কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় বারবার আসে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করলাম
১. সাচী স্তুপ কে প্রতিষ্ঠা করেন ?
ইলতুৎমিস
হর্ষবর্ধন☑
কনিষ্ক
অজাতশত্রু
২. নীচের কার শস্য থেকে তেল পাওয়া যায় -
চীনাবাদাম
নারিকেল☑
সরিষা
তিল
৩. তিলপাড়া বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
ময়ূরাক্ষী☑
কংসাবতী
দামোদর
শতুদ্রু
৪. রাজতরঙ্গিনী কার লেখা ?
মেগাস্থিনিস
সন্ধ্যাকর নন্দী
অশ্বঘোষ
কলহন☑
৫. বিনয়-বাদল-দীনেশ কত খ্রীস্টাব্দে রাইটার্স বিল্ডিং দখল করে ?
১৯২০ খ্রীঃ
১৯২৫ খ্রীঃ
১৯৩০ খ্রীঃ☑
১৯৩৫ খ্রীঃ
৬. বিখ্যাত দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত ?
বারাণসী
মথুরা
মাউন্ট আবু☑
জব্বলপুর
৭. উত্তর-পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় ?
কলকাতা
হাজিপুর
হুবলি
জয়পুর☑
৮. ভিটামিন B12 এনামে পরিচিত -
পাইরিডক্সিন
রাইবোফ্লোভিন
অ্যাসকরবিক অ্যাসিড
কোনটিয় নয়☑
৯. লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সময়ের সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে ?
৪ মাস
৬ মাস☑
৯ মাস
১০ মাস
১০. কত সালে মন্ডল কমিশন গঠন করা হয়েছিল ?
১৯৭৫ সালে
১৯৮০ সালে☑
১৯৮৫ সালে
১৯৯০ সালে
১১. পি ভি সিন্ধু কোন খেলার সঙ্গে যুক্ত -
ব্যাডমিন্টন☑
টেবিল টেনিস
ফ্রিস্টাইল রেসলিং
প্যারা অ্যথলিট
১২. ইতিহাসে শকারি নামে কে পরিচিত ?
চন্দ্রগুপ্ত মৌর্য
দ্বিতীয় চন্দ্রগুপ্ত☑
সমুদ্রগুপ্ত
কোনটিয় নয়
১৩. ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় ?
মুম্বাই
চেন্নাই
কলকাতা
বেঙ্গালুরু☑
১৪ . জওহরলাল নেহেরু পোর্ট অবস্থিত -
পারাদ্বীপে
কোচিনে
মুম্বাইয়ে☑
কলকাতায়
১৫. নীচের কোনটি আরবসাগরে পতিত হয়নি ?
মহানদী☑
নর্মদা
তাপ্তী
সরাবতী
১৬.সারাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?
তামিলনাড়ু
কর্ণাটক☑
উড়িষ্যা
অন্ধ্রপ্রদেশ
১৭. অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?
মতিলাল নেহরু
চিত্তরঞ্জন দাশ☑
গান্ধীজি
হসরত মোহানি
১৮. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজ দের দমন করেন ?
আকবর
জাহাঙ্গীর
শাহজাহান☑
ঔরঙ্গজেব
১৯. গৌতম বুদ্ধ কোথায় নির্বাণলাভ করেন ?
লুম্বিনী
সারনাথ
কুশীনগর
বোধগয়া☑
২০. আমির খসরুর আসল নাম কি ছিল ?
আবুল খুসরো
আব্দুল বাকি খুসরো
যমিনুদ্দিন খুসরো☑
নিজামুদ্দিন খুসরো
২১. মানুচি কার সময় কালে ভারতে আসেন ?
আকবর
হর্ষবর্ধন
শাহজাহান
ঔরঙ্গজেব☑
২২. ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হল-
কেন্দ্রীয় সরকার
ভারতের জনগণ☑
সুপ্রিম কোর্ট
রাষ্ট্রপতি
২৩. কোন বছর কলকাতায় ব্ল্যাক হোল ট্র্যাজেডি ঘটনা ঘটেছিল ?
১৭৫৫
১৭৫৬
১৭৫৭☑
১৭৫৮
২৪. নীচের কোনটি তাপ পরিমাপের একক ?
ফ্লাক্স
জুল ☑
নিউটন
ভোল্ট
২৫. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসরণ করে সংবিধান সংশোধন করা হয় ?
অনুচ্ছেদ ৩৬৮☑
অনুচ্ছেদ ৩৫৬
অনুচ্ছেদ ৩৫৭
অনুচ্ছেদ ৩৫৯
২৬. বক্সারের যুদ্ধে পরাজিত হন-
আলিবর্দী খাঁ
মিরজাফর
মিরকাশিম☑
সিরাজ উদ দৌলা
২৭. প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল -
১৯১৬
১৯১৯☑
১৯২২
১৯২৫
২৮. ভারত আক্রমণকারী প্রথম মুসলিম শক্তি কোন দেশ থেকে এসেছিল ?
গজনী
ঘোর
আরব☑
মঙ্গোলিয়া
২৯. বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস কবে পালিত হয় ?
৩ জুন
৬ জুন
৯ জুন
১২ জুন☑
৩০. PVC এর মনোমার হল-
প্রোপিলিন
ভিনাইল ক্লোরাইড☑
ইথিলিন
ভিনাইল অ্যাসিটেট
৩১.সৌরকোষে ব্যবহৃত পদার্থটি হল-
টিন
সিলিকন☑
সিজিয়াম
থ্যালিয়াম
৩২.পৃথিবীর সর্বোচ্চ হ্রদ কোনটি ?
ভিক্টোরিয়া
এলবার্ট
টিটিকাকা☑
লিভিংস্টোন
৩৩. একজন মানুষের ওজন অধিকতর হয়-
বিষুবরেখায়
মেরুতে☑
পৃথিবীর কেন্দ্রে
মহাকাশে
৩৪. নীচের কোনটি একটি স্কেলার রাশি নয় ?
সময়
আয়তন
ঘনত্ব
ভরবেগ☑
৩৫. আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর অবস্থিত -
নিউইয়র্ক
ওয়াশিংটন ডি সি
প্যারিস
জেনেভা☑
৩৬. ভারতের সবচেয়ে বেশি জলসেচ কোন রাজ্যে করা হয়-
রাজস্থান
পশ্চিমবঙ্গ
পাঞ্জাব☑
হরিয়ানা
৩৭. হিরোসিমাতে ফেলা পারমানবিক বোমাটির সাংকেতিক নাম কী ?
ফ্যাট ম্যান
বিগ বয়
লিটল বয়☑
থিন বয়
৩৮. ভারতের একটি শীতল মরু অঞ্চল কোনটি ?
থর
লাদাখ☑
কাংড়া
স্পিতি
৩৯. দিল্লির মোতি মসজিদ কে নির্মাণ করেন ?
ঔরঙ্গজেব☑
জাহাঙ্গীর
শাহজাহান
আকবর
৪০. সংবিধান সভার প্রথম অধিবেশন সভাপতিত্ব কে করেন ?
সি রাজাগোপালচারি
জওহরলাল নেহেরু
বি আর আম্বেদকর
সচ্চিদানন্দ সিনহা☑
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।