WBCS Previous Year Question Set 12

WBCS Previous Year Question |WBCS Last 17 Year Gk Solution | wbcs important gk Question 


১. সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল ?

  1. লোথাল      

  2. কালিবঙ্গান    

  3. চানহুদাড়ো    

  4. মেহেড়গড়                 

২.কোনটি একটি কুলপঞ্জি বর্ণিত বৌদ্ধ গ্রন্থ  ?

  1. সুত্তপিটক    

  2. বিনয়পিটক    

  3. অভিধম্মপিটক      

  4. দীপবংশ                                         

৩. কাদম্বীরী গ্রন্থের রচয়িতা ছিলেন  - 

  1. কলহন     

  2. সন্ধ্যাকর নন্দী     

  3. বানভট্ট  

  4. স্কন্দগুপ্ত             

৪. কোন দাস বংশীয় সুলতান দাস ছিলেন না ?

  1. কুতুবউদ্দিন      

  2. ইলতুৎমিস          

  3. রাজিয়া     

  4. বলবন   

৫. কার রাজত্বকালে "জাবত" ভূমি ব্যাবস্থার প্রচলন হয় ?

  1. আলাউদ্দিন খলজি    

  2. শেরশাহ  

  3. শাহজাহান 

  4. আকবর                                 

৬. তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন ?

  1. দেবেন্দ্রনাথ ঠাকুর     

  2. শিবনাথ শাস্ত্রী     

  3. কেশবচন্দ্র সেন      

  4. কোনটিয় নয়     

৭.বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?

  1. ১৮৭০  

  2. ১৮৭৫                      

  3. ১৮৭৬ 

  4. ১৮৮০    

৮.তিতুমির কে ছিলেন  ?

  1. ওয়াহাবি আন্দোলনের নেতা 

  2. ফরাজী আন্দোলনের নেতা        

  3. সিপাহি বিদ্রোহের নেতা        

  4. নীল বিদ্রোহের নেতা                                   

৯. ভারতে "সিভিল সার্ভিস" কে শুরু করেন ?

  1. লর্ড হার্ডিঞ্জ 

  2. উইলিয়াম বেন্টিংক   

  3. ওয়ারেন হেস্টিংস 

  4. লর্ড কর্নওয়ালিস    

১০.  ভারতে রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান - 

  1. লর্ড ডালহৌসি  

  2. লর্ড ক্যানিং  

  3. লর্ড লিটন  

  4. লর্ড কার্জন       

১১. লর্ড মাউন্টব্যাটেন কাকে "একাই এক সীমান্ত বাহিনী" বলে উল্লেখ করছেন - 

  1. আবদুল গফফার খান    

  2. সুভাষচন্দ্র বসু    

  3. এম কে গান্ধী     

  4. শরৎ বসু   

১২. প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে ?

  1. ওয়ারেন হেস্টিংস     

  2. উইলিয়াম বেন্টিংক  

  3. লর্ড ওয়েলেসলি                                                                           

  4. লর্ড রিপন                                                                                  

১৩. ভার্নাকুলার প্রেস অ্যক্ট প্রণয়ন করেন ?

  1. লর্ড লিটন 

  2. লর্ড বেন্টিংক                 

  3. লর্ড উইলিয়াম   

  4. লর্ড ওয়াভেল     

১৪ . কোন গভর্নর কে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি ?

  1. ক্লাইভ                    

  2. রিপন  

  3. মায়ো

  4. নর্থব্রুক  

১৫. ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লিগের প্রতিষ্ঠাতা কে ?

  1. লর্ড মাউন্টব্যাটেন                                    

  2. রাসবিহারি বসু 

  3. লর্ড কার্জন  

  4. লর্ড ডালহৌসি    

১৬. ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে ?

  1. সুরেন্দ্রনাথ ব্যানার্জি

  2. লালা লাজপৎ রায়   

  3. লর্ড উইলিংডন  

  4. লর্ড লিনলিথগো                                          

১৭. কে স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন ?

  1. মতিলাল নেহরু 

  2. সি আর দাশ    

  3. রাজেন্দ্র প্রসাদ 

  4. রাজা রামমোহন                                           

১৮.কবে এবং কোথায় গদরপার্টি প্রতিষ্ঠিত হয় ?

  1. আমেরিকা, ১৯১৩ 

  2. ইংল্যান্ড, ১৯১৭  

  3. ডেনমার্ক, ১৯২১ 

  4. স্কটল্যান্ড, ১৯২৫     

১৯. নীচের কোনটি স্বামী বিবেকানান্দের রচিত ?

  1. কথামৃত   

  2. কথামালা  

  3. বর্তমান ভারত          

  4. কোনটিয় নয়                                         

২০. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?

  1. অ্যানি বেসান্ট 

  2. বিজয়লক্ষ্ণী পন্ডিত 

  3. সরোজিনী নাইডু 

  4. আসফ আলি 

২১. লক্ষ্ণৌ চুক্তি (১৯১৬) কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

  1. হোমরুল লীগ ও মুসলিম লীগ   

  2. মুসলীম লীগ ও ভারত সভা 

  3. স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস   

  4. ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ  

২২. কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিলেন ?

  1. ১৯৪২   

  2. ১৯৪৫

  3. ১৯৪৬

  4. ১৯৪৭ 

২৩. বঙ্গবিভাগ কার্যকরী হবার তারিখ কী ছিল ?

  1. ১৬ অক্টোবর ১৯০৫    

  2. ২৯ মার্চ ১৯০১ 

  3. ২২ জুলাই ১৯১১       

  4. ১৪ আগস্ট ১৯৪৬      

২৪. কবে "ডান্ডি অভিযান" হয়েছিল ?

  1. ১২ এপ্রিল ১৯২৫ 

  2. ৭ আগস্ট ১৯৪২  

  3. ১২ মার্চ ১৯৩০

  4. ১৪ মে ১৯৩৫ 

২৫. মুসলীম লীগ অন্তবর্তীকালীন সরকারে যোগদান করেন কবে ?

  1. অক্টোবর ১৯৪৬

  2. নভেম্বর ১৯৪৬ 

  3. ডিসেম্বর ১৯৪৬        

  4. জানুয়ারি ১৯৪৭ 

২৬. কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিক ভাবে গৃহীত হয় ?

  1. ১৯০৬    

  2. ১৯০৯

  3. ১৯১৬    

  4. ১৯৪০         

২৭. কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ? 

  1. ১৯০১ 

  2. ১৯০৬ 

  3. ১৯১০ 

  4. ১৯১৫

২৮. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ হল- 

  1. জলবিদ্যুৎ উৎপাদন 

  2. গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন 

  3. গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি  

  4. উপরের কোনটিই নয় 

২৯. সবুজ বিপ্লব সীমিত ছিল - 

  1. পশ্চিমবঙ্গের ধান চাষে    

  2. মহারাষ্ট্রের তুলা চাষে         

  3. পাঞ্জাব হরিয়ানার গম চাষে      

  4. কোনটিয় নয়   

৩০. যে কৃষ্ণ লাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলাচাষ হয় তা হল- 

  1. রেগুর  

  2. ল্যাটেরাইট মৃত্তিকা  

  3. রেগোলিথ  

  4. রাঙামাটি    

৩১. ২০১১ সেন্সাস অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল- 

  1. কেরালা  

  2. পশ্চিমবঙ্গ 

  3. উত্তরপ্রদেশ 

  4. ঝাড়খণ্ড 

৩২. কলকাতা এবং লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে ?

  1. কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে 

  2. কলকাতা তিন ঘন্টার বেশী এগিয়ে    

  3. কলকাতা পনেরো মিনিট এগিয়ে     

  4. কলকাতা দশ ঘন্টা পিছিয়ে     

৩৩. টপোগ্রাফিক মানচিত্র নির্মাতা Survey of India র প্রধান আফিস হল- 

  1. মুসৌরীতে 

  2. সিমলায়    

  3. দেরাদুনে 

  4. নৈনীতালে  

৩৪. বায়ুমন্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনী রশ্মি শোষণ করে ?

  1. ট্রাপোস্ফিয়ার  

  2. থার্মোস্ফোয়ার  

  3. স্ট্র্যাটোস্ফিয়ার  

  4. মেসোস্ফিয়ার   

৩৫. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি ?

  1. নিরক্ষরেখার নিকট   

  2. কর্কটক্রান্তির নিকট  

  3. মকরক্রান্তির নিকট          

  4. আর্কটিক সার্কেল    

৩৬. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা হল- 

  1. লিগনাইট    

  2. আনথ্রাসাইট   

  3. বিটুমিনাস 

  4. কোনটিয় নয়          

৩৭. নীচের কোনটি প্রাকৃতিক অক্সিন ?

  1. NAA    

  2. IAA         

  3. 2,4-D   

  4. IBA           

৩৮. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা - 

  1. ১০ জোড়া      

  2. ১০ টি      

  3. ১২ জোড়া 

  4. ১২ টি 

৩৯. DNA র পিরিমিডিন বেসগুলি হল- 

  1. অ্যাডেনিন  

  2. থাইমিন ও অ্যাডেনিন     

  3. সাইটোসিন ও গুয়ানিন      

  4. থাইমিন ও সাইটোসিন       

৪০. কোষবিভাজনের সময় DNA সংশ্লেষিত হয় ?

  1. ইনটারফেজে   

  2. অ্যানাফেজে 

  3. প্রফেজে    

  4. টেলোফেজে     

৪১. মেন্ডেলীয় দ্বিসংকর জননের বহিরঙ্গের অনুপাত হল ?

  1. ৯ঃ৩ঃ৩ঃ১

  2. ১ঃ১ঃ১ঃ১

  3. ৩ঃ৪ঃ৩ঃ১  

  4. ১ঃ২ঃ১ঃ১   

৪২. গরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরকে বলা হয় ?

  1. অ্যালোগ্যামি 

  2. গাইটোনোগ্যামি

  3. জেনোগ্যামি  

  4. অটোগ্যামি  

৪৩. রাসায়নিক ভাবে অ্যাসপিরিন হল- 

  1. মিথাইল স্যালিসাইলেট 

  2. ইথাইল স্যালিসাইলেট 

  3. সোডিয়াম স্যালিসাইলেট 

  4. অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড 

৪৪. ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হল- 

  1. দ্বিদলীয় ও সংসদীয়        

  2. বহুদলীয় ও সংসদীয়         

  3. রাষ্ট্রপতি প্রধান সরকার    

  4. কোনটিয় নয়     

৪৫. রাজ্য আইনসভার উপরের কক্ষটির নাম হল- 

  1. লোকসভা 

  2. রাজ্যসভা 

  3. বিধানসভা 

  4. বিধান পরিষদ 

৪৬. রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন- 

  1. লোকসভার সঞ্চালক  

  2. ভারতের রাষ্ট্রপতি 

  3. ভারতের উপরাষ্ট্রপতি  

  4. কোনটিয় নয়    

৪৭. একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ ?

  1. চার বছর 

  2. পাঁচ বছর 

  3. ছয় বছর      

  4. আট বছর 

48. ভোটদানের বয়স ২১ থেকে ১৮ করা হয় ?

  1. ১৯৬০ এর দশকে

  2. ১৯৭০ এর দশকে

  3. ১৯৮০ এর দশকে

  4. ১৯৯০ এর দশকে 

৪৯. রাজ্য আইনসভার একটি বিল আইনে রুপান্তরিত হয় যখন - 

  1. রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সই করেন 

  2. রাজ্যের রাজ্যপাল তাতো সই করেন     

  3. বিধানসভার সঞ্চালক তাতে সই করেন 

  4. কোনটিয় নয়     

৫০. ১৯৬৯ সালে কটি বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কের অধিগ্রহণ হয়েছিল ?

  1. ১২ টি    

  2. ১৩ টি   

  3. ১৪ টি      

  4. ১৫ টি   

👇👇👇👇👇👇👇👇👇👇

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2

Download Full PDF : Link 3 

Answer Key : 

1-a,2-d,3-c,4-c,5-d,6-a,7-b,8-a,9-d,10-a,11-c,12-a,13-a,14-c,15-b,16-a,17-b,18-a,19-c,20-a,21-d,22-c,23-a,24-c,25-a,26-d,27-b,28-c,29-c,30-a,31-c,32-a,33-c,34-c,35-b,36-c,37-b,38-c,39-d,40-a,41-a,42-d,43-d,44-b,45-d,46-c,47-c,48-c,49-b,50-c


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post