Wbcs previous year question set | wbcs gk question | wbcs expected gk in bengali
১. হরপ্পার কোন প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত নয় ?
সরকোটাডা
লোথাল
ধোলাভিরা
বানওয়ালি
২.বুদ্ধচরিতের রচয়িতা কে ?
বুদ্ধঘোষ
অশ্বষোষ
নাগার্জুন
পানিনি
৩. গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রচার করেন ?
বুদ্ধগয়া
শ্রাবন্তী
সারনাথ
বৈশালী
৪. কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে আসেন ?
ফা হিয়েন
হিউয়েন সাঙ
মেগান্থিনিস
স্ট্রাবো
৫. গ্রীক লেখকদের রচনায় কাকে "স্যান্দ্রোকোট্টাস" বলা হয়েছে ?
অশোক
বিন্দুসার
বিম্বিসার
চন্দ্রগুপ্ত মৌর্য
৬. বৃহৎসংহিতা গ্রন্থের রচয়িতা কে ?
আযভট্ট
বরাহমিহির
অমর সিং
ব্রহ্মগুপ্ত
৭.কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিরোধ করেন ?
সমুদ্রগুপ্ত
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
স্কন্দগুপ্ত
কুমারগুপ্ত
৮.কে গঙ্গোইকোন্ডচোল উপাধি ধারণ করেন ?
প্রথম রাজেন্দ্র
প্রথম রাজরাজ
প্রথম রাজাধিরাজ
প্রথম কুলোতুঙ্গ
৯. কিতাব উল হিন্দ কার রচনা ?
আল মাসুদ
আলবিরুনী
সুলেমান
ফিরদৌস
১০. কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন ?
ফিরোজ শাহ তুঘলক
মহম্মদ বিন তুঘলক
আলাউদ্দিন খলজি
সিকান্দার লোদি
১১. কে কুতুব মিনারের নির্মাণকার্য সমাপ্ত করেন ?
ইলতুৎমিস
নাসিরুদ্দিন কুবাচ্চ
কুতুবউদ্দিন আইবক
কুতুবউদ্দিন বখতিয়ার
১২. নীচের হিন্দুদের মধ্যে কে প্রথম দিন ই ইলাহি যোগ দেন ?
মান সিংহ
টোডরমল
ভগবান দাস
বীরবল
১৩. হিন্দু নারীদের সতী প্রথা কোন মুঘল সম্রাটের শাসনকালে নিষিদ্ধ হয় ?
জাহাঙ্গীর
শাহজাহান
আকবর
ঔরঙ্গজেব
১৪ . বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল ?
ফরাসি
ওলন্দাজ
পোর্তুগিজ
ইংরেজ
১৫. বক্সারের যুদ্ধের সময়(১৭৬৪) বাংলার নবাব কে ছিলেন ?
মীরকাশিম
মীরজাফর
নিজাম উদ দৌলা
সুজাউদদৌলা
১৬. কে খালসা প্রবর্তন করেন ?
গুরু তেগবাহাদুর
গুরু নানক
গুরু গোবিন্দ সিং
গুরু হরগোবিন্দ
১৭. গুলামগিরি গ্রন্থটি কে লেখেন ?
আহমেদ খান
রামমোহন রায়
জ্যোতিবা ফুলে
বি আর আম্বেদকর
১৮.বেদের যুগে ফিরে যাও এই স্লোগান কে প্রবর্তন করেন ?
লালা হংসরাজ
পন্ডিত গুরুদত্ত
লালা লাজপৎ রায়
স্বামী দয়ানন্দ সরস্বতী
১৯. কোন গভর্নর ভারতে দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন ?
লর্ড কর্নওয়ালিস
লর্ড ডালহৌসি
লর্ড হার্ডিঞ্জ
লর্ড হেস্টিংস
২০. ভারতে ক্ষমতা হস্তান্তরের জন্য ১৯৪৬ সালে Break Down Plan প্রস্তাব করেন ?
উইনস্টন চার্চিল
লর্ড মাউন্টব্যাটেন
লর্ড ওয়াভেল
ক্লিমেন্ট অ্যাটলি
২১. কোন গ্রন্থ নীল চাষীদের দুঃখ কষ্টের বিবরণ দেয় ?
দীনবন্ধু
নীলদর্পণ
নীলদর্শন
আনন্দমঠ
২২. কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
ফজলুল হক
জাফর খান
আল্লাহ বক্স
করম শাহ
২৩. কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন ?
বি আর আম্বেদকর
গোপাল হরি দেশমুখ
শ্রী নারায়ণ গুরু
জ্যোতিবা ফুলে
২৪. কে হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ?
সুরেন্দ্রনাথ ব্যানার্জী
মোতিলাল নেহেরু
শিশির কুমার ঘোষ
হরিশ্চন্দ্র মুখার্জী
২৫. হিন্দ হিন্দি হিন্দু কে প্রচার করেছিলেন ?
লালা লাজপৎ রায়
মদনমোহন মালব্য
শ্যামাপ্রসাদ মুখার্জি
বাল গঙ্গাধর তিলক
২৬. অসহযোগ আন্দোলন কালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?
মতিলাল নেহরু
চিত্তরঞ্জন দাশ
গান্ধিজি
হসরত মোহানি
২৭. মৌলিক অধিকারের প্রস্তাব কংগ্রেসের যে অধিবেশনে নেওয়া হয়েছিল ?
গৌহাটি ১৯২৬
লাহোর ১৯২৯
মাদ্রাজ ১৯২৭
করাচি ১৯৩১
২৮. গদর দলের নেতা কে ছিলেন ?
ভগৎ সিং
লালা হরদয়াল
বি জি তিলক
ভি ডি সাভারকর
২৯. ১৯১৬ সালে তিলক কোথায় হোমরুল লিগের লিগের প্রতিষ্ঠা করেন ?
সাতারা
পুনে
বেলগাঁও
বেরার
৩০. ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন ?
প্রফুল্ল চাকী
পুলিন দাস
এস এন সান্যাল
যতীন্দ্রনাথ মুখার্জি
৩১. সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল-
ইন্ডিয়ান ফ্রিডম পার্টি
আজাদ হিন্দ ফৌজ
রেভোলিউশনারি ফ্রন্ট
ফরওয়ার্ড ব্লক
৩২. ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামেও পরিচিত-
কারাকোরাম
কাশ্মীর
গডউইন অস্টিন
কেনিথ
৩৩. ভারত ও মায়ানমারের মধ্যে ____পর্বতশ্রেণী অবস্থিত।
লুসাই
খাসি
তুরা
নামচা
৩৪. আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ-
স্যাডেল শৃঙ্গ
ডায়াবোল শৃঙ্গ
কার নিকোবর
কোনটিয় নয়
৩৫. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি অবস্থিত-
আন্দামান দ্বীপ
নিকোবার দ্বীপ
ব্যারেন দ্বীপ
পাম্বান দ্বীপ
৩৬. চিলকা হ্রদ হল-
নোনা জলের হ্রদ
স্বাদু জলের হ্রদ
বর্ষাকালে স্বাদু জলের হ্রদ
গ্রীষ্মকালে নোনা জলের হ্রদ
৩৭. ডোগরা জাতির মানুষের প্রধানত এই স্থানে বসবাস করে-
পাঞ্জাব সমভূমি
পুঞ্জ
কাশ্মীর উপত্যকা
কোনটিয় নয়
৩৮. ভারতের দ্বিতীয় জনবহুল জেলা (সেনসাস ২০১১)-
হাওড়া
উত্তর ২৪ পরগণা
পাটনা
এন সি আর
৩৯. পশ্চিমবঙ্গের Dry Port এর অবস্থান হল-
কলকাতা
হলদিয়া
সুন্দরবন
ডায়মন্ড হারবার
৪০. ভিটামিন D এর অভাবে কী রোগ হয় ?
রাতকানা
রিকেট
স্কার্ভি
চুল ওঠা
৪১. নিকট দৃষ্টিসম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে-
উত্তল লেন্স দ্বারা
অবতল লেন্স দ্বারা
অভিসারী লেন্স দ্বারা
উপরের কোনটিই নয়
৪২.বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক কী হবে ?
বাড়বে
কমবে
একই থাকবে
কোনটিয় নয়
৪৩. শব্দের বেগ সবচেয়ে বেশি-
কঠিনে
তরলে
গ্যাসে
শূন্যস্থানে
৪৪. ভিনিগারের রাসায়নিক নাম কি ?
সোডিয়াম নাইট্রেট
লঘু অ্যাসিটিক অ্যাসিড
ক্লোরাইড অফ লাইম
ক্যালশিয়াম
৪৫. কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ?
গ্রাফাইট
জিপসাম
জিঙ্ক
লেড
৪৬. Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয়-
স্পাম
ফোলিস
ভাইরাস
বাগস
৪৭. কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বার্ণনা করা হয়েছে ?
ধারা ৪০
ধারা ৪১
ধারা ৪২
ধারা ৪৩
48. সংবিধানের কোন সংশোধনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে ?
৫৬ তম সংশোধন
৭৩ তম সংশোধন
৭৪ তম সংশোধন
৭৬ তম সংশোধন
৪৯. সিকিম ভারতের Full Fledged রাজ্য ঘোষিত হয় -
১৯৮৫ সালে
১৯৭৫ সালে
১৯৬৫ সালে
১৯৫৫ সালে
৫০. ভারতীয় সংবিধানে ক্ষমতা বিন্যাসে শিক্ষা অন্তর্ভুক্ত হয়-
কেন্দ্রীয় তালিকা
রাজ্য তালিকা
যৌথ তালিকা
কোনটিই নয়
Answer Key :
1-d,2-b,3-c,4-c,5-d,6-b,7-c,8-a,9-b,10-c,11-a,12-d,13-c,14-c,15-b,16-c,17-c,18-d,19-b,20-c,21-b,22-a,23-d,24-d,25-c,26-b,27-d,28-b,29-c,30-b,31-d,32-c,33-a,34-a,35-c,36-a,37-c,38-b,39-a,40-b,41-b,42-a,43-a,44-b,45-b,46-d,47-a,48-b,49-b,50-c
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।