ভারতীয় সংবিধান থেকে ১৩৫ টি প্রশ্ন ও উত্তর

ভারতের সংবিধান থেকে বারবার চাকরি পরীক্ষায় আসে এমন ১৩৫ টি প্রশ্ন যে গুলি তোমাদের সামনের প্রতিটি চাকরি পরীক্ষায় আসবে 



১. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয় ?


উত্তরঃ দিল্লি 


২. গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা ছিল- 


উত্তরঃ ৯৩ জন 


৩. সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্যসংখ্যা কত ছিল ? 


উত্তরঃ ৩৮৯  



৪. সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি হয়  ?


উত্তরঃ ড. রাজেন্দ্র প্রসাদ    


৫. সংবিধান সভার অস্থায়ী সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ সচ্চিদানন্দ সিনহা 



৬. গণপরিষদে কাকে "ভারতীয় সংবিধানের স্থপতি" বলে উল্লেখ করা হয়েছে ?


উত্তরঃ বি আর আম্বেদকর   



৭. কোনটির অধীনে গণপরিষদ গঠিত হয়েছিল ?


উত্তরঃ ক্যাবিনেট মিশন প্লান    



৮. কোন তারিখ থেকে সংবিধান কার্যকারী হয় ?


উত্তরঃ ২৬ জানুয়ারি ১৯৫০  



৯. রাজ্য সংবিধান-সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন ?


উত্তরঃ সর্দার বল্লভভাই পাটেল    



১০. ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা কে নিযুক্ত হন ?


উত্তরঃ বি এন রাও  



১১. কে গণপরিষদের প্রথম সভায় কার্যনির্বাহী সভাপতি পদে সচ্চিদানন্দ সিনহা নাম প্রস্তাব করে ?


উত্তরঃ জে বি কৃপালনী   



১২. কে ভারতবন্ধু নামে পরিচিত ছিলেন ?


উত্তরঃ ক্লিমেন্ট এটলি



১৩. কে প্রথম উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপিত করেছিলেন ?


উত্তরঃ জওহরলাল নেহেরু    



১৪. কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রীয় ধারণাটি সর্বপ্রথম প্রস্তাবিত হয় ?


উত্তরঃ মোতিলাল নেহেরু 



১৫. গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন- 


উত্তরঃ বি আর আম্বেদকর 



১৬. গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় ?


উত্তরঃ ২২ জুলাই ১৯৪৭  


১৭. কবে ভারতীয় সংবিধানের প্রথম খসড়াটি রচিত হয় ?


উত্তরঃ অক্টোবর ১৯৪৭ 


১৮. গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য ছিল- 


উত্তরঃ ৭৩ জন  



১৯. গণপরিষদের সহসভাপতি ছিলেন-


উত্তরঃ হরেন্দ্রকুমার মুখোপাধ্যায়  


২০. কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ?


উত্তরঃ সচ্চিদানন্দ সিনহা    


২১. ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন ?


উত্তরঃ রাজেন্দ্র প্রসাদ  



২২. সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম ব্যাক্ত করেন- 


উত্তরঃ গান্ধিজী 


২৩. ভারতীয় সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়-


উত্তরঃ ২৬ নভেম্বর ১৯৪৯  


২৪. জওহরলাল নেহেরু কবে উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপিত করেছিলেন-


উত্তরঃ ২২ জানুয়ারি ১৯৪৭ 



২৫. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিল ?


উত্তরঃ দাদাভাই নৌরজী    


২৬. নেহরু রিপোর্ট কমিটিতে (১৯২৮) লিবারেল ফেডারেশনের প্রতিনিধিত্ব করেন- 


উত্তরঃ তেজ বাহাদুর সাপ্রু 


২৭. কত সালে ওয়াভেল প্ল্যান ঘোষিত হয় ? 


উত্তরঃ জুন ১৯৪৫


২৮. কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে ?


উত্তরঃ মার্চ,১৯৪৬


২৯. ক্রিপস মিশন কত সালে ভারতে আসে ?  


উত্তরঃ মার্চ ১৯৪২ 



৩০. অন্তর্বর্তীকালীন সরকারের ভাইস-প্রেসিডেন্ট কে ছিলেন ?


উত্তরঃ জওহরলাল নেহেরু  


৩১. কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় ?


উত্তরঃ আগস্ট ১৯৪৬



৩২. কবে গণপরিষদ সর্বপ্রথম ডোমিনিয়ন পার্লামেন্ট হিসাবে কাজ শুরু করে ?


উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৪৭  


৩৩. কোন আইনকে মডেল করে ভারতীয় সংবিধান রচিত হয়েছে ?


উত্তরঃ ভারতশাসন আইন ১৯৩৫ 


৩৪. ভারতীয় সংবিধানের কোন অংশকে "রত্নসম্ভার" বলেও উল্লেখ করা হয় ?


উত্তরঃ প্রস্তাবনা  



৩৫. সংবিধানে বর্ণিত "মৌলিক কর্তব্যের" ধারণাটি গৃহীত- 


উত্তরঃ সোভিয়েত রাশিয়া   


৩৬. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান অনুসৃত ?


উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র 


৩৭. ভারতীয় সংবিধানে প্রস্তাবনার ধারণাটি সর্বপ্রথম উত্থাপন করেন- 


উত্তরঃ জওহরলাল নেহেরু    


৩৮. সংবিধানে একক নাগরিকত্ব ধারণাটি গৃহীত- 


উত্তরঃ ব্রিটেন থেকে   


৩৯. মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে ?


উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র  


৪০. সংবিধানে বর্ণিত "জরুরি অবস্থার ধারণাটি" গৃহীত- 


উত্তরঃ জার্মানি  





৪১. সংবিধানের মূল প্রস্তাবনায় "সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ" শব্দ দুটি যুক্ত করা হয় -


উত্তরঃ ১৯৭৬ সালে ৪২ তম সংশোধনে 


৪২. ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে "সংবিধানের আত্মা" বলেছেন-


উত্তরঃ ঠাকুরদাস ভার্গব 


৪৩. কে প্রস্তাবনা কে "পলিটিকাল হরোস্কোপ" বলে মন্তব্য করেছেন ?


উত্তরঃ কে এম মুন্সি  


৪৪. সংবিধানে নির্দেশাত্মক নীতির ধারণাটি গৃহীত হয়েছে- 


উত্তরঃ আয়ারল্যান্ডের সংবিধান থেকে


৪৫. প্রস্তাবনা কে A Key to The Constitution বলে উল্লেখ করেছেন- 


উত্তরঃ আর্নেস্ট বার্কার   


৪৬. ভরতে দীর্ঘ আন্দোলনের পর সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল-


উত্তরঃ অন্ধ্রপ্রদেশ 


৪৭. কত সালে রাজ্য পুনর্গঠন আইন পাস হয় ? 


উত্তরঃ ১৯৫৬ সালে 


৪৮. সংবিধানে রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কে বিস্তারিত উল্লেখ পাওয়া যায়- 


উত্তরঃ ১-৪ নং ধারায়   


৪৯. ভারতীয় নাগরিকত্ব আইন প্রবর্তিত হয়- 


উত্তরঃ ১৯৫৫ সালে 


৫০. ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে নূন্যতম বয়সসীমা হল- 


উত্তরঃ ১৮ বছর  


৫১. ভারতের সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত হল- 


উত্তরঃ ৫-১১ নং  




৫২. ভারতীয় সংবিধানে বর্ণিত নাগরিকত্ব হল- 


উত্তরঃ একনাগরিকত্ব  


৫৩. ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব-বিষয়ক ধারাগুলি উল্লেখ রয়েছে ?


উত্তরঃ দ্বিতীয় অংশে 


৫৪. কোন ধারায় যে কোনো ধরনের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে ?


উত্তরঃ ১৭ নং ধারায় 



৫৫. সংবিধানের কত নং পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত অলোচনা রয়েছে ? 


উত্তরঃ পার্ট-III 


৫৬. বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ?


উত্তরঃ ৬ টি  


৫৭. কত তম সংশোধনে সম্পত্তির অধিকার কে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়ায় হয় ?


উত্তরঃ ১৯৭৮ সালে ৪৪তম সংশোধন  


৫৮. বর্তমান কত নং ধারায় সম্পত্তির অধিকার স্বীকৃতি হয়েছে ?


উত্তরঃ 300(A) 



৫৯. বর্তমানে সম্পত্তির অধিকার হল একটি-


উত্তরঃ সাধারণ আইনি অধিকার    


৬০. কত নং ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে ?


উত্তরঃ ২২৬ নং ধারা 


৬১. কোন লেখ জারি করার মাধ্যমে মৌলিক অধিকার গুলিকে বাধ্যতামূলক করা হয় ? 


উত্তরঃ হেবিয়াস করপাস  



৬২. জরুরি অবস্থায় মৌলিক অধিকার রদ করেন পারে ? 


উত্তরঃ রাষ্ট্রপতি  



৬৩. সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার গুলিকে বলবৎ করার ক্ষমতা কার রয়েছে ?


উত্তরঃ সুপ্রিমকোর্টের   


৬৪. কত নং ধারার অধীনে "ভারতরত্ন" এবং "পদ্মশ্রী" পুরষ্কার প্রদান করা হয় ?


উত্তরঃ ১৮ নং ধারা 


৬৫. সংবিধানের কত নং ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃতি হয়েছে ?


উত্তরঃ ২৫-২৮ নং ধারায়   


৬৬. সংবিধানে বর্ণিত কোন মৌলিক অধিকারটি সামাজিক বৈষম্যরোধে সচেষ্ট হয়েছে ?


উত্তরঃ সাম্যের অধিকার  


৬৭. কত সালে "অস্পৃশ্যতা আইন" প্রণীত হয় ? 


উত্তরঃ ১৯৫৫ সালে


৬৮. কত সালে "শিক্ষার অধিকার" কে মৌলিক অধিকার হিসাবে সংবিধানে স্বীকৃত দেওয়া হয় ? 


উত্তরঃ ২০০২ সালে 


৬৯. সংবিধানের যে অংশে রাষ্ট্রপরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সম্পর্কে উল্লেখ করা হয়েছে- 


উত্তরঃ চতুর্থ  



৭০. ভারতে প্রথম সাধারণ নির্বাচন হয়-


উত্তরঃ ১৯৫১-৫২ সালে 



৭১. ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ কত ? 


উত্তরঃ ৬ বছর 


৭২. ৪২তম সংশোধনের মাধ্যমে ক-টি নির্দেশাত্মক নীতি সংবিধানের চতুর্থ অংশে সংযুক্ত হয়েছে ? 


উত্তরঃ ৩ টি 


৭৩. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে "মৌলিক দায়িত্ব বা কর্তব্য" এর ধারণাটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে ?


উত্তরঃ ৪২ তম সংশোধন ১৯৭৬ 




৭৪. বর্তমানে সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের সংখ্যা হল-


উত্তরঃ ১১টি


৭৫. সংবিধানের কোন অংশে "কল্যাণকর রাষ্ট্রের" ধারণাটি রূপায়িত হয়েছে ?


উত্তরঃ নির্দেশাত্মক নীতি 


৭৬. সংসদের উভয় কক্ষ ও রাজ্য আইনসভার উভয় কক্ষ থেকে নির্বাচিত সদস্যবৃন্দ দ্বারা কে নির্বাচিত হন ? 


উত্তরঃ রাষ্ট্রপতি  


৭৭. ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করেন- 


উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার সদস্যগণ দ্বারা 


৭৮. কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি তাঁর পদত্যাগপত্র কার কাছে প্রেরণ করেন ?


উত্তরঃ উপরাষ্ট্রপতি 


৭৯. ভারতবর্ষের প্রতিরক্ষা বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন-


উত্তরঃ রাষ্ট্রপতি  


৮০. রাষ্ট্রপতির পদচ্যুত-সংক্রান্ত প্রস্তাব উত্থাপনের জন্য কতদিন আগে নোটিশ দিতে হয় ?


উত্তরঃ ১৪ জন 


৮১. রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন কে মনোনীত করতে পারেন ?


উত্তরঃ ১২ জন   


৮২. রাষ্ট্রপতি লোকসভায় কতজন মনোনীত করতে পারেন ?


উত্তরঃ ২ জন  


৮৩. ভারতবর্ষের "প্রথম নাগরিক" হিসাবে কাকে অভিহিত করা হয়ে থাকে ?


উত্তরঃ রাষ্ট্রপতি  


৮৪. রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনো বিরোধ দেখা দিলে তার সমাধান করেন- 


উত্তরঃ সুপ্রিমকোর্ট  


৮৫. রাষ্ট্রপতির পদচ্যুতি-সংক্রান্ত প্রস্তাব কোন কক্ষে উত্থাপন করা যায় ?


উত্তরঃ লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষে


৮৬. কোন রাষ্ট্রপতি কর্মরত অবস্থান মারা যান ?


উত্তরঃ ফখরুদ্দিন আলি   


৮৭. ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন - 


উত্তরঃ প্রতিভা পাতিল  


৮৮. প্রথম উপরাষ্ট্রপতি থেকে নির্বাচিত রাষ্ট্রপতি হলেন- 


উত্তরঃ ড. সর্বপল্লি রাধাকৃষ্ণণ 


৮৯. কোন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোনোপ্রকার বিরোধিতা করা হয়নি ?


উত্তরঃ এন সঞ্জীব রেড্ডি  


৯০. ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?


উত্তরঃ ড. রাজেন্দ্র প্রসাদ  


৯১. ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ?


উত্তরঃ ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণ 


৯২. ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে- 


উত্তরঃ সংসদ 


৯৩. উপরাষ্ট্রপতি কে কে শপথবাক্য পাঠ করান- 


উত্তরঃ রাষ্ট্রপতি 


৯৪. উপরাষ্ট্রপতি তাঁর পদাধিকার বলে সভাপতিত্ব করেন- 


উত্তরঃ রাজ্যসভার  


৯৫. উপরাষ্ট্রপতি কে পদচ্যুত করার ক্ষমতা রয়েছে - 


উত্তরঃ রাজ্যসভার 


৯৬. ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন- 


উত্তরঃ রাষ্ট্রপতি  


৯৭. সংবিধানের কত নম্বর ধারাবলে রাষ্ট্রপতি কোনো রাজ্যের সরকার কে বরখাস্ত করতে পারেন ?


উত্তরঃ ৩৫৬ 


৯৮. অর্থবিল কেবলমাত্র কোন কক্ষে উত্থাপিত হতে পারে- 


উত্তরঃ কেবলমাত্র লোকসভায় 


৯৯. সংবিধানের কত নং ধারায় অর্থবিলের উল্লেখ আছে ?


উত্তরঃ ১১০ নং ধারায়  


১০০. বাজ্যপাল কে শপথবাক্য পাঠ করান-


উত্তরঃ রাজ্য হাইকোর্টের প্রধান বিচারপতি 


101. পার্লামেন্টের অধিবেশন কে আহবান করেন ? 


উত্তরঃ রাষ্ট্রপতি 


১০২. পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান হল-


উত্তরঃ ৬ মাস 


১০৩. সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয় ? 


উত্তরঃ ১১২ নং ধারায় 


১০৪. সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় ? 


উত্তরঃ রাজ্যসভা 


১০৫. সংবিধানের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন-


উত্তরঃ লোকসভার স্পিকার 


১০৬. রাজ্যসভার মোট সদস্যসংখ্যার কতজন প্রতি দুবছর অন্তর অবসর গ্রহণ করেন ? 


উত্তরঃ এক-তৃতীয়াংশ 


১০৭. সভার কার্য চালিয়ে যাওয়ার জন্য লোকসভায় মোট সদস্যসংখ্যার ন্যূনতম কত অংশ উপস্থিত আবশ্যক ? 


উত্তরঃ এক-দশমাংশ 


১০৮. লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল-


উত্তরঃ সংবিধানের নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই 


১০৯. কততম সংশোধনে লোকসভার কার্যকালের মেয়াদ ৫ থেকে বাড়িয়ে ৬ বছর করা হয় ? 


