কোলকাতা পুলিশ কনস্টেবল জি কে মক টেস্ট ১৬

কোলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হলো।  


১. বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

  1. ইংরেজ ও শিখ                    

  2. ইংরেজ ও সৈয়দ আহমেদ                

  3. সৈয়দ আহমেদ ও শিখ✅                   

  4. ইংরেজ ও তিতুমীর             

  

[ আরও পড়ুনঃ কার কোথায় সমাধস্থল

২. ভারতে মোট কত ধরণের সড়কপথ আছে ?

  1. তিন ধরণের                             

  2. পাঁচ ধরণের   

  3. সাত ধরণের ✅      

  4. নয় ধরণের                                                                      

৩. সেলসিয়াস স্কেলটি আবিষ্কার করেন- 

  1. চার্লস                                          

  2. নিউটন                                             

  3. অ্যাভোগাড্রো                                    

  4. আন্দ্রে সেলসিয়াস✅                                       

৪. কোনটি অধিক সুষম খাদ্য ?

  1. ভাত                                   

  2. দুধ ✅                                   

  3. মাংস      

  4. মাছ                                 


৫. সিটি অফ প্যালেস কাকে বলা হয় ?

  1. জয়পুর                            

  2. কলকাতা✅      

  3. হায়দ্রাবাদ                                     

  4. দিল্লি                                        

৬. হাম রোগ হয় ___এর কারণে। 

  1. ব্যাকটেরিয়া                            

  2. ছত্রাক    

  3. ভাইরাস ✅                             

  4. অ্যামিবা  

৭. পথের পাঁচালীর রচয়িতা কে ?

  1. বন্ধদেব গুহ 

  2. সত্যজিৎ রায়                        

  3. আশাপূর্ণ দেবী                

  4. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়✅                              

৮. কোন রাজ্যে "একশিলা রাজবাড়ীর" ধ্বংসাবশেষ রয়েছে ?

  1. মেঘালয়  

  2. অসম                          

  3. মিজোরাম                             

  4. নাগাল্যান্ড✅                                                               

৯. একটি টিয়া পাখির আনুমানিক বয়সকাল- 

  1. ২০ বছর✅                               

  2. ৪০ বছর                                     

  3. ৭০ বছর                                     

  4. ১৫০ বছর                                                  

১০. নীচের কোনটি নিষ্ক্রিয় গ্যাস ?

  1. কার্বন ডাই অক্সাইড                             

  2. নাইট্রোজেন✅    

  3. হাইড্রোজেন                             

  4. অক্সিজেন                                   

১১. ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল- 

  1. মাদ্রাজ হাইকোর্ট                          

  2. এলাহাবাদ হাইকোর্ট       

  3. বোম্বে হাইকোর্ট                 

  4. কলকাতা হাইকোর্ট✅                  

১২. ভারতে কোথায় জাফরান চাষ হয় ?

  1. জম্মু কাশ্মির✅ 

  2. আসাম                                                                                   

  3. মণিপুর    

  4. নাগ্যাল্যান্ড                                                                                                         

১৩. কার উদ্যোগে ইলবার্ট বিল পাশ হয় ? 

  1. লর্ড রিপন✅           

  2. লর্ড ক্লাইভ                

  3. ওয়ারেন হেস্টিংস          

  4. লর্ড ডালহৌসি            

১৪ . কুফার কোশ দেখা যায় - 

  1. প্যানক্রিয়াস             

  2. লিভার✅ 

  3. থাইরয়েড 

  4. ক্ষুদ্রান্ত   

১৫. NABARD প্রতিষ্ঠানটি জড়িত- 

  1. রেলের উন্নয়নে

  2. শিল্পের উন্নয়নে      

  3. শহরের উন্নয়নে             

  4. গ্রামের উন্নয়নে✅        

১৬.নাগর দোলায় বসে কোন ব্যাক্তির গতি কি প্রকারের গতি হয় ?

  1. বক্ররৈখিক চলন✅         

  2. আবর্ত গতি              

  3. মিশ্র গতি              

  4. কোনটিয় নয়                                


১৭. কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?

  1. কলকাতায়    

  2. মুম্বাই ✅       

  3. চেন্নাই  

  4. দিলিতে       

১৮. গেল্লা ছুট খেলাটি কোন রাজ্যে দেখা যায় ?

  1. মিজোরাম  

  2. আসাম                

  3. ত্রিপুরা✅                               

  4. অরুণাচল প্রদেশ                                     

১৯. কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন ?

  1. সৈয়দ আহমেদ       

  2. আব্দুল ওয়াহাব  

  3. সৈয়দ আমীর আলি✅     

  4. মহসিন উল মুলক                

২০. আকবরের সাম্রাজ্য কতগুলি সুবাতে বিভক্ত ছিল ?

  1. ১২ টি                   

  2. ১৪ টি                   

  3. ১৬ টি               

  4. ১৮ টি ✅                            

২১.অলিন্দ যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় ?

