RRB Group D Science Gk in Bengali Set 4

বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন শেয়ার করলাম যেগুলি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 


[ ভরতের বিভিন্ন গবেষণা কেন্দ্র তালিকাঃ CLICK HERE ]

১.  কোন কোশীয় অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে ?

  1. রাইবোজোম                       

  2. মাইটোকন্ড্রিয়া                   

  3. সেন্ট্রোজোম                     

  4. লাইসোজোম✅              

২. কোন বিভাজনকে হ্রাস বিভাজন বলে ?

  1. মাইটোসিস                                

  2. মিয়োসিস✅   

  3. অ্যামাইটোসিস      

  4. কোনটিয় নয়                                                                        

৩. ব্যাঙের করোটিয় স্নায়ু কয় জোড়া ?

  1. ১২ জোড়া                                             

  2. ১০ জোড়া ✅                                               

  3. ১৪ জোড়া                                       

  4. ৩১ জোড়া                                           

৪. কর্নিয়া কোথায় দেখা যায় ?

  1. নাসিকায়                                       

  2. চক্ষুতে ✅                                      

  3. কর্ণে       

  4. জিহ্বায়                                   

৫. মস্তিষ্কের কোন অংশ গমনে সহায়ক ?

  1. গুরুমস্তিষ্ক                              

  2. লঘুমস্তিষ্ক ✅      

  3. সুষুম্নাশীর্ষক                                     

  4. যোজক                                           

৬. রক্তচাপ হ্রাস করার জন্য ব্যবহৃত উপক্ষার - 

  1. মরফিন                               

  2. কুইনাইন        

  3. নিকোটিন                                

  4. রেসারপিন ✅     

৭. বীজহীন ফল উৎপাদনে সাহায্যকারী হরমোন - 

  1. অক্সিন ✅   

  2. কাইনিন                          

  3. জিব্বেরেলিন                   

  4. অ্যাবসাইসিক অ্যসিড                                   

৮.  রাতকানা হয় - 

  1. ভিটামিন A র অভাবে  ✅   

  2. ভিটামিন K র অভাবে                         

  3. ভিটামিন C র অভাবে                              

  4. ভিটামিন D র অভাবে                                                                

৯. নীচের কোনটি নিউক্লিয়াসের অংশ নয় ?

  1. ক্রোমোজোম                                 

  2. নিউক্লিয়াস                                       

  3. সাইটোপ্লাজম✅                                        

  4. নিউক্লিয়ার এনভেলপ                                                    

১০. নিউট্রন কে আবিষ্কার করেন ?

  1. জে জে টমসন                                

  2. জে কেপলার        

  3. ড্যানিয়াল রাদারফোর্ড                               

  4. জেমস চ্যাডউইক✅                                     

১১. চাঁদের কোনো বায়ুমন্ডল নেই কেন ?

  1. চাঁদের কোনো জীব নেই                            

  2. চন্দ্রপৃষ্ঠ অসমতল         

  3. চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম✅                   

  4. চাঁদ পৃথিবী থেকে অনেক দূরে                    

১২. স্তনগ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রুপ ?

  1. ঘর্মগ্রন্থি✅   

  2. লালা গ্রন্থি                                                                               

  3. ল্যাক্সিমাল গ্রন্থি       

  4. সিবেসিয়াস গ্রন্থি                                                                                                       

১৩. অনাল গ্রন্থি কী নিঃসরণ করে ?

  1. রক্ত  

  2. কলারস                    

  3. উৎসেচক             

  4. হরমোন✅               

১৪ . অ্যামিবার গমনের অঙ্গ হল- 

  1. সিলিয়া                

  2. ফ্ল্যাজেলা    

  3. প্যারাপোডিয়া    

  4. সিউডোপোডিয়া✅       

১৫. ওজোন স্তরের ক্ষয়ের জন্য নীচের কোনটি দায়ী ?

  1. কার্বন মনোক্সাইড    

  2. কার্বন ডাই-অক্সাইড          

  3. ক্লোরোফ্লুরোকার্বন✅                

  4. মারকিউরিক অক্সাইড            

১৬.ক্লোরোফিল কোন ধাতু আছে ?

  1. লোহা             

  2. দস্তা  

  3. অ্যালুমিনিয়াম                  

  4. ম্যাগনেশিয়াম✅                                   

১৭. নীচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত ?

  1. নাইট্রিক অক্সাইড       

  2. নাইট্রাস অক্সাইড✅          

  3. নাইট্রোজেন      

  4. কোনটিয় নয়           

১৮. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ - 

  1. ফসফোভিনাইল ক্লোরাইড 

  2. পলিভিনাইল কার্বোনেট                   

  3. পলিভিনাইল ক্লোরাইড✅                                  

  4. কোনটিয় নয়                                        


১৯. DNA এর পিরিমিডিন বেসগুলি হলো- 

  1. অ্যাডেনিন ও গুয়ানিন           

  2. থাইমিন ও অ্যাডেনিন      

  3. সাইটোসিন ও গুয়ানিন         

  4. থাইমিন ও সাইটোসিন✅                    

২০. সৌরশক্তির উৎস হলো- 

  1. তেজস্ক্রিয় ক্ষয়                     

  2. আলোক তড়িৎ                       

  3. পারমানবিক বিভাজন                   

  4. পারমানবিক সংযোজন✅                               

২১.Astronomy কোন বিষয়ের ওপর পড়াশোনা করা বোঝায় ?

  1. চন্দ্র    

  2. তারকা ✅           

  3. আকাশ          

  4. সূর্য   

২২. ১৯৮৪-র ভোপাল গ্যাস দুর্ঘটনায় নীচের কোন গ্যাসটি নির্গত হয়েছিল ?

  1. মিথাইল আসোসায়ানেট           

  2. মিথাইল আইসোসায়ানেট✅     

  3. মিথাইল আইসোক্লোরাইড                              

  4. মিথাইল আইসোক্লোরেট            

২৩. হাইড্রলিক প্রেস যন্ত্রের কার্যনীতির সঙ্গে যুক্ত - 

  1. আর্কিমিডিসের সূত্র              

  2. পাস্কালের সূত্র✅   

  3. রেনল্ডের সূত্র           

  4. বার্নোলির সূত্র 

২৪. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনী রশ্মি শোষণ করে ?

  1. ট্রপোস্ফিয়ার                 

  2. থার্মোস্ফিয়ার                   

  3. স্ট্র্যাটোস্ফিয়ার ✅        

  4. মেসোস্ফিয়ার    

২৫. কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয় ?

  1. +৪০°                          

  2. +২০°       

  3. -২০°                 

  4. -৪০°✅ 

২৬. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা -   

  1. ১০ জোড়া  

  2. ১০ টি            

  3. ১২ জোড়া ✅                      

  4. ১২ টি              

২৭. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হলেন - 

  1. জি জে মেন্ডেল                           

  2. চার্লস ডারউইন✅    

  3. টি এইচ মরগান                 

  4. কোনটিয় নয়      

২৮. মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় - 

  1. প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স         

  2. প্লাসমোডিয়াম ম্যালেরি      

  3. প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম ✅                              

  4. কোনটিয় নয়                             

২৯. এসড এর কারণ - 

  1. ব্যকটেরিয়া              

  2. ভাইরাস ✅             

  3. প্রোটোজোয়া 

  4. হেলমিন্থ                  

৩০. কোন রশ্মি সবচেয়ে বিপজ্জনক ?

  1. আলফা রশ্মি   

  2. বিটা রশ্মি

  3. গামা রশ্মি✅    

  4. রঞ্জক রশ্মি                      

Download PDF : CLICK HERE











3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন