3000+ History Gk in Bengali Set 20 | Mughal History in Bengali

3000+ History Gk in Bengali | History Gk Question For WBCS 2022 | Gk in Bengali 



১. মানসিংহ কার আমলে সাতহাজারি মনসবদার পদ পান ?       


উত্তরঃ আকবর     


২.যে মানসবদার দের নগদে বেতন দেওয়া হত,তারা হল-  

 উত্তরঃ মনসবদার ই নগদি                                          

৩. আকবরের শাসন কালে যে দূর্গটি নির্মিত হয়নি ? 

 উত্তরঃ লালকেল্লা      


৪. নাদির শাহ-র ভারত আক্রমণ কালে মুঘল বাদশাহ ছিলেন- 


 উত্তরঃ মহম্মদ শাহ           


৫. ভারতের শেষ মুঘল বাদশাহ হলেন- 


 উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ                                 

৬. ঝরোখা দর্শন ও নৌরজ প্রথা বাতিল করেন-  

  

 উত্তরঃ ঔরঙ্গজেব              


৭.শাহজাহান তাঁর কোন পুত্রের হাতে বন্দি হন ?


 উত্তরঃ ঔরঙ্গজেব      


৮.কোম্পানিকে ১৭১৭ খ্রীঃ বিনা শুল্কে বাণিজ্য করতে দেন ?


 উত্তরঃ ফারুকশিয়ার                                            


৯. আকবরের সময় মহাভারতের ফারসি অনুবাদের নাম হল- 


 উত্তরঃ রজমনামা        


১০.  কবুলিয়াৎ ও পাট্টা কে প্রবর্তন করেছিলেন ?


 উত্তরঃ শেরশাহ



১১. আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স কত ছিল ?   


 উত্তরঃ ১৩ বছর 



১২. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কে ছিলেন ? 


 উত্তরঃ বাবর  


১৩. সম্রাট আকবর বাংলা জয় করেন ?


 উত্তরঃ ১৫৭৬


১৪ . বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন ?        


 উত্তরঃ সিরাজউদ দৌলা      


১৫. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?


 উত্তরঃ মুর্শিদকুলি খাঁন                                    



১৬. কোন সম্রাট জিজিয়া কর রদ করেন ?


 উত্তরঃ আকবর 


১৭. GT Road কে নির্মাণ করেণ ?


 উত্তরঃ শেরশাহ                                              


১৮.দিল্লীর লালকেল্লা কে নির্মাণ করেন ?  


 উত্তরঃ শাহজাহান



১৯. ময়ুর সিংহাসনের নির্মান কে করেন ?


 উত্তরঃ শাহজাহান    


২০. তৃতীয় পানিপথের যুদ্ধ কবে হয় ?


 উত্তরঃ ১৪ জানুয়ারি ১৭৬১ 


২১. বাংলার আকবর কাকে বলা হয় ?


 উত্তরঃ হুসেন শাহ 



২২. তুলসিদাস কার সভাকবি ছিলেন ?    


 উত্তরঃ আকবর 


২৩. চৌসার যুদ্ধ কবে হয় ? 


 উত্তরঃ ১৫৩৯             


২৪. চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয় ?


 উত্তরঃ শেরশাহ ও হুমায়ুন 


২৫. শেরশাহ এর আসল নাম কি ?


 উত্তরঃ ফরিদ খান 



২৬. ফাতেপুর সিক্রি শহর কে নির্মাণ করেন ?


 উত্তরঃ আকবর               


২৭. ময়ুর সিংহাসন কে লুন্ঠন করেন ?


 উত্তরঃ নাদির শাহ   


২৮. ইবাদৎ খানা কে কবে নির্মাণ করেণ ?


 উত্তরঃ আকবর, ১৫৭৫


২৯. তারিখ ই শেরশাহি কার রচনা ?


 উত্তরঃ আব্বাস খান 



৩০. মানসবদারী প্রথা কবে প্রচলিত হয় ?


 উত্তরঃ ১৫৭৪  



৩১. বীরবলের আসল নাম কি ছিল ?


 উত্তরঃ মহেশ দাস  



৩২. ইকবালনামা গ্রন্থের রচয়িতা কে ?  


 উত্তরঃ মুতাবিদ খান     



৩৩. কার কাছ থেকে ১৭৬৫ খ্রীঃ কোম্পানি দেওয়ানী লাভ করে ?


 উত্তরঃ দ্বিতীয় শাহ আলম     


৩৪. কে নবম শিখ গুরু তেগ বাহাদুর কে হত্যা করেন ?


 উত্তরঃ ঔরঙ্গজেব       


৩৫. কত সালে হলদিঘাটের যুদ্ধ হয় ?


 উত্তরঃ ১৫৭৬



৩৬. কে হিন্দি গান রচনা করেছিলেন ?


 উত্তরঃ জাহাঙ্গীর   


৩৭. কে জাহাঙ্গীরের রাজসভায় আসেন ?


 উত্তরঃ স্যার টমাস রো             


৩৮. আকবর কোনটি জয় করতে পারেনি ?   


 উত্তরঃ আসাম 


৩৯. কার শাসনকালে কোম্পানি প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেণ ?


 উত্তরঃ জাহাঙ্গীর   


৪০. কে দু-আসপা, শি-আসপা চালু করেছিলেন ?


 উত্তরঃ জাহাঙ্গীর           


৪১. ১৫৪০ খ্রী. কনৌজের যুদ্ধ শেরশাহ আর কার মধ্যে হয় ?


 উত্তরঃ হুমায়ুন 



৪২.কে কবে হুগলি থেকে পোর্তুগিজদের বিতাড়িত করেছিল ?


 উত্তরঃ ১৬৩১, কাশিম খান 


৪৩. কোন বাদশাহর আমলে তামাক ব্যাবহারের প্রচলন হয় ? 


 উত্তরঃ আকবর  


৪৪. কোন মুঘল বাদশাহ সতী প্রথা নিষিদ্ধ করেন ? 


 উত্তরঃ আকবর                


৪৫. ভারতে সুর রাজবংশের প্রতিষ্ঠাতা কে ?


 উত্তরঃ শের খান  


৪৬. নীচের কার উপাধি ছিল "জারিন কলম বা স্বর্ণকলম" ? 


 উত্তরঃ মহম্মদ হুসেন 


৪৭. কে পঞ্চম শিখ গুরু অর্জুন কে হত্যা করেন ?


 উত্তরঃ জাহাঙ্গীর   


48. ঘোড়ার পিঠে ডাক ব্যাবস্থা কে চালু করেন ? 


 উত্তরঃ শেরশাহ 



৪৯. আকবর অনুসৃত সর্বধর্ম সহিষ্ণুতার নীতি কি নামে খ্যাত ?


 উত্তরঃ সুল ই কুল 



৫০. কোন মুঘল বাদশাহ prince of builders নামে পরিচিত ? 


 উত্তরঃ শাহজাহান 

👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2






Answer Key : 

1-b,2-b,3-a,4-b,5-d,6-c,7-d,8-c,9-b,10-a,11-c,12-b,13-a,14-b,15-a,16-a,17-c,18-b,19-a,20-a,21-b,22-b,23-c,24-b,25-a,26-a,27-c,28-a,29-a,30-a,31-b,32-b,33-b,34-c,35-b,36-c,37-c,38-d,39-a,40-c,41-a,42-b,43-b,44-b,45-b,46-c,47-a,48-b,49-a,50-b


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন