ মিনিট 

48. সি ভি রামান Nobel পায় বিকিরণের কোন ঘটনার জন্য ?

  1. বিক্ষেপণ 

  2. বিচ্ছুরণ   

  3. ব্যাতিচার 

  4. সমবর্তন 

৪৯. L.P.G এর সংমিশ্রণে থাকে-  

  1. মিথেন এবং বিউটেন 

  2. প্রোপেন এবং বিউটেন 

  3. ইথেন এবং প্রোপেন

  4. ইথেন এবং বিউটেন        

৫০. পানীয় জলে ফ্লুরাইডের অধিক্যের ফলে হয়- 

  1. ফুসফুসের রোগ     

  2. অন্ত্রের সংক্রমণ 

  3. ফ্লুরোসিস

  4. রিকেট 

৫১. বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে-

  1. নাইট্রোজেন 

  2. হাইড্রোজেন 

  3. কার্বন ডাই অক্সাইড 

  4. অক্সিজেন

৫২. জীবাশ্ম দাহ করলে কোন greenhouse গ্যাস নির্গত হয় ? 

  1. কার্বন ডাই অক্সাইড 

  2. মিথেন

  3. ওজোন

  4. নাইট্রাস অক্সাইড

৫৩. প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন ? 

  1. মেরী কুরি

  2. আর্নেস্ট রাদারফোর্ড 

  3. হেনরি বেকারেল

  4. এনরিকো ফার্মি

👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2


Answer Key : 

1--b,2-b,3-a,4-c,5-a,6-a,7-b,8-b,9-a,10-d,11-b,12-b,13-c,14-b,15-c,16-d,17-a,18-a,19-d,20-a,21-b,22-a,23-a,24-d,25-b,26-b,27-a,28-c,29-c,30-c,31-b,32-c,33-d,34-a,35-c,36-a,37-b,38-b,39-b,40-c,41-b,42-c,43-c,44-b,45-a,46-c,47-b,48-a,49-b,50-c,51-a,52-a,53-c

3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন