কোলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম যেগুলি চাকরি পরীক্ষায় বার বার আসে।
১. ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?
চিলকা
উলার✅
রামডাক
লোকটাক
২. কোনটি ভারতের আন্তর্জাতিক সীমারেখা নয় ?
রেডক্লিফ লাইন
তিন বিঘা করিডর
ম্যকমোহন লাইন
মেডিসিন লাইন✅
৩. ক্যানবেরা কার রাজধানী ?
ব্রাজিল
অস্ট্রেলিয়া✅
নিউজিল্যান্ড
জাপান
৪. নীচের কোন গুলি SAARC এর সদস্য দেশ ?
ভারত
পাকিস্থান
ভুটান
সবকটি✅
৫. Asian Development Bank এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
ফিলিপিন্স✅
সুইজারল্যান্ড
বেলজিয়াম
আমেরিকা
৬. কত সালে ভারতে মনাকাশ গবেষণা প্রকল্প শুরু হয় ?
১৯৬২✅
১৯৬৯
১৯৭২
১৯৭৯
৭. জাতীয় ক্রীড়া দিবস পালিত হয় ?
৬ আগস্ট
৯ আগস্ট
২৭ আগস্ট
২৯ আগস্ট✅
৮. পশ্চিমবঙ্গে এলিফেন্ট সাফারি ও একশৃঙ্গ গন্ডার কোথায় আছে ?
বক্সা
জলদাপাড়া✅
কাজিরাঙা
সুন্দরবন
৯. সুন্দরবন অঞ্চলের বৃহত্তম ও গভীরতম নদীর নাম কী ?
পিয়ালী
মাতলা✅
ঠাকুরান
পদ্মা
১০. পাথরপ্রতিমা কোন জেলায় অবস্থিত ?
পশ্চিম মেদিনীপুর
পূর্ব মেদিনীপুর
দক্ষিণ ২৪ পরগণা✅
উত্তর ২৪ পরগণা
১১. শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত ?
বাঁকুড়া✅
পুরুলিয়া
দার্জিলিং
বীরভূম
১২. ম্যারাথন দৌড়ে কত দূরত্ব অতিক্রম করতে হয় ?
২৬ মাইল
২৬ মাইল ৩৮৫ গজ✅
২৬ মাইল ১৯৫ গজ
২৬ মাইল ৮১৯ গজ
১৩. অলিম্পিকে ভ্যাল বাকার কাপ কোন খেলায় প্রদান করা হয় ?
সাঁতার
বক্সিং✅
হাই জাম্প
লং জাম্প
১৪ . বরকত উল্লাহ খান স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
রাজস্থান✅
কেরলা
পাঞ্জাব
গুজরাট
১৫. জ্বলামুখী মেলা কোন রাজ্যের উৎসব ?
হরিয়ানা
পাঞ্জাব
হিমাচল প্রদেশ ✅
মধ্য প্রদেশ
১৬.অঙ্কিয়া নাট কোন রাজ্যের লোকনৃত্য ?
তামিলনাড়ু
কর্ণাটক
উড়িষ্যা
অসম✅
১৭. বনফুল ছদ্মনামে কে লিখতেন ?
মণিশংকর মুখোপাধ্যায়
বলাইচাঁদ মুখোপাধ্যায়✅
মহাশ্বেতা দেবী
দুলালচন্দ্র মুখোপাধ্যায়
১৮. বোরলাগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
সাহিত্য
চলচ্চিত্র
পদার্থ বিজ্ঞান
কৃষি বিজ্ঞান ✅
১৯. বট গাছ কোন শ্রেণির অন্তর্ভূক্ত ?
অ্যাঞ্জিওস্পার্ম ✅
জিমনোস্পার্ম
টেরিডোফাইটা
ফিওফাইটা
২০. কোনটি যকৃৎ থেকে উৎপাদিত হয় ?
লাইপেজ
ইউরিয়া✅
মিউকাস
কোনটিয় নয়
২১. কোনটি রক্তে অনুপস্থিত ?
RBC
WBC
প্লাসেন্টা ✅
প্লাজমা
২২. সি ভি রমন কত সালে নোবেল পুরষ্কার লাভ করেন ?
১৯২৫
১৯৩০✅
১৯৩৫
১৯৪০
২৩. কার্বাইড গ্যাস বাতিতে যে গ্যাসটি জ্বলে -
ইথিলিন
মিথিলিন
অ্যাসিটিলিন ✅
কোনটিয় নয়
২৪. ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করার যন্ত্র কী ?
ফোনোমিটার
পাইরোমিটার
সিসমোগ্রাফ ✅
স্পিডোমিটার
২৫. ব্রোমিন একটি ___মৌল।
তেজস্ক্রিয়
নিষ্ক্রিয়
দুষ্ট
হ্যালোজেন✅
২৬. কার সময় কালে চৌরিচৌরার ঘটনা (১৯২২) ঘটে ?
লর্ড রিডিং✅
লর্ড হার্ডিঞ্জ
লর্ড আরউইন
লর্ড চেমসফোর্ড
২৭. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট রদ হয় -
১৮৭৮
১৮৮২✅
১৮৮৪
১৮৮৫
২৮. নীচের কাকে ভগৎ সিং হত্যা করেন ?
কার্জন উইলি
আর্মহাস্ট
স্যান্ডার্স ✅
হার্ডিঞ্জ
২৯. সন্ধ্যা পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
লালা লাজপৎ রায়
ব্রহ্মবান্ধব উপাধ্যায়✅
গিরিশচন্দ্র ঘোষ
ঈশ্বরচন্দ্র গুপ্ত
৩০. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
লালা হারদায়াল ✅
মহাত্মা গান্ধী
স্বামী বিবেকানান্দ
সাভারকর
৩১.সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি কে কি বলা হয় ?
অপসূর অবস্থান ✅
অনুসূর অবস্থান
মহাবিষুব
জলবিষুব
৩২.বজ্রপাতের দেশ কাকে বলা হয় ?
তুরস্ক
জাপান
ভুটান ✅
কিউবা
৩৩. যমুনা নদী কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে ?
দিল্লিতে
এলাহাবাদে✅
বারাণসীতে
আগ্রাতে
৩৪. ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সর্বাধিক ?
মধ্যপ্রদেশ✅
কেরল
মিজোরাম
উত্তরাঞ্চল
৩৫. ONGC এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
নতুন দিল্লি
চেন্নাই
দেরাদুন ✅
কলকাতা
৩৬. UAE সম্প্রতি কাকে Golden Visa প্রদান করলো ?
অক্ষয় কুমার
কমল হাসান✅
অরিজিৎ সিং
শাহরুখ খান
৩৭. কোন দেশের সঙ্গে ভারত VINBAX 2022 নামে সেনা মহড়া শুরু করলো ?
বাংলাদেশ
ভিয়েতনাম✅
আমেরিকা
শ্রীলঙ্কা
৩৮. ভারতের হয়ে Commonwealth Games 2022 এ পতাকা বহনকারী ছিলেন ?
পি ভি সিন্ধু
মানপ্রীত সিং
উভয় (a) & (b) ✅
কোনটিয় নয়
৩৯. 2022 Swiss Open জিতলো ?
Casper Ruud✅
Jarsy Gupt
Cerrial Dhty
Anton Mite
৪০. শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন ?
মারিও ড্রাঘি
দীনেশ গুনবর্ধনে✅
দীনেশ রামদিন
কোনটিয় নয়
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।