Top 50 Static Gk For RRB Group D Exam 2022

Railway Group D Static Gk Question 


১. বরীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠানটি কোনটি ?

  1. রবীন্দ্র বিদ্যালয়                            

  2. ঞ্জানধাম বিদ্যালয়                         

  3. বিশ্ব ভারতী✅                            

  4. সেবাগ্রাম পাঠশালা                         


 


২. ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত ?

  1. বিহার    

  2. রাজস্থান                

  3. আসাম     

  4. ঝাড়খন্ড  ✅                                                                               




৩. নৈনিতাল ঝিল কোন রাজ্যে অবস্থিত ?

  1. আসাম                                                      

  2. উত্তরপ্রদেশ                                                       

  3. উত্তরাখণ্ড  ✅                                             

  4. হিমাচল প্রদেশ                                                 




৪. হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি ?

  1. কুলু                                            

  2. ধর্মশালা✅                                             

  3. মান্ডি              

  4. মানালি                                             








৫. একটি আয়তঘনের কটি প্রান্ত থাকে ?

  1. ৪               

  2. ৮                                           

  3. ৬  

  4. ১২✅                                               




৬. কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত ?

  1. কর্ণাটক   

  2. তামিলনাড়ু                                   

  3. অন্ধ্রপ্রদেশ ✅  

  4. মনিপুর   




৭. রাংপো শহর ___এ অবস্থিত। 

  1. ছত্তিসগড়   

  2. অন্ধ্রপ্রদেশ                                  

  3. সিকিম ✅                        

  4. মেঘালয়                                         




৮. কাটাবন___এ পাওয়া যায়। 

  1. কাশ্মীর             

  2. সিকিম                                    

  3. রাজস্থান  ✅                                  

  4. কেরলা                                                                        




৯. পশ্চিমবঙ্গের____দেশগুলির সাথে সীমানা রয়েছে। 

  1. ৪                                        

  2. ১                                              

  3. ২   

  4. ৩     ✅                                                       




১০. ভারতের সর্বপ্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?

  1. টি.এন শেষন                                    

  2. কল্যাণ সুন্দরম      

  3. আর কে ত্রিবেদি                                   

  4. সুকুমার সেন ✅                                           




১১. বাস্কেটবল খেলা উদ্ভেবন করেছিলেনঃ

  1. উইলিয়াম চেজ                                 

  2. ফ্রাস্ক মহান                

  3. ডাঃ জেম্স নাইস্মিথ✅                         

  4. জি.থম্পসন                             




১২. সোমনাথ মন্দিরটি ভারতের___এর পশ্চিম উপকূলে অবস্থিত। 

  1. মহারাষ্ট্র            

  2. গোয়া                                                                                             

  3. গুজরাট  ✅          

  4. কেরলা                                                                                                                     




১৩. মিলখা সিং এর ছেলে জীভ মিলখা সিং কোন খেলার সাথে যুক্ত ?

  1. পোলো                 

  2. গলফ  ✅                       

  3. হকি

  4. ভলিবল                  




১৪ . মধ্যপ্রদেশে কতগুলি জাতীয় উদ্যান আছে ?

  1. ১০   ✅                    

  2. ৬            

  3. ৮           




১৫. কার জন্মদিনে ভারতে জাতীয় গণিত দিবস পালিত হয় ?

  1. শ্রীনিবাস রামানুজম✅          

  2. আবদুল কালাম             

  3. সি ভি রামান                    

  4. এস. স্বামীনাথন                




১৬. গোল-গম্বুজ___অবস্থিত। 

  1. গুলবার্গা  

  2. গোলকুন্ডা 

  3. বিজয়পুর✅                     

  4. বেরার                                          




১৭. মারাদোনা কোন দেশের ফুটবল খেলোয়াড় ?

  1. জার্মানি

  2. আয়ারল্যান্ড                      

  3. মেক্সিকো

  4. আর্জেন্টিনা✅                 




১৮. প্লেয়িং ইট মাই ওয়ে কার আত্মজীবনী ?

  1. বিনোদ কাম্বলি

  2. কপিলদেব                          

  3. শচীন তেন্ডুলকার  ✅                                     

  4. রাহুল দ্রাবিড়                                               




১৯. ইন্ডিয়া নামের বুৎপত্তি ___থেকে।

  1. ভাগীরথী নদী 

  2. ব্রহ্মপুত্র নদী           

  3. গঙ্গা নদী              

  4. সিন্ধু নদী   ✅                       




২০. সুন্দরবন টাইগার রিজার্ভ ___অবস্থিত। 

  1. উড়িষ্যায়                          

  2. বিহারে                        

  3. পশ্চিমবঙ্গে    ✅                   

  4. আসামে                                       




২১. গণিতজ্ঞ___প্রথম শূন্যের ধারণা প্রদান করেন।

  1. হর্ষ       

  2. বৎসায়ন               

  3. আর্যভট্ট ✅            

  4. বরাহমিহির      




২২. কোন ভারতীয় রাজ্য তিনটি রাষ্ট্রের সীমান্ত অবস্থিত ?

  1. সিকিম ✅                

  2. বিহার

  3. উত্তরাখণ্ড                                  

  4. হিমালয় প্রদেশ                  




২৩. কোন দিনকে ভারতে সংবিধান দিবস হিসাবে পালন করা হয় ?

  1. ২৬ শে এপ্রিল                    

  2. ২৬ শে নভেম্বর ✅            

  3. ২৬ শে মার্চ                 

  4. ২৬ শে ডিসেম্বর  




২৪. নীচের কোনটি পারসীদের পবিত্র গ্রন্থ ?

  1. গীতা                       

  2. কুরআন                   

  3. গ্রন্থ সাহেব                 

  4. জেন্দ আবেস্তা ✅          




২৫. আকারের ক্ষেত্রে ভারত হল____বৃহত্তম দেশ।

  1. সপ্তম ✅                                  

  2. ষষ্ঠ              

  3. অষ্টম                         

  4. দ্বিতীয়                  




২৬. ___রাজস্থানের বৃহত্তম শহর।

  1. বিকানের    

  2. জয়পুর✅ 

  3. কোটা   

  4. জয়সেলমির    




২৭. ভারত বিশ্বের ___বৃহত্তম জনবহুল দেশ। 

  1. প্রথম  

  2. দ্বিতীয়✅  

  3. তৃতীয়  

  4. চতুর্থ 




২৮. কুচিপুড়ি ভারতের দক্ষিণ-পূর্ব রাজ্যে___এর শাস্ত্রীয় নৃত্য।

  1. অন্ধ্রপ্রদেশ ✅

  2. কর্ণাটক 

  3. তামিলনাড়ু

  4. কেরলা 




২৯. Tee,Par,Flagstick কিসের সাথে সম্পর্কিত ?

  1. টেনিস 

  2. ক্রিকেট  

  3. গলফ✅   

  4. হকি    




৩০. প্রথম প্যারা অলিম্পিক ক্রীড়া___অনুষ্ঠিত হয়েছিল।  

  1. ১৯৫৬ মিলান, ইটালি  

  2. ১৯৫৬ এথেন্স, গ্রিস 

  3. ১৯৬০ প্যারিস, ফ্রান্সে  

  4. ১৯৬০ রোম, ইটালি   ✅




৩১. ব্রিহাদিস্ভারা মন্দির ___এ অবস্থিত।  

  1. ব্যাঙ্গালোর 

  2. চেন্নাই

  3. তাঞ্জাভুর✅ 

  4. কোচিন 




৩২. ___হল ভারতের সবচেয়ে উত্তরে অবস্থিত রাজ্য।

  1. হিমাচল প্রদেশ    

  2. কেরালা   

  3. জাম্মু কাশ্মীর ✅

  4. উত্তরাখন্ড   




৩৩. ধূসর বিপ্লব ___এর সাথে সম্পর্কিত। 

  1. চর্ম 

  2. রেশম   

  3. সার  ✅ 

  4. মাছ  




৩৪. ভারতে___সাধারণত "জোয়ার বন" নামে পরিচিত। 

  1. মরুভূমি বন  

  2. পর্বত বন 

  3. শুষ্ক জমি

  4. জলাভূমি ✅




৩৫. ____হল ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত প্রতিবেশী দেশ। 

  1. বাংলাদেশ ✅  

  2. চীন   

  3. শ্রীলঙ্কা   

  4. নেপাল    




৩৬. গির অঞ্চলের শুষ্ক পর্ণমোচী অরণ্য এই রাজ্যে অবস্থিত___। 

  1. ছত্তিসগড়  

  2. মহারাষ্ট্র  

  3. গুজরাট  ✅

  4. গোয়া   




৩৭.কুর্দি জনগোষ্ঠী কোন দেশের জাতিগত সম্প্রদায় ?

  1. বাংলাদেশ  

  2. ইয়েমেন   

  3. পাকিস্তান    

  4. ইরাক  ✅ 




৩৮. BCCI এর পূর্ণ রুপ কি ?

  1. বোর্ড অফ ক্রিকেট ইন ইন্ডিয়া  

  2. বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া 

  3. বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া  ✅

  4. বোর্ড অফ কোনফারেন্স ফর ক্রিকেট ইন ইন্ডিয়া    




৩৯. বিশ্ব অ্যানিমেশন দিবস পালিত হয় কবে  

?

  1. ২২ শে ফেব্রুয়ারী 

  2. ১৫ ই ডিসেম্বর 

  3. ২৮ শে অক্টোবর✅  

  4. ১৬ ই এপ্রিল 




40. রাজস্থান ___,এর ভান্ডারের জন্য সুপরিচিত। 

  1. ম্যাঙ্গানিজ  

  2. সোনা  

  3. তামা ✅

  4. লোহা   





৪১. শেখ হাসিনা কোন দেশের বর্তমান প্রধানমন্ত্রী ?

  1. সৌদি আরব                          

  2. বাংলাদেশ   ✅                       

  3. পাকিস্তান                           

  4. মালেশিয়া                          




৪২. উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী "যোগী আদিত্যনাথের" জন্মসূত্রে প্রাপ্ত নামটি কি ? 

  1. অভয় সিংহ বিস্ত 

  2. অজয় সিংহ বিস্ত✅ 

  3. অর্জুন সিংহ বিস্ত 

  4. অর্জুন সিংহ বিকু 




৪৩. দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ হ্রদ কোনটি ?

  1. জুনিন হ্রদ 

  2. পুপো হ্রদ 

  3. টিটিকাকা হ্রদ ✅

  4. ভ্যালেন্সিয়া হ্রদ 




৪৪. কেপ অব গুড হোপ কোথায় অবস্থিত ?

  1. জার্মানি

  2. দক্ষিণ আফ্রিকা ✅

  3. রাশিয়া 

  4. আর্জেন্টিনা 




৪৫.SBI জাতীয়করণ কোন বছরে করা হয়েছিল?

  1. 1935

  2. 1965

  3. 1945

  4. 1955✅




46. নীচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ ? 

  1. যুক্তরাষ্ট্র

  2. ইউএসএ

  3. জাপান

  4. মায়ানমার ✅




৪৭. ভারতের উত্তরের সর্বশেষ বিন্দুটি___নামে পরিচিত।  

  1. শ্রীনগর

  2. সিকিম

  3. ইন্দিরা কল✅

  4. ইন্দিরা পয়েন্ট 




৪৮. উদয়গিরি ও খন্ডগিরি গুহা___এ অবস্থিত। 

  1. মধ্যপ্রদেশ

  2. উড়িষ্যা ✅

  3. বিহার

  4. ঝাড়খণ্ড 




৪৯. কোনটি "জেন্টলমেন গেম" নামে খ্যাত ? 

  1. ফুটবল

  2. ক্রিকেট ✅

  3. রাগবি

  4. হকি 




৫০. ___হলো জাপানের জাতীয় ক্রীড়া। 

  1. বাস্কেটবল 

  2. ক্যারাটে

  3. বেসবল

  4. সুমো ✅


Download Full PDF : CLICK HERE







3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post