বন্ধুরা কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার হুবহু কমন যোগ্য প্রশ্ন ও উত্তর।
১. ভারেতর নেপোলিয়ন কাকে বলা হত ?
স্কন্দগুপ্ত
সমুদ্রগুপ্ত ✅
চন্দ্রগুপ্ত মৌর্য
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
২. পাকিস্তানে বর্তমান প্রধানমন্ত্রী কোন রাজনৈতিক দলের ?
পাকিস্তান মুসলিম লীগ✅
পাকিস্তান লেবার পার্টি
তহকিক ই ইসলাম
তহরিক ই ইনসাফ
৩. নীচের কোনটি বীজ একবীজপত্রী ?
কুমডো
তেঁতুল
আম
গম ✅
৪. Nightingle of India নামে কে বিখ্যাত ?
মাতঙ্গী হাজরা
সরোজিনী নাইডু ✅
অ্যানি বেসান্ট
মাদাম কামা
৫. মোহিনীঅট্টম কোথাকার নৃত্য ?
কেরলা ✅
অন্ধ্রপ্রদেশ
তামিলনাড়ু
রাজস্থান
৬. পেনিসিলিন এর আবিষ্কারক কে ?
আব্রাহাম লিংকন
লুইস পাস্তুর
ইভার পাপয়েল
আলেকজান্ডার ফ্লেমিং ✅
৭. খাইবার পাস কোথায় অবস্থিত ?
চিন
ভারত
পাকিস্তান ✅
আফগানিস্তান
৮. নিচের কোন গ্যাস সর্বাপেক্ষা হালকা ?
হাইড্রোজেন ✅
নাইট্রোজেন
অক্সিজেন
হিলিয়াম
৯. অশোক কার মৃত্যুর পর সিংহাসনে বসেন ?
শশাঙ্ক
বিম্বিসার
বিন্দুসার ✅
কোনটিয় নয়
১০. আন্তর্জাতিক মহিলা দিবস কবে পালিত হয় ?
৮ মার্চ ✅
৮ এপ্রিল
৮ জুন
৮ জুলাই
১১. কত তম সংশোধনীতে ১০টি মৌলিক কর্তব্য সংযুক্ত হয় ?
৩৬ তম
৪০ তম
৪২ তম ✅
৪৪ তম
১২. ক্ষারীয় দ্রবণে PH সর্বদা-
৭ এর কম
৭ এর বেশি ✅
৭ এর সমান
কোনটিয় নয়
১৩. বর্তমান ভারতের বিদেশ মন্ত্রী কে ?
এস জয়শঙ্কর ✅
আরামানে গিরিধর
সঞ্জয় মালহোত্রা
বি জি জয়শঙ্কর
১৪ . পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত (২০১১) অনুযায়ী ?
৬৮%
৭৪%
৭৭% ✅
৭৯%
১৫. কোন নদীতে নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থীত ?
কৃষ্ণা নদী✅
নর্মদা নদী
কাবেরী নদী
মহানদী নদী
১৬. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
কটক
কলকাতা
দেরাদুন ✅
হায়দ্রাবাদ
১৭. কোন ব্রিটিশ শাসক ভারতে পুলিশ প্রশাসনের স্থাপন কর্তা ছিলেন ?
লর্ড ডালহৌসি
লর্ড ওয়েলেসলি
লর্ড লিনলিথগো
লর্ড কর্নওয়ালিস✅
১৮. কাথিয়াওয়াড় উপদ্বীপ অবস্থিত ___রাজ্যে।
গুজরাট✅
রাজস্থান
হরিয়ানা
পাঞ্জাব
১৯. ভারতের প্রাচীনতম তৈলশোধনাগার কোথায় অবস্থিত ?
সিকিম
আসাম ✅
রাজস্থান
কর্ণাটক
২০. মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়েছিল কোথায় ?
ঢাকা ✅
কলকাতা
লাহোর
মাদ্রাজ
২১. শেরশাহ কোন দূর্গ আক্রমণ কালে মারা যায় ?
মানড়
কনৌজ
মাড়বার
কালিঞ্জর ✅
২২. বৌদ্ধ ধর্ম গ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় রচিত ?
সংস্কৃত
মগধী
পালি ✅
হিন্দি
২৩. সান্দাকফুর উচ্চতা কত ?
৩৬৩৬ মিঃ ✅
৪৬৪৬ মিঃ
২৬২৬ মিঃ
৩৬২৬ মিঃ
২৪. হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত ?
কৃষ্ণা
হলদি
কাবেরী
মুসি ✅
২৫. কর্ণাটক এর বর্তমান রাজ্যপাল কে ?
বাসভারাজ বোম্বাই
অশোক গেহলোত
থাওয়ার চাঁদ গেহলট ✅
বলনওয়ারি লাল পুরোহিত
২৬. কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ?
ভিটামিন A
ভিটামিন D
ভিটামিন E
ভিটামিন K ✅
২৭. স্থানান্তর কৃষি কাজ ভারতে কি নামে পরিচিত ?
ঝুম ✅
লাডং
তৈগা
চেনা
২৮. হর্যঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন ? -
বৃহদ্রথ
দেবাভূত
নাগদশক ✅
বিষ্ণুগুপ্ত
২৯.নেতাজি কত সালে প্রথম কংগ্রেস সভাপতি হন ?
১৯৩৮ ✅
১৯৩৯
১৯৪০
১৯৪২
৩০. পুলিৎজার পুরস্কার প্রদান শুরু হয় ?
১৯১৩
১৯১৭ ✅
১৯৩৫
১৯৬১
৩১. গ্রন্থকীট ছদ্মনামে কে লিখতেন ?
অরবিন্দ ঠাকুর
জয়নারায়ন বাকচি
তারাপদ রায় ✅
জওহরলাল নেহেরু
৩২. পোঙ্গল উৎসব কোন রাজ্যে দেখা যায় ?
কর্ণাটক
কেরলা
তামিলনাড়ু ✅
তেলেঙ্গানা
৩৩. পুট কথাটি কোন খেলার সাথে যুক্ত ?
গল্ফ ✅
বক্সিং
হকি
ভলিবল
৩৪. অজয় নদীর উপনদী কোনটি ?
মোচি
কুনুর ✅
কসাই
লাচুং
৩৫. জলঢাকা জলবিদ্যুৎ প্রকল্প অবস্থীত ?
দার্জিলিং✅
মেদনীপুর
মুর্শিদাবাদ
কোচবিহার
৩৬. U-17 Women's World Cup 2022 জিতলো ?
জাপান
ভারত
স্পেন ✅
চিন
৩৭. Sultan of Johor Cup 2022 জিতলো ?
ভারত ✅
পাকিস্তান
শ্রীলঙ্কা
রাশিয়া
৩৮. পশ্চিমবঙ্গের কোন প্রকল্প SKOCH Award জিতলো ?
কন্যাশ্রী
স্নেহের পরশ
দুয়ারে সরকার
লক্ষ্মীর ভান্ডার ✅
৩৯. Maxican F1 Grand Prix 2022 জিতলো ?
Novak Djokovic
Max Verstappen ✅
Pesian Pedros
Sorbic Digeop
৪০. সম্প্রতি প্রায়াত জমশেদ জে ইরানি, ইনি কি নামে পরিচিত ?
ভারতের সিলিকন ম্যান
ভারতের রক্ত ম্যান
ভারতের স্টিল ম্যান ✅
ভারতের লৌহ ম্যান
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।