  1. ১৯২৯ খ্রিস্টাব্দে

  2. ১৯৩০ খ্রিস্টাব্দে✅        

  3. ১৯৩১ খ্রিস্টাব্দে       

  4. ১৯৩২ খ্রিস্টাব্দে

২২. স্কার্ভি রোগটি কারণ এর অভাব- 

  1. ভিটামিন D       

  2. ভিটামিন B  

  3. ভিটামিন C✅                          

  4. ভিটামিন A        

২৩. World No Tobacco Day কবে পালিত হয় ?

  1. ৩১ মে ✅           

  2. ৩০ মে     

  3. ২৯ মে        

  4. ২৮ মে

২৪. কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল ?

  1. ব্রাহ্মী              

  2. পালি                

  3. মাগধী✅        

  4. দেবনাগরী 

২৫. সরণ একটি- 

  1. ভৌত রাশি                          

  2. প্রাকৃতিক রাশি       

  3. স্কেলার রাশি                

  4. ভেক্টর রাশি✅         

২৬. অশোক লিল্যান্ড কোম্পানি ভারতের কোথায় অবস্থিত ?

  1. চেন্নাই✅ 

  2. মুম্বাই           

  3. মোহালী                     

  4. গুরগাঁও            

২৭. সমুদ্রজলে যে প্রাণীগোষ্ঠীটি অনুপস্থিত - 

  1. স্তন্যপায়ী                           

  2. উভচর✅       

  3. পক্ষী              

  4. কোনটিয় নয়   

২৮. কয়াল বলতে বোঝায়- 

  1. লবণাক্ত জলভূমি✅      

  2. একটি পর্বত শৃঙ্গ    

  3. পাহাড়ের ঢাল                            

  4. স্বাদু জলের জলাভূমি                           

২৯. আইন ই দহশালা আসলে কী ?

  1. আইনী সংস্কার          

  2. ভূমিরাজস্ব ব্যবস্থা ✅          

  3. বিচার সংস্কার 

  4. ধর্ন সংস্কার              

৩০. প্রধানমন্ত্রী ২০২২ সেমিকন ইন্ডিয়া কনফারেন্স উদ্বোধন করেছেল-

  1. নতুন দিল্লি

  2. ভাদোদরা    

  3. বেঙ্গালুরু

  4. সুরাট✅                  

৩১.আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল- 

  1. গুরুশিখর✅            

  2. ভোরাট                  

  3. নাগাটিব্বা                            

  4. কামেই   

৩২.১৮৫৭ সালে বিদ্রোহের সময় ভারতবর্ষে বড়লাট কে ছিলেন ?

  1. লিটন                              

  2. ক্যানিং✅               

  3. ডালহৌসি                 

  4. মিন্টো             

৩৩. গণতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যবস্থা কী ?

  1. সামাজিক                       

  2. রাজনৈতিক✅     

  3. অর্থনৈতিক

  4. সরকারী                              

৩৪. বিশ্বানাথন আনন্দ কত সালে পদ্মভূষণ পুরস্কার পান ?

  1. ২০১১           

  2. ২০০৭✅            

  3. ২০১০            

  4. ২০০৯                             

৩৫. সীমান্ত গান্ধী কাকে বলা হয় ?

  1. আব্দুল গফফর খান ✅                         

  2. মৌলানা আজাদ                     

  3. সতীশচন্দ্র বসু                      

  4. মহাত্মা গান্ধী       


৩৬. ১ টেরাবাইট সমান-  

  1. 1024 GB✅ 

  2. 1024 MB       

  3. 10 GB 

  4. 1024 KB  

৩৭. রোলান্ড গারোস নামটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত -

  1. ব্যাডমিন্টন 

  2. ফুটবল 

  3. টেনিস✅    

  4. রোয়িং    

৩৮. বাজেয়াপ্ত নীতি প্রবর্তন করেন- 

  1. লর্ড ডালহৌসি✅      

  2. লর্ড ক্যানিং      

  3. লর্ড এলগিন    

  4. লর্ড লরেন্স   

৩৯. ডেকান ট্র্যাপ গঠিত হয়েছে প্রধানত কোন শিলা দ্বারা ?

  1. আগ্নেয় শিলা✅ 

  2. আগ্নেয় ও রুপান্তরিত শিলা 

  3. পাললিক ও রুপান্তরিত শিলা 

  4. রুপান্তরিত শিলা দ্বারা    

৪০. উত্তরপ্রদেশ এর রাজধানী - 

  1. এলাহাবাদ        

  2. বেনারাস   

  3. পাটনা 

  4. লক্ষ্ণৌ✅   


Download Full PDF : ⬇️⬇️⬇️

Link 1 : Click Here

Link 2 : Click Here 

Link 3 : Click Here 


3000+ History Gk : Click Here 

1500+ Science Gk : Click Here 

1500+ Static Gk : Click Here 

1000+ Geography Gk : Click Here 

1000+Polity Gk : Click Here 

1000+ WB Gk : Click Here 


আমাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ ফ্রী তে দেখতে পাবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে WBPSC Exam এ এবং সম্পূর্ণ ফ্রী তে PDF Download করতে পারবেন আমাদের Telegram Group এবং ওয়েবসাইট exam wbpsc থেকে। সরাসরি জয়েন্ট হতে নীচের Link এ ক্লিক করুণ। 


YouTube Channel : Link Active 

Telegram Group : Active Link

Our Website : Click Here

Post a Comment

Previous Post Next Post