3000+ History Gk Set 13 | চোল বংশের ইতিহাস

History Gk For WBCS 2022 | WBCS Gk in Bengali | Gk MCQ Question 


১. চোল রাজ্যের প্রথম ঐতিহাসিক রাজা কে ছিলেন ?

উত্তরঃ করিকল


২.চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?  বিজয়ালয় 

  1.  উত্তরঃ বিজয়ালয়

৩. চোলদের প্রথম রাজধানী কোথায় ছিল ?


 উত্তরঃ তাঞ্জোর 


৪. "মাদুরাইকোন্ডা" উপাধী কে গ্রহণ করেন ?


 উত্তরঃ প্রথম পরান্তক    


৫. তাঞ্জোরের বিখ্যাত রাজরাজেশ্বরের শিব মন্দীর কে নির্মাণ করেণ ?


 উত্তরঃ প্রথম রাজরাজ                        


৬. কোন চোল রাজা বাংলা জয় করেছিলেন ?


 উত্তরঃ প্রথম রাজেন্দ্র চোল  


৭.কোলাপুরের জৈন মন্দির কে পুড়িয়ে দিয়ে ছিলেন ?


 উত্তরঃ রাজাধিরাজ                   


৮.বিখ্যাত নটরাজ মূর্তির স্রষ্টা কারা ?


 উত্তরঃ চোল                        


৯. চোলরা কোন ধর্মের অনুরাগী ছিলেন ?


 উত্তরঃ শৈব ধর্ম      


১০.  মুদ্রারাক্ষস-এর রচয়িতা হলেন ?     


 উত্তরঃ বিশাখাদত্ত  


১১. বিখ্যাত গ্রন্থ "মহাভারত" এর রচয়িতা কে ? 


 উত্তরঃ বেদব্যাস 


১২. কোন চোল সম্রাট উত্তরমেরু লিপি খোদায় করেছিল ?


 উত্তরঃ প্রথম পরান্তক                                                                         

১৩. রামচরিতমানাস গ্রন্থটি কার লেখা ?


 উত্তরঃ তুলসীদাস       


১৪ . চোল সাম্রাজ্যের স্বর্ণ মুদ্রার নাম কি ছিল ?


 উত্তরঃ কাসু          


১৫. চোল নৌ শক্তির প্রতিষ্ঠা কে করেছিলেন ?                        

উত্তরঃ প্রথম রাজরাজ 


১৬. চোলগঙ্গম খনন করেছিলেন কে ? 


 উত্তরঃ রাজেন্দ্র চোল 


১৭. চোল বংশের শ্রেষ্ঠ শক্তিশালী রাজা কে ছিলেন ?


 উত্তরঃ রাজেন্দ্র চোল 


১৮.তাঞ্জোর শিলালিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় ? 


 উত্তরঃ প্রথম রাজেন্দ্র চোল 


১৯. কলকহনের রাজতরঙ্গিনী কোথাকার ইতিহাস বিবরর্ণ করে ?


 উত্তরঃ কাশ্মীর                              


২০. চোল বংশের শেষ রাজা কে ছিলেন ?


 উত্তরঃ তৃতীয় রাজেন্দ্র চোল

👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2



3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post