WBCS Previous Year Question Solution | WBCS Gk Question | Gk for wbcs 2022 | WBCS Preliminary Gk Question
১. হরপ্পার কোন অঞ্চল ধান চাষের সঙ্গে যুক্ত ?
কালিবঙ্গান
লোথাল
কোটডিজি
রোপার
২.বৌদ্ধধর্ম মতে, সকল দুঃখের কারণ হল-
মায়া
কাম
তৃষ্ণা
ক্রোধ
৩. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ?
ধর্মপাল
ধ্রুব
দেবপাল
বল্লাল সেন
৪. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?
বিজাপুর
গোলকুন্ড
হাম্পি
বরোদা
৫. কোন গ্রন্থ থেকে বলবনের সময়কাল সম্পর্কে জানা যায় ?
তহকিক ই হিন্দ
শাহনামা
তারিখ ই ফিরোজশাহী
উপরের কোনটিই নয়
৬. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?
বলবন
রাজিয়া
ফিরোজ শাহ
জালালউদ্দিন খলজি
৭.কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টোডরমল নাম যুক্ত ?
নসক
গাল্লাবকস
জাবতি
কানকুট
৮.মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল ?
উর্দু
ফার্সি
তুর্কি
সাংস্কৃত
৯. কে দু আসপা শি আসপা ব্যাবস্থা চালু করেছিলেন ?
শাহজাহান
আকবর
জাহাঙ্গীর
ঔরঙ্গজেব
১০. তকাভি বলতে কী বোঝায় ?
কৃষক ঋণ
অনুর্বর জমি
ধানের উর্বর জমি
হিন্দুদের কর
১১. ১৬২১ সালে ইংরেজরা ভারতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন ?
গোয়া
সুরাট
কালিকট
মাদ্রাজ
১২. ১৯২১ এর মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল ?
আসাম
কেরল
পাঞ্জাব
বাংলা
১৩. কোন গভর্নর জেনেরাল এর সময় সিভিল সার্ভিস প্রবর্তন হয় ?
লর্ড ডালহৌসি
লর্ড কার্জন
লর্ড বেন্টিংক
লর্ড কর্নওয়ালিস
১৪ . ১৯৪২ ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভাইসরয় ছিলেন ?
লিনলিথগো
উইলিংটন
ওয়াভেল
মিন্টো
১৫. কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন ?
দায়ারাম সরস্বতী
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সুরেন্দ্রনাথ ব্যানার্জি
১৬. ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ?
জি কে গোখলে
এম জি রানাডে
বি জি তিলাক
ভি ডি সাভারকর
১৭. হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
এন এম জোশি
ভি বি প্যাটেল
জি এল নন্দ
দাদাভাই নৌরজী
১৮.Drain of Wealth বইয়ের লেখক কে ?
জওহরলাল নেহেরু
দাদাভাই নৌরজী
মহাত্মা গান্ধী
রমেশচন্দ্র মিত্র
১৯. দেশভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল ?
৫৫৫ টি
৫৫৮ টি
৫৬০ টি
৫৬২ টি
২০. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ?
আলেকজান্ডার কানিংহাম
মার্টিমার হুইলার
গর্ডন চাইল্ড
জন মার্শাল
২১. স্বাধীনতার সময় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
মহাত্মা গান্ধী
জওহরলাল নেহেরু
জে বি কৃপালনী
সর্দার পাটেল
২২. কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না ?
স্টাফোর্ড ক্রীপস
লর্ড ওয়াভেল
পেথিক লরেন্স
আলেকজান্ডার
২৩. ১৯০৭ সালে স্যার কার্জন উইলি কে হত্যা করেন ?
বি এন দত্ত
এম এল ধিংড়া
সর্দার অজিত সিং
এস সি চ্যাটার্জি
২৪. কে ১৯৩২ সালে কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন ?
জিন্না
লর্ড কার্জন
সৈয়দ আহমেদ
রামসে ম্যাকডোনাল্ড
২৫. কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল ?
দিল্লি
লাহোর
পুনে
সুরাট
২৬. শিলং মালভূমি কে "মেঘালয়" নাম দিয়েছেন ?
এইচ কে স্পেট
এস পি চ্যাটার্জি
ডি এন ওয়াদিয়া
আর এল সিং
২৭. নীচের কোনটি পূর্বঘাট ও পশ্চিমঘাটের মিলনস্থল-
জাভাদি পাহাড়
আনাইমালাই পাহাড়
নীলগিরি পাহাড়
সেভরয় পাহাড়
২৮. অমরকন্টক পর্বত থেকে কোন দুটি নদীর উৎপত্তি হয়েছে ?
নর্মদা এবং শোন
নর্মদা এবং মহানদী
তাপ্তী এবং বেতয়া
তাপ্তী এবং শোন
২৯. ভারতের কোন রাজ্যে Tank irrigation এর শতকরা হার সর্বাধিক ?
তামিলনাড়ু
পশ্চিমবঙ্গ
কেরালা
কর্ণাটক
৩০. ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে -
উত্তর প্রদেশ
মধ্য প্রদেশ
রাজস্থান
গুজরাট
৩১. সেন্সাস ২০১১ অনুযায়ী কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন ?
জম্মু-কাশ্মীর
বিহার
অরুণাচল প্রদেশ
মণিপুর
৩২. সেন্সাস ২০১১ অনুযায়ী সর্বাধিক নগরায়ণ হয়েছে, যে রাজ্যটিতে-
মহারাষ্ট্র
গোয়া
তামিলনাড়ু
কেরলা
৩৩. নীচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ?
ত্রিপুরা
মেঘালয়
নাগাল্যান্ড
মিজোরাম
৩৪. Astronomy বলতে কোন বিষয়ের ওপর পড়াশোনা করা বোঝায় ?
চন্দ্র
তারকা
আকাশ
সূর্য
৩৫. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় ?
ক্রান্তীয় মৌসুমি
অর্ধশুষ্ক
আর্দ্র
শুষ্ক উপক্রান্তীয়
৩৬. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নীচের কোন পর্বতশ্রেণীর অংশভূত ?
দার্জিলিং পর্বতশ্রেণী
সিঙ্গালিলা পর্বতশ্রেণী
হিমালয় পর্বত
জয়ন্তী পাহাড়
৩৭. পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী ?
রুপনারায়ণ
সুবর্ণরেখা
দামোদর
কয়না
৩৮. সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
দার্জিলিং
আলিপুরদুয়ার
কোচবিহার
উত্তর দিনাজপুর
৩৯. নীচের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?
মালদহ
মুর্শিদাবাদ
কোচবিহার
নদীয়া
৪০. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় ?
মুর্শিদাবাদ
মালদা
কোচবিহার
বর্ধমান
৪১. ক্লোরোফিলে কোন ধাতু আছে ?
লোহা
দস্তা
অ্যালুমিনিয়াম
ম্যাগনেশিয়াম
৪২.কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌছায় ?
পরিবহণ
পরিচলন
বিকিরণ
কোনটিয় নয়
৪৩. সমতল দর্পণের প্রতিবিম্ব হয় -
সদবিম্ব এবং খাড়া
অসদবিম্ব এবং ওলটানো
অসদবিম্ব এবং খাড়া
সদবিম্ব এবং ওলটানো
৪৪. সৌরশক্তির উৎস হল-
পারমাণবিক সংযোজন
পারমাণবিক বিভাজন
আলোক তড়িৎ ক্রিয়া
ডেজস্কিয় ক্ষয়
৪৫. ওজোন স্তরের ক্ষয়ের জন্য নীচের কোনটি দায়ী ?
কার্বন মনোক্সাইড
কার্বন ডাই অক্সাইড
ক্লোরোফ্লুওরো কার্বন
মারকিউরিক অক্সাইড
৪৬. নীচের কোনটি "লাফিং গ্যাস" নামে পরিচিত ?
নাইট্রিক অক্সাইড
নাইট্রাস অক্সাইড
পেনটা অক্সাইড
নাইট্রোজেন
৪৭. ১৯৮৪ র ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসটি নির্গত হয়েছিল ?
মিথাইল আইসোসায়ানেট
মিথাইল আইসোসায়ানাইড
মিথাইল আইসোক্লোরাইড
মিথাইল আইসোক্লোরেট
48. প্লাস্টিক শিল্পে ব্যবহৃত PVC শব্দটির অর্থ কী ?
ফস্ফোভিনাইল ক্লোরাইড
পলিভিনাইল কার্বোনেট
পলিভিনাইল ক্লোরাইড
ভ্যানাডিয়াম কার্বোনেট
৪৯. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় কোন গ্যাস ব্যবহৃত হয় ?
নাইট্রোজেন
হাইড্রোজেন
নিয়ম
কোনটিয় নয়
৫০. কোন ধারায় সর্বপ্রকার "অস্পৃশ্যতা'র অবলুপ্তি" ঘটানো হয়েছে ?
১২ নং ধারায়
১৫ নং ধারায়
১৬ নং ধারায়
১৭ নং ধারায়
৫১. নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ?
১৬ নং ধারায়
১৭ নং ধারায়
১৮ নং ধারায়
১৯ নং ধারায়
৫২. কোন ধারায় গ্রামীন পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে ?
৪০ নং ধারায়
৪১ নং ধারায়
৪২ নং ধারায়
৪৩ নং ধারায়
৫৩. কোন ধারায় একটি সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে ?
৪১ নং ধারায়
৪২ নং ধারায়
৪৩ নং ধারায়
৪৪ নং ধারায়
৫৪. পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না -
সুপ্রিম কোর্ট
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী
অর্থমন্ত্রী
৫৫. আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত ?
৪০
৪৭
৫০
৫৭
৫৬. লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা -
৭
১০
১৫
২০
৫৭. ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে ?
১ নং অংশে
২ নং অংশে
৩ নং অংশে
৪ নং অংশে
👇👇👇👇👇👇👇👇👇👇👇
Answer Key :
1-b,2-c,3-a,4-c,5-c,6-d,7-c,8-b,9-c,10-a,11-b,12-b,13-d,14-a,15-c,16-a,17-c,18-b,19-d,20-a,21-c,22-b,23-b,24-d,25-b,26-b,27-c,28-a,29-a,30-c,31-c,32-b,33-c,34-b,35-a,36-b,37-c,38-a,39-d,40-c,41-d,42-c,43-c,44-a,45-c,46-b,47-a,48-c,49-b,50-d,51-d,52-a,53-d,54-b,55-b,56-c,57-b
1000+ Geography Gk : Click Here
1000+ WB Gk : Click Here
আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ।