WBCS Previous Year Question Set 9

WBCS Previous Year Question Solution in Bengali | WBCS Expected Gk Question 2022 | WBCS Gk Mock Test 2022


১. বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গিয়েছে ?

  1. লোথাল    

  2. হরপ্পা   

  3. মহেঞ্জোদারো    

  4. কালিবঙ্গাল               

২.ভারতের কোথায় আর্যরা স্থায়ী বসতি স্থাপন করে ?

  1. পাঞ্জাব  

  2. রাজস্থান  

  3. সিন্ধু   

  4. গুজরাট                                      

৩. বুদ্ধ জন্মগ্রহণ করেন- 

  1. ৫২৩ খ্রীস্টপূর্ব  

  2. ৫৬৩ খ্রীস্টপূর্ব  

  3. ৬২৩ খ্রীস্টপূর্ব  

  4. ৬০২ খ্রীস্টপূর্ব            

৪. নীচের কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রুপে পরিচিত ?

  1. প্রথম চন্দ্রগুপ্ত     

  2. সমুদ্রগুপ্ত       

  3. দ্বিতীয় চন্দ্রগুপ্ত    

  4. স্কন্দগুপ্ত  

৫. বাংলার কৌলিন্য প্রথা কে চালু করেন ? 

  1. গোপাল  

  2. বল্লাল সেন 

  3. লক্ষ্মণ সেন   

  4. ধর্মপাল                                

৬. আইহোল প্রশস্তি কে রচনা করেন ?

  1. কৌটিল্য   

  2. রবিকীর্তি  

  3. হরিষেণ   

  4. নয়নিকা    

৭.মহম্মদ বিন কাশিম সিন্ধু জয় করেন কবে ?

  1. ৭১২ খ্রিস্টাব্দে 

  2. ৭১৫ খ্রীস্টাব্দে                    

  3. ৭১৮ খ্রীস্টাব্দে  

  4. ৭২১ খ্রীস্টাব্দে   

৮.সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?

  1. ১২    

  2. ১৭      

  3. ৫      

  4. ২০                                

৯. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

  1. ইলতুৎমিস  

  2. বলবন  

  3. নাসিরুদ্দিন  

  4. কুতুবউদ্দিন   

১০.  ভারত আক্রমণে কে বাবরকে আমন্ত্রণ করেছিলেন ?

  1. ইব্রাহিম লোদি   

  2. সিকান্দার লোদি  

  3. দৌলত খা লোদি    

  4. শের খা    

১১. কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগীজ দের দমন করেন ?

  1. আকবর  

  2. জাহাঙ্গীর  

  3. শাহজাহান   

  4. ঔরঙ্গজেব 

১২. দাম কি ?

  1. শেরশাহ প্রচলিত তামার মুদ্রা   

  2. আকবর প্রচলিত তামার মুদ্রা   

  3. জাহাঙ্গীর প্রচলিত তামার মুদ্রা                                                                         

  4. ঔরঙ্গজেব প্রচলিত তামার মুদ্রা                                                                                 

১৩. নীচের কে "দীন ই ইলাহি" এর সদস্য হন ?

  1. মান সিং   

  2. টোডরমল                

  3. তানসেন 

  4. বীরবল  

১৪ . কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েছিলেন ?

  1. অস্তি                 

  2. মহাপদ্ম               

  3. পুরু   

  4. সবকটি  

১৫. কে বলেছিলেন "সব লাল হো যায়গা" ?

  1. গোবিন্দ সিং                                 

  2. অজিত সিং 

  3. তেগ বাহাদুর  

  4. রঞ্জিত সিংহ  

১৬. সিরাজউদদৌল্লা কবে সিংহাসনে বসেন ?

  1. ১৭০৭  

  2. ১৭৩৯ 

  3. ১৭৫৬ 

  4. ১৭৫৭                                         

১৭. কার হতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল ?

  1. লর্ড ওয়েলেসলি  

  2. লর্ড কর্নওয়ালিস  

  3. লর্ড ডালহৌসি 

  4. কন শোর                                         

১৮.কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় ?

  1. ১৮১৭

  2. ১৮২০

  3. ১৮৩২  

  4. ১৮৫৭  

১৯. বিখ্যাত ছবি "ভারত মাতা" কে একেছিলেন ?

  1. গগনেন্দ্রনাথ ঠাকুর 

  2. অবনীন্দ্রনাথ ঠাকুর  

  3. নন্দলাল বসু        

  4. যামিনী রায়                                        

২০. কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় ?