উত্তরঃ ৪২ তম 


১১০. মন্ত্রীসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে ? 


উত্তরঃ লোকসভা 


১১১. ভারতের সংসদ গঠিত হয়েছে কি নিয়ে ? 


উত্তরঃ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা নিয়ে


১১২. লোকসভায় সভাপতিত্ব করেন-


উত্তরঃ লোকসভার স্পিকার 


১১৩. লোকসভার প্রথম স্পিকার হলেন-


উত্তরঃ জি ভি মাভলাঙ্কার 


১১৪. লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন ? 


উত্তরঃ মীরা কুমার 


১১৫. কোনো বিল অর্থবিল কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেন-


উত্তরঃ স্পিকার 


১১৬. লোকসভার বাজেট কমিটির সভাপতি হলেন-


উত্তরঃ ডেপুটি স্পিকার 


১১৭. রাজ্যপাল পদে নিযুক্ত ব্যক্তির ন্যূনতম বয়স হতে হবে-


উত্তরঃ ৩৫ বছর 


১১৮. রাজ্যের মন্ত্রীপরিষদের সভায় সভাপতিত্ব করেন-


উত্তরঃ মুখ্যমন্ত্রী 


১১৯. ভারতের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে ? 


উত্তরঃ ৩টি [ প্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ ]


১২০. ১৯৫৯ সালে প্রথম পঞ্চায়েতিরাজ প্রবর্তন হয়েছিল-


উত্তরঃ রাজস্থানে


১২১. সংবিধানের কোন অংশে রাষ্ট্রকে পঞ্চায়েতিরাজ ব্যবথা প্রবর্তন করতে বলা হয়েছে ? 


উত্তরঃ রাষ্ট্রের নির্দেশমূলকনীতি


১২২. সংবিধানের কততম সংশোধনে পঞ্চায়েত কে শাসনতান্ত্রীক মর্যাদা দেওয়া হয়েছে ? 


উত্তরঃ ৭৩ তম (১৯৯৩)


১২৩. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে যে অঙ্গরাজ্যে হাইকোর্ট থাকবে ? 


উত্তরঃ ২১৪ 


১২৪. ভারতের প্রধান বিচারপতির অবসর গ্রহণ করার বয়স কত ? 


উত্তরঃ ৬৫ বছর 


১২৫. হাইকোর্টের বিচারক কত বছর বয়সে অবসর নেন ? 


উত্তরঃ ৬২ বছর


১২৬. হাইকোর্টের অস্থায়ী বিচারপতিদের নিয়োগ করেন-


উত্তরঃ রাষ্ট্রপতি 


১২৭. মৌলিক অধিকার সংরক্ষণের জন্য সুপ্রিমকোর্ট কয় প্রকার লেখ জারি করতে পারে ? 


উত্তরঃ পাঁচ প্রকার 


১২৮. বর্তমানে সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা হল-


উত্তরঃ ২২টি


১২৯. বর্তমানে ভারতীয় সংবিধানের মাধ্যমে আঞ্চলিক ভাষাগুলিকে স্থান দেওয়া হয়েছে-


উত্তরঃ অষ্টম তফশিলে


১৩০. কত তম সংশোধনে ভোটাধিকার প্রাপ্তির বয়স ২১ থেকে ১৮ করা হয় ? 


উত্তরঃ ৬১ তম ১৯৮৯


১৩১. কত তম সংশোধনের মাধ্যমে পৌরসভাগুলিকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়েছিল ? 


উত্তরঃ ৭৪ তম ১৯৯৩ 


১৩২. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে ? 


উত্তরঃ ২৮০ নং ধারা


১৩৩. অর্থ বিল রাজ্যসভায় প্রেরিত হওয়ার পরে সেটিকে কতদিনের মধ্যে ফেরত পাঠাতে হয় ?


উত্তরঃ ১৪ দিন


১৩৪. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে রাষ্ট্রপতিকে ইমপিচ করা যায় ? 


উত্তরঃ ৬১ নং 


১৩৫. কে রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান ? 


উত্তরঃ সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি 

⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️

Download Full PDF : Link 1

Download Full PDF : Link 2











 


Post a Comment

Previous Post Next Post