কোলকাতা পুলিশ কনস্টেবল মক টেস্ট ২০

কোলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শেয়ার করলাম যেগুলি চাকরি পরীক্ষায় বারবার আসে। 


[ ভারতের বিভিন্ন কৃষিজ গবেষণা কেন্দ্রঃ Click Here ]

১. কোথায় হিউয়েন সাঙ তাঁর বিদ্যাচর্চা করেছিলেন ?

  1. তক্ষশিলা                        

  2. বিক্রমশিলা                    

  3. মগধ                      

  4. নালন্দা✅                 


২. নিউটনের কোন সূত্রকে জাড্যের সূত্র বলে ?

  1. প্রথম সূত্র✅  

  2. দ্বিতীয় সূত্র         

  3. তৃতীয় সূত্র  

  4. সবগুলিই                                                                         

৩. প্রাচীন ভারতে সাতবাহানদের জেলা কী নামে পরিচিত ছিল ?  

  1. অহরা✅                                             

  2. কটক                                              

  3. রাষ্ট্র                                       

  4. বিহার                                          

৪. ভারতে কোন শাসকরা সর্বপ্রথম স্বর্ণমুদ্রা চালু করেছিলেন ?

  1. শক                                      

  2. মৌর্য                                       

  3. গুপ্ত        

  4. কুষাণ✅                                     


৫. কে ক্রিপস প্রস্তাবকে Post dated cheque on a crashing bank বলেন ?

  1. এম এন রায়                                

  2. আম্বেদকর           

  3. নেহরু                                      

  4. গান্ধিজী✅                                         


৬. কত নং ধারায় শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত অধিকার স্বীকৃতি হয়েছে ?

  1. ১৯-২২ 

  2. ২৩-২৪                               

  3. ২৫-২৮

  4. ২৯-৩০✅      

৭. কোনটি অন্তঃস্থ গ্রহ ?

  1. বুধ ✅  

  2. ইউরেনাস                           

  3. নেপচুন                   

  4. শনি                                   

৮. সূর্য থেকে তাপ যে পদ্ধতিতে পৃথিবীতে আসে- 

  1. পরিবহন পদ্ধতিতে     

  2. পরিচলন পদ্ধতিতে                            

  3. বিকিরণ পদ্ধতিতে ✅                             

  4. কোনটিয় নয়                                                                  

৯. দিল্লির কোন সুলতান অশোকের নির্মিত স্তম্ভকে দিল্লি নিয়ে আসে ?

  1. ইলতুৎমিস                                   

  2. আলাউদ্দিন খলজি                                         

  3. মহম্মদ বিন তুঘলক 

  4. ফিরোজ শাহ তুঘলক ✅                                                     

১০. কোন রাজ্য বনাঞ্চলের পরিমাণ সর্বাধিক ? 

  1. মধ্য প্রদেশ✅                               

  2. হরিয়ানা     

  3. অরুণাচল প্রদেশ                               

  4. অসম                                     

১১. উদ্ভিদ কোশ গঠনে অপরিহার্য শর্করাটি হল- 

  1. সেলুলোজ✅                            

  2. সুক্রোজ          

  3. স্টার্চ                    

  4. লিগনিন                     

১২. দক্ষিণী গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা কাকে বলা হয় ?

  1. কৃষ্ণা    

  2. কাবেরী                                                                                       

  3. গোদাবরী ✅      

  4. কোনটিয় নয়                                                                                                             

১৩. কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ ?

  1. জলে           

  2. বাতাসে                  

  3. কাচে 

  4. শূন্যমাধ্যমে✅            

১৪ . নীচের কাকে কিশোর কবি বলা হয় ?

  1. কাজী নজরুল                 

  2. মুকুন্দ দাস     

  3. যতীন্দ্রনাথ সেনগুপ্ত     

  4. সুকান্ত ভট্টাচার্য✅      

১৫. আলোর তীব্রতার পরিমাপ করার একক কি ?

  1. হ্যান্ডস    

  2. লাক্স✅         

  3. ব্যারেল               

  4. আর্গ           

১৬.বঙ্গদর্শন সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন ?

  1. গুরুসদয় দত্ত         

  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত   

  3. জন ক্লার্ক মার্শম্যান                 

  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়✅                                    

১৭. চৌসার যুদ্ধ কার কার মধ্যে হয় ?

  1. শের খাঁ ও হুমায়ুন ✅      

  2. বাবর ও মামুদ লোহি               

  3. আকবর ও রানা প্রতাপ 

  4. মোহাম্মদ ঘোরি ও পৃথ্বীরাজ          

১৮. মীনাবক্কম বিমানবন্দর কোথায় অবস্থিত ?

  1. দমদম     

  2. গুয়াহাটি                   

  3. চেন্নাই✅                                  

  4. মুম্বাই                                        

১৯. গারো উপকাতি বসবাস করে- 

  1. আসাম   

  2. মেঘালয়✅    

  3. হরিয়ানা        

  4. রাজস্থান                   

২০. মাসির ই রহিমি কার রচনা ?

  1. আবুল ফজল                      

  2. আব্দুল বাকি✅                     

  3. বাদাউনি                 

  4. নিজামুদ্দিন                                

২১. IUPAC পদ্ধতিতে নিষ্ক্রিয় মৌল কাদের বলে ?

  1. গ্রুপ 1 

  2. গ্রুপ 2         

  3. গ্রুপ 17        

  4. গ্রুপ 18✅  

২২. রেগুর মাটিতে কোন চাষ ভালো হয় ?

  1. ধান          

  2. সরিষা  

  3. তুলা✅                              

  4. গম          

২৩. গাম্ভীরা কোন রাজ্যের নৃত্য ?

  1. পশ্চিমবঙ্গ ✅             

  2. ওড়িশা        

  3. মহারাষ্ট্র            

  4. ত্রিপুরা 

২৪. বিহু কোন রাজ্যের উৎসব ?

  1. ত্রিপুরা                 

  2. অসম  ✅               

  3. গোয়া           

  4. পাঞ্জাব     

২৫. আদ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কী ?

  1. থার্মোমিটার                              

  2. হাইগ্রোমিটরা✅         

  3. হাইড্রোমিটার                   

  4. ব্যারোমিটার            

২৬. পোলিও টিকা কে আবিষ্কার করেন ?

  1. এলি হুইটনি 

  2. লুই পাস্তুর               

  3. যোনাস সল্ক✅                       

  4. কোনরাড জুস               

২৭. ভারতের তৃতীয় রাষ্ট্রপতি কে ছিলেন ?

  1. রাজেন্দ্র প্রসাদ                               

  2. সর্বপল্লি রাধাকৃষ্ণ           

  3. জাকির হোসেন                  

  4. বরাহগিরি ভেঙ্কাটগিরি ✅     

২৮. হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন ? 

  1. প্রতিহার বংশ 

  2. সাতবাহান বংশ

  3. রাষ্ট্রকূট বংশ                               

  4. পুষ্যভূতি বংশ✅                               

২৯. বীরবল কার ছদ্মনাম ? 

  1. রবীন্দ্রনাথ ঠাকুর           

  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়            

  3. মধুসুদন দত্ত  

  4. প্রমথ চৌধুরী ✅                

৩০. ১৯২৮ সালে বরদলুই সত্যগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন ?

  1. মহাত্মা গান্ধী 

  2. মহাদেব দেশাই  

  3. বিট্টলভাই প্যাটেল  

  4. বল্লভভাই পাটেল✅                      

৩১.কাপড় কাচার সোডা হল- 

  1. সোডিয়াম ক্লোরাইড               

  2. ক্যালশিয়াম কার্বোনেট✅                     

  3. সোডিয়াম বাই কার্বনেট                               

  4. কোনটিয় নয়      

৩২.চিনির মশলা বলা হয় কোন শহর কে ?

  1. কিউবা✅                                  

  2. ভেনিস                   

  3. অস্ট্রেলিয়া                    

  4. নিউজিল্যান্ড                

৩৩. জাতি সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

  1. জেনেভা                           

  2. নিউ ইয়র্ক✅        

  3. প্যারিস    

  4. ওয়াশিংটন                                  

৩৪. সারে জহাঁসে আচ্ছা গানটির রচয়িতা - 

  1. গালিব             

  2. ইকবাল✅               

  3. কাইফি আজমি               

  4. সাহিব লুধিয়ানা                                 

৩৫. মানুষের দেহে ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম - 

  1. কর্ণ                             

  2. চক্ষু                         

  3. নাসিক                          

  4. মস্তিষ্ক✅           

৩৬. Henley Passport Index 2022 এ ভারতের স্থান - 

  1. ৮৫ তম     

  2. ৮৬ তম           

  3. ৮৭ তম✅   

  4. ৮৮ তম    

৩৭. 2028 Summer Olympic Host করবে- 

  1. লন্ডন    

  2. প্যারিস 

  3. দুবাই      

  4. লস এঞ্জেলস✅       

৩৮. ভারতের প্রথম মামুষ্যবাহী ড্রোনটির নাম - 

  1. Vidut         

  2. Varuna ✅         

  3. Bharat

  4. Virat     

৩৯. Sheikh Md Sabah Salem কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন - 

  1. কাতার  

  2. কুয়েত ✅ 

  3. বাহরেন 

  4. তাইয়ান  

৪০. পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব পেলেন- 

  1. লা গণেশান✅           

  2. দ্রৌপদী মুর্মু

  3. সন্দরাজন 

  4. রাজির্ষ গুপ্ত      

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

Download PDF : CLICK HERE





3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post