  1. ১৮৫৪

  2. ১৮৫৬

  3. ১৮৬০  

  4. ১৮৭৪  

২১. বাংলার তরিকা আন্দোলনের নেতা কে ছিলেন ?

  1. দুদুমিয়া  

  2. তিতুমীর 

  3. হাজী শরিয়াতুল্লা 

  4. সৈয়দ আহমেদ 

২২. কোন জায়গাকে সাঁওতালরা "দামিন ই কোহ" বলত ?

  1. ধলভূমি 

  2. পালামৌ

  3. হাজারিবাগ 

  4. রাজমহল পাহাড় 

২৩. ভীল বিদ্রোহ কোথায় হয়েছিল ?

  1. ছোটনাগপুর 

  2. রানাডে 

  3. বিরসা     

  4. কোন্ডা ডোরা    

২৪. কোন আইনে খ্রিস্টীয় মিশনারিরা ভারতে প্রবেশের ছাড়পত্র পায় ?

  1. চাটার আইন ১৭৯৩ 

  2. চাটার আইন ১৮১৩ 

  3. চাটার আইন ১৮৩৩  

  4. পীট আইন ১৭৮৪ 

২৫. স্বত্ব বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন ?

  1. লর্ড ওয়েলেসলি 

  2. লর্ড ডালহৌসি  

  3. লর্ড কার্জন      

  4. লর্ড লিনলিথগো 

২৬. কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন ?

  1. লর্ড ডালহৌসি 

  2. লর্ড কার্জন  

  3. উলিয়াম বেন্টিংক  

  4. লর্ড কর্নওয়ালিস       

২৭. ভারতের শেষ গভর্নর জেনেরাল কে ছিলেন ?

  1. লর্ড মাউন্টব্যাটেন 

  2. লর্ড লিটন   

  3. চক্রবর্তী রাজাগোপালচারি 

  4. আবুল কালাম আজাদ 

২৮. প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন ?

  1. আত্মারাম পান্ডুরঙ 

  2. জে এল নেহেরু 

  3. লালা লাজপৎ রায় 

  4. মুজাফফর আহমেদ 

২৯. নীলদর্পণ কে অনুবাদ করেন ?

  1. জেমস লঙ 

  2. উইলিয়াম কেরী      

  3. সতীশচন্দ্র বসু    

  4. মাইকেল মধুসূদন দত্ত 

৩০. এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা কবে হয় ?

  1. ১৭৮৪ 

  2. ১৭৮৫

  3. ১৭৯৪ 

  4. ১৭৯৬ 

৩১. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?

  1. ১৯১৮

  2. ১৯২০

  3. ১৯২১ 

  4. ১৯২৪ 

৩২. ১৯৪২ সালে "স্বরাজ পঞ্চায়েত" কোথায় প্রতিষ্ঠা হয় ?

  1. তমলুক 

  2. কন্টাই 

  3. কটক  

  4. পুরী  

৩৩. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?

  1. কলকাতা 

  2. বোম্বে 

  3. মাদ্রাজ 

  4. পুনে   

৩৪. কোন বছর জাতীয় কংগ্রেস "পূর্ণ স্বরাজ" এর প্রস্তাব গ্রহন করে ?

  1. ১৯২৮

  2. ১৯২৯

  3. ১৯৩০

  4. ১৯৩১ 

৩৫. কাকে গদর পার্টি মারতে চেয়েছিল ?

  1. কিংসফোর্ড 

  2. হার্ডিঞ্জ

  3. টেগার্ট        

  4. নর্থব্রুক 

৩৬. রবীন্দরনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ?

  1. চোখের বালি 

  2. ঘরে বাইরে 

  3. চতুরঙ্গ 

  4. চার অধ্যায়       

৩৭. কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্য হয় ?

  1. ফনি অভিযান 

  2. কার্পোল অভিযান      

  3. চট্রগ্রাম অস্ত্রগার লুন্ঠন 

  4. পাহাড়তলী ইউরোপীয় ক্লাব আক্রমণ        

৩৮. বাংলায় কবে তেভাগা আন্দোলন শুরু হয় ?

  1. ১৯৪২        

  2. ১৯৪৪   

  3. ১৯৪৫   

  4. ১৯৪৬    

৩৯. কতসালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন ?

  1. ১৯১৬

  2. ১৯২০   

  3. ১৯২৩    

  4. ১৯২৬    

৪০. ১৯৪০ এর মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানের পৃথক জতি পরিচয় গৃহীত হয়  ? 

  1. করাচী 

  2. সিন্ধু

  3. লহোর  

  4. পাটনা  

৪১. কে সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না ?

