কার সমাধিস্থল কোথায় অবস্থিত | সাধারণ জ্ঞান

সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ একটি টপিক বিভিন্ন বিখ্যাত ব্যাক্তি দের সমাধিস্থল। এই টপিক থেকে প্রায় প্রশ্ন জিজ্ঞেস হয়। 


১. লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল কোথায় অবস্থিত ?

  1. বিজয় ঘাট✅    

  2. কিষাণ ঘাট 

  3. রাজঘাট        

  4. শক্তিস্থল      



২. চরণ সিং এর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. বিজয় ঘাট

  2. কিষাণ ঘাট✅        

  3. রাজঘাট

  4. চৈত্যভূমি  




৩. মহাত্মা গান্ধীর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. রাজঘাট✅

  2. অভয়ঘাট     

  3. চৈতন্যভূমি     

  4. নারায়ণ ঘাট     




৪. ইন্দিরা গান্ধীর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. শান্তিবন 

  2. শক্তিস্থল✅

  3. সমতাস্থল       

  4. মহাপ্রয়াণ 








৫. জওহরলাল নেহেরু সমধিস্থল কে বলা হয় ?

  1. বিজয় ঘাট

  2. শান্তিবন✅  

  3. চৈতন্যভূমি  

  4. কোনটিই নয়  




৬. জ্ঞানী জৈল সিং এর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. ঐকতাস্থল✅ 

  2. চৈতন্যভূমি  

  3. সমতাস্থল        

  4. কোনটিয় নয়       




৭. বি আর আম্বেদকর এর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. শান্তিভবন       

  2. প্রাশণ ঘাট      

  3. চৈত্যভূমি✅      

  4. কালিঘাট       




৮. জগজীবন রাম এর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. বিজয় ঘাট     

  2. রাজঘাট     

  3. মসাধিস্থল     

  4. সমতাস্থল✅            




৯. গুলজারিলাল নন্দ এর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. কর্মভূমি 

  2. চৈতন্যভূমি

  3. নারায়ণ ঘাট✅

  4. কোনটিই নয় 




১০. মোরারজী দেশাই এর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. অভয়ঘাট✅

  2. বিজয়ঘাট

  3. সৃস্তিস্থল  

  4. পি ভি ঘাট




১১. রাজীব গান্ধীর সমাধি স্থল কি নামে পরিচিত ?

  1. বীরভূমি✅  

  2. মহাপ্রয়াণ        

  3. বীরঘাট

  4. কোনটিই নয়          




১২. কে আর নারায়ণ এর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. বীরভূমি  

  2. উদয় ভূমি✅    

  3. শান্তি বন  

  4. শক্তি স্থল    




১৩. শঙ্কর দয়াল শর্মা এর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. কর্ম ভূমি✅    

  2. বিশ্ব ভূমি       

  3. জগদ ভূমি   

  4. উদয় ভূমি          




১৪. রাজেন্দ্র প্রসাদ এর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. মহাপ্রয়াণ ঘাট✅ 

  2. নারায়ণ ঘাট 

  3. জয়দেব ঘাট 

  4. মানিক তলা    




১৫. রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. বিজয় ঘাট     

  2. নিমতলা ঘাট✅      

  3. রাজঘাট      

  4. রামেশ্বরম          




১৬. জাহাঙ্গীর এর সমাধিস্থল কোথায় অবস্থিত ?

  1. কাবুল 

  2. আগ্রা 

  3. লাহোর✅   

  4. দিল্লি




১৭. শেরশাহ এর সমাধিস্থল কোথায় অবস্থিত ?

  1. সাসারাম✅      

  2. মিশর     

  3. আগ্রা          

  4. দিল্লি       




১৮. বাবর এর সমাধিস্থল কোথায় অবস্থিত ?

  1. দিল্লি   

  2. আগ্রা     

  3. কাবুল✅  

  4. লাহের    




১৯. মমতাজ এর সমাধিস্থল কি নামে পরিচিত ?

  1. রেড ফোর্ড 

  2. কুতুব মিনার 

  3. লালকেল্লা

  4. তাজমহল✅          




২০. হুমায়ুন এর সমাধিস্থল কোথায় অবস্থিত ?

  1. দিল্লি✅ 

  2. আগ্রা 

  3. লাহোর  

  4. কাবুল







Answer Key:

1-a,2-b,3-a,4-b,5-b,6-a,7-c,8-d,9-c,10-a,11-a,12-b,13-a,14-a,15-b,16-c,17-a,18-c,19-d,20-a,

3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here


Post a Comment

Previous Post Next Post