  1. পি কে সাহগাল  

  2. শাহনাওয়াজ খান 

  3. ক্যাপ্টেন মোহন সিং  

  4. জি এস ধীলন  

৪২. কে বলেছিলেন "আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে" ?

  1. আবুল কালাম 

  2. মতিলাল নেহরু 

  3. জি কে গোখলে  

  4. কোনটিয় নয় 

৪৩. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

  1. জম্মু কাশ্মির   

  2. হিমাচল প্রদেশ   

  3. অরুণাচল প্রদেশ    

  4. মণিপুর   

৪৪. কোন নদী কাশ্মীর উপত্যকা দিয়ে প্রবাহিত ?

  1. শতদ্রু      

  2. ইরাবতী       

  3. চন্দ্রভাগা  

  4. ঝিলাম   

৪৫. নর্মদা নদীর উৎপত্তি কোথায় ?

  1. অমরকন্টক মালভূমি 

  2. মহাকাল পর্বতমালা 

  3. বিন্ধ্য পর্বতমালা   

  4. পালনী পর্বত     

৪৬. গন্ডোয়ানা স্তর কিসের সঞ্চয়ের জন্য বিখ্যাত ?

  1. লৌহ 

  2. কয়লা 

  3. বক্সাইট 

  4. পেট্রোলিয়াম 

৪৭. ভারতে প্রথম চটকল স্থাপিত হয় কোন সালে ?

  1. ১৯২০

  2. ১৮৫০

  3. ১৮৫৫   

  4. ১৭৫০

48. ভারতের কয়লা প্রধানত ?

  1. এনথ্রাসাইট 

  2. লিগনাইট  

  3. বিটুমিনাস 

  4. পিট  

৪৯. ভারতের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপন্ন হয় ?

  1. ছত্তিশগড় 

  2. ঝাড়খন্ড  

  3. ওড়িশা   

  4. বিহার   

৫০. পাটচাষের প্রধান ক্ষেত্র হল- 

  1. তামিলনাড়ু  

  2. পশ্চিমবঙ্গ 

  3. কেরল   

  4. হিমাচল প্রদেশ 

৫১. তুলো কোন রাজ্যে সবথেকে বেশী উৎেন্ন হয় - 

  1. গুজরাট   

  2. মহারাষ্ট্র   

  3. অন্ধ্রপ্রদেশ  

  4. পাঞ্জাব 

৫২. ভারতের কোন রাজ্যে আখের উৎপাদন সর্বাধিক ?

  1. অন্ধ্রপ্রদেশ  

  2. মধ্যপ্রদেশ  

  3. তামিলনাড়ু  

  4. উত্তরপ্রদেশ   

৫৩. সিসমোগ্রাফ হল- 

  1. মেঘের ছবি তোলার যন্ত্র  

  2. ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র  

  3. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্র   

  4. বায়ুমন্ডলের চাপ মাপার যন্ত্র  

৫৪. আয়তন অনুসারে ভারত পৃথিবীতে কত তম স্থান অধিকার করে ?

  1. পঞ্চম   

  2. সপ্তম  

  3. দশম  

  4. দ্বাদশ    

৫৫. ভারতীয় মৌসুমিবায়ুর নিয়ন্ত্রণ করে- 

  1. উষ্ণতা 

  2. নিম্নচাপ  

  3. জেট স্ট্রীম 

  4. হিমালয় পর্বতের অবস্থান 

৫৬. খড়গপুরে রেলওয়ে কারখানা তৈরি হয়েছে ?

  1. ১৮৫০  

  2. ১৮৭৫

  3. ১৯০০

  4. ১৭৩০  

৫৭. পশ্চিমবঙ্গে বোরো ধানচাষের প্রাধান্য দেখা যায় ?

  1. পূর্বের জেলাগুলিতে  

  2. রাঢ় অঞ্চলে

  3. পুরুলিয়া মালভূমি অঞ্চলে

  4. উত্তরবাংলা সমভূমতেম

৫৮. পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হল - 

  1. ইউরোডেলা 

  2. অণুরা 

  3. জিমনোফিওনা 

  4. কোনটিয় নয়

৫৯. স্তন্যপায়ী প্রাণীর সারভাইক্যাল কশেরুকার সংখ্যা - 

  1. সাত

  2. সতেরো

  3. সাতাত্তর 

  4. এগারো

৬০. যেটির অনুপস্থিতিতে পাখি বাদুড়ের থেকে পৃথক গোষ্ঠীর প্রাণী তা হল- 

  1. উষ্ণ শোণিত  

  2. ট্রাকিয়া  

  3. মধ্যচ্ছদা  

  4. কোনটিয় নয় 

৬১. কোন উদ্ভিদের শস্য থেকে তেল পাওয়া যায় ?

  1. চিনাবাদাম 

  2. নারকেল

  3. সর্ষে

  4. তিল 

৬২. ব্যক্তবীজী উদ্ভিদে ত্রিনিষেক ঘটার ফলে প্রস্তুত হয় ?

  1. ভ্রূণ

  2. শস্য

  3. সাসপেন্সর 

  4. বীজত্বক 

৬৩.শস্যক্ষেত্রে DDT স্প্রে করলে দূষিত হয় 

  1. শুধুমাত্র বাতাস

  2. শুধুমাত্র বাতাস ও মাটি

  3. শুধুমাত্র বাতাস ও জল

  4. শুধুমাত্র বাতাস, মাটি, জল

৬৪. কোন রাশির একক ডাইন সেকেন্ড ?

  1. বল 

  2. ভরবেগ 

  3. শক্তি

  4. ক্ষমতা 

৬৫. একই গতিশক্তি সম্পর্ক কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ? 

  1. ইলেকট্রন 

  2. প্রোটন

  3. ডিউটেরন

  4. আলফা কণা 

৬৬. ভারত স্বাধীনতা অর্জন করে  -

  1. ২৬ জানুয়ারি ১৯৫০

  2. ২ অক্টোবর ১৯৪২

  3. ১৫ আগস্ট ১৯৪৭

  4. ৩ ডিসেম্বর ১৯৭২ 

৬৭. সংবিধান সভার প্রথম সভাপতি ? 

  1. ডঃ আম্বেদকর 

  2. রাজাগোপালচারি 

  3. আবুল কালাম আজাদ 

  4. ডঃ রাজেন্দ্র প্রসাদ 

৬৮. কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয় ? 

  1. রাজাগোপালচারি 

  2. শরৎ বসু

  3. মতিলাল নেহরু 

  4. শ্যামাপ্রসাদ মুখার্জি

৬৯. ভারতবর্ষের রাষ্ট্রব্যবস্থা হল -

  1. যুক্তরাষ্ট্রীয় 

  2. একরাষ্ট্রীয়

  3. সামন্ততাম্রিক

  4. কোনটিয় নয় 

৭০. বাক স্বাধীনতা হল একটি-

  1. মৌলিক অধিকার 

  2. নির্দেশক নীতিভিত্তিক

  3. রাজ্য বিধানসভা অধিকার 

  4. উপরের কোনটিই নয় 

৭১. ভারতীয় সংবিধানে কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা ? 

  1. ৬ টি

  2. ৭ টি

  3. ৮ টি

  4. ৯ টি 

৭২. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে ? 

  1. ট্রাইবুনাল কোর্ট

  2. সুপ্রিম কোর্ট 

  3. কেন্দ্রীয় মন্ত্রী 

  4. সংসদ।

৭৩. ভারতীয় সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন -

  1. ভারতের রাষ্ট্রপতি

  2. ভারতের প্রধানমন্ত্রী 

  3. কেন্দ্রীয় মন্ত্রী 

  4. রাজ্যপালগন 

৭৪. ভারতে ন্যাশনাল গ্রীন ট্রাইবুন্যাল প্রতিষ্ঠিত হয় ? 

  1. ২০০৯

  2. ২০১০

  3. ২০১১

  4. ২০১২ 

৭৫. বাংলাদেশ রাষ্ট্র তৈরী হয় কোন বছর ? 

  1. ১৯৫৬

  2. ১৯৭১

  3. ১৯৯০

  4. ১৯৪৭ 


👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2


Answer Key : 

1-c,2-a,3-b,4-c,5-b,6-b,7-a,8-b,9-d,10-c,11-c,12-a,13-d,14-c,15-d,16-c,17-a,18-a,19-b,20-b,21-b,22-d,23-a,24-b,25-b,26-d,27-c,28-a,29-d,30-a,31-b,32-c,33-b,34-b,35-b,36-b,37-d,38-d,39-b,40-c,41-c,42-c,43-d,44-d,45-a,46-b,47-b,48-c,49-b,50-b,51-a,52-d,53-b,54-b,55-d, 56-c,57-a,58-c,59-a,60-c,61-b,62-b,63-d,64-b,65-d,66-c,67-d,68-c,69-a,70-a,71-a,72-d,73-a,74-b,75-b 




